WHAT'S NEW?
Loading...

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল দেখে নিন

                                                            


প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি এবারও যথারীতি ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল। আইসিসির এবারের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন প্লেয়ারের নাম রয়েছে। বাংলাদেশ থেকে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। আসুন আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল দেখে নিই।


কোন দেশের কোন প্লেয়ার রয়েছেন 


আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে কোন কোন দেশের প্লেয়ার জায়গা পেলেন সেই তালিকা এখানে তুলে ধরছি।

বাংলাদেশ : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান 


শ্রীলঙ্কা : ওয়ানিন্দু হাসারাঙ্গা,দুশমন্ত চামিরা 


পাকিস্তান : বাবর আজম,ফখর জামান 


দক্ষিণ আফ্রিকা : জানেমান মালান,রসি ভ্যান ডার ডুসেন 


আয়ারল্যান্ড : পল স্টারলিং,সিমি সিং আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল মূল্যায়ন 


আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে ওপেনার হিসেবে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। টপঅর্ডারে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান ডার ডুসেন । এছাড়া মিডলঅর্ডারে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, পাকিস্তানের ফখর জামান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মূল স্পিনার হিসেবে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে পেসার হিসেবে রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা।২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমকে। এছাড়া আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে পাকিস্তানের বাবর আজমের নাম রয়েছে।


যেসব দেশের কোন প্লেয়ার জায়গা পাননি 


শীর্ষ ক্রিকেটখেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত, নিউজিল্যান্ড,অষ্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারকে আইসিসির বর্ষসেরা (২০২১) ওয়ানডে দলে রাখা হয়নি।আইসিসির বর্ষসেরা (২০২১)  ওয়ানডে দল 


পল স্টারলিং, জানেমান মালান,বাবর আজম (অধিনায়ক),ফখর জামান,রসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান,ওয়ানিন্দু হাসারাঙ্গা,সিমি সিং,দুশমন্ত চামিরা।