WHAT'S NEW?
Loading...

ক্রিকেট থেকে ক্রিস মরিচের অবসর

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সবধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিচ। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত প্লেয়ার ছিলেন এই অলরাউন্ডার।গত আইপিএলে সবচেয়ে  দামি ক্রিকেটার ছিলেন মরিচ।ক্রিস মরিচের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।



টেস্ট ক্যারিয়ার 


ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট খেলেছেন । টেস্ট ক্রিকেটে ক্রিস মরিচ ৪ ম্যাচে ব্যাট হাতে ১৭৩ রান এবং বল হাতে ১২টি উইকেট শিকার করেন।

ওয়ানডে ক্যারিয়ার 


ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর সংগ্রহ ৪৬৮রান । এছাড়া এই অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে মোট ৪৮টি উইকেট শিকার করেন।

টিটুয়েন্টি ক্যারিয়ার 


ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৩৩ রান করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মরিচের উইকেটসংখ্যা ৩৪।

ফাষ্টক্লাস ক্যারিয়ার 


ফাষ্টক্লাস ক্রিকেটে ক্রিস মরিচ টাইটানস,সারে, দিল্লি ক্যাপিটালস,হামশায়ার, রাজস্থান রয়্যালস,সিডনি থান্ডার্স প্রভৃতি  টিমের হয়ে খেলেছেন। ক্রিস মরিচ ৬০টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ব্যাট হাতে  ২৫৭১ রান এবং বল হাতে  ১৯৬টি উইকেট শিকার করেন।


ক্রিস মরিচের সেরা কিছু পারফরম্যান্স


ক্রিস মরিচের সেরা কিছু পারফরম্যান্সের চিএ এখানে তুলে ধরছি।

১. আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপে ক্রিস মরিচ বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন এবং এর ফলে দক্ষিণ আফ্রিকা সেইম্যাচে সহজে জয়লাভ করে।এটি ক্রিস মরিচের ক্যারিয়ারের সেরা এক ম্যাচ হিসেবে স্বীকৃত।


২.২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ক্রিস মরিচ ৩৮ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এবং এর ফলে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে সেইম্যাচে জয় পায়।এটি ক্রিস মরিচের অন্যতম সেরা এক ম্যাচ হিসেবে পরিচিত।


৩.২০১৭ সালে সেঞ্চুরিয়নে  শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ক্রিস মরিচ ৩১ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।এই ম্যাচটি ক্রিস মরিচের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।