প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সবধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিচ। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত প্লেয়ার ছিলেন এই অলরাউন্ডার।গত আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মরিচ।ক্রিস মরিচের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট খেলেছেন । টেস্ট ক্রিকেটে ক্রিস মরিচ ৪ ম্যাচে ব্যাট হাতে ১৭৩ রান এবং বল হাতে ১২টি উইকেট শিকার করেন।
ওয়ানডে ক্যারিয়ার
ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর সংগ্রহ ৪৬৮রান । এছাড়া এই অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে মোট ৪৮টি উইকেট শিকার করেন।
টিটুয়েন্টি ক্যারিয়ার
ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৩৩ রান করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মরিচের উইকেটসংখ্যা ৩৪।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
ফাষ্টক্লাস ক্রিকেটে ক্রিস মরিচ টাইটানস,সারে, দিল্লি ক্যাপিটালস,হামশায়ার, রাজস্থান রয়্যালস,সিডনি থান্ডার্স প্রভৃতি টিমের হয়ে খেলেছেন। ক্রিস মরিচ ৬০টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ব্যাট হাতে ২৫৭১ রান এবং বল হাতে ১৯৬টি উইকেট শিকার করেন।
ক্রিস মরিচের সেরা কিছু পারফরম্যান্স
ক্রিস মরিচের সেরা কিছু পারফরম্যান্সের চিএ এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন