প্রিয় ক্রিকেট ডটকমঃ চলছে যুব বিশ্বকাপের (অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ) এবারের আসর। এবারের যুব বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।যুব বিশ্বকাপকে বলা হয় ক্রিকেটের তরুণ প্লেয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসর। বর্তমান সময়ের বহু তারকা ক্রিকেটার একসময় যুব (অনুর্ধ্ব ১৯ ) বিশ্বকাপে দারুণ সফলতা দেখিয়েছেন এক্ষেএে ইংল্যান্ডের এউইন মরগান, ভারতের শিকর ধাওয়ান, বাংলাদেশের লিটন দাস, অষ্ট্রেলিয়ার জশ হার্জেলউড, নিউজিল্যান্ডের টিম সাউদির কথা বলা যায়। । তাই ক্রিকেটামোদীদের কাছে যুব বিশ্বকাপের আলাদা আবেদন রয়েছে। আসুন যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের রেকর্ড দেখে নিই।
যুববিশ্বকাপের শীর্ষ পাঁচ দলীয় টোটাল
যুব বিশ্বকাপকে বলা হয় ক্রিকেটখেলুড়ে দেশগুলোর তরুণ প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর। বর্তমান সময়ের বহু তারকা ক্রিকেটার একসময় যুব বিশ্বকাপে সফলতা দেখিয়েছেন।যুববিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের রেকর্ড এখানে তুলে ধরছি।
অষ্ট্রেলিয়া ৪৮০/৬
যুব বিশ্বকাপের ইতিহাসে এযাবতকালের সবচেয়ে বড় দলীয় টোটাল করে অষ্ট্রেলিয়া ।২০০২ সালের যুব বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ টিম কেনিয়ার অনুর্ধ্ব ১৯ টিমের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৮০ রান করতে সক্ষম হয়।এটিই যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় টোটাল।
নিউজিল্যান্ড ৪৩৬/৪
যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৪৩৬ রানের একটি টোটাল অন্যতম (২০১৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে)।সেই ম্যাচে কিউইদের প্রতিপক্ষ ছিল কেনিয়া ।
ভারত ৪২৫/৩
যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের অন্যতম একটি রেকর্ড হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ভারতের ৩ উইকেটে ৪২৫ রান (২০০৪ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে)।
শ্রীলঙ্কা ৪১৯/৪
যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের অন্যতম এক রেকর্ড শ্রীলঙ্কার নামের পাশে রয়েছে। ২০১৮ সালের যুব বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার অনুর্ধ্ব ১৯ টিম নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৯ রান সংগ্রহ করে।
ভারত ৪০৫/৫
চলমান ২০২২ সালের যুব বিশ্বকাপে (২২ জানুয়ারি) উগান্ডার বিপক্ষে ভারতের অনুর্ধ্ব ১৯ টিম নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করে এবং এটি যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের একটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন