প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের অ্যাশেজ সিরিজ অবশেষে বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। যদিও এবারের পাঁচ ম্যাচের অ্যাশেজে ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজিত হয়। এছাড়া প্যাট কামিন্সের নেতৃত্বে অষ্ট্রেলিয়া দারুণ এক অ্যাশেজ সিরিজ উপহার দিতে সক্ষম হয়। আসুন এবারের অ্যাশেজ সিরিজের সেরা পাঁচ পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিই।
২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ ব্যাটার
২০২১-২২ অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি রান করেন অষ্ট্রেলিয়ার ট্রেভিস হেড (৩৫৭ রান) ।২০২১-২২ অ্যাশেজ সিরিজের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
১. ট্রেভিস হেড (অষ্ট্রেলিয়া) - ৪ ম্যাচে ৩৫৭ রান ।
২. মার্নাস লাবুসেন (অষ্ট্রেলিয়া) - ৫ ম্যাচে ৩৩৫ রান ।
৩.জে রুট (ইংল্যান্ড) - ৫ ম্যাচে ৩২২ রান ।
৪.ডেভিড ওয়ার্নার ( ইংল্যান্ড) - ৫ ম্যাচে ২৭৩ রান।
৫. উসমান খাজা (অষ্ট্রেলিয়া) - ২ ম্যাচে ২৫৫ রান।
২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ বোলার
এবারের অ্যাশেজ সিরিজে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অষ্ট্রেলিয়ার প্যাট কামিন্স (২১ উইকেট)। এবারের ২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন