প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে এবারের (২০২২) বিপিএল।এটি হবে বিপিএলের অষ্টম আসর। ইতিমধ্যে ২০২২ বিপিএলের সবগুলো স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে। বিপিএলের অষ্টম আসরের সবগুলো খেলা যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ১৮ ফেব্রুয়ারি,২০২২ তারিখে এবারের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে । ২০২২ বিপিএলের পূর্ণাঙ্গ ম্যাচ সিডিউল ও অন্যান্য এখানে তুলে ধরছি।
সিডিউল ইমেইজ : বিডিক্রিকটাইম
বিপিএলের গত সাত আসরের ফাইনাল পরিসংখ্যান
২০২০ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - রাজশাহী রয়ালস
রানার্সআপ - খুলনা টাইগার্স
ফলাফল - রাজশাহী রয়ালস ২১ রানে জয়ী হয়।
২০১৯ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রানার্সআপ - ঢাকা ডায়নামাইটর্স
ফলাফল - কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী হয়।
২০১৭ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - রংপুর রাইডার্স
রানার্সআপ - ঢাকা ডায়নামাইটর্স
ফলাফল - রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী হয়।
২০১৬ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা ডায়নামাইটর্স
রানার্সআপ - রাজশাহী কিংস
ফলাফল - ঢাকা ডায়নামাইটর্স ৫৬ রানে জয়ী হয়
২০১৫ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রানার্সআপ - বরিশাল বুলস
ফলাফল - কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী হয়।
২০১৩ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
রানার্সআপ - চিটাগাং কিংস
ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৪৩ রানে জয়ী হয়।
২০১২ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
রানার্সআপ - বরিশাল বার্নার্স
ফলাফল - ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন