WHAT'S NEW?
Loading...

যুব এশিয়াকাপের সেরা পারফরমার

                                                             


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের যুবারা শিরোপা জয় করে । উল্লেখ্য এবারের (২০২১) যুব এশিয়াকাপে সর্বাধিক রান করেন ভারতের শেখ রাশিদ (১৩৩ রান) এবং সর্বাধিক উইকেট নেন পাকিস্তানের জিসান জামির। আসুন দেখে নিই ২০২১ যুব এশিয়া কাপের সেরা ব্যাটার ও  বোলারদের পরিসংখ্যান।


 যুব এশিয়াকাপের সেরা পাঁচ ব্যাটার 


এবারের যুব এশিয়াকাপের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।এবা

১. শেখ রাশিদ(ভারত) - ৪ ম্যাচে ১৩৩ রান (১ ফিফটি)


২.হারনর সিং(ভারত) -  ৪ ম্যাচে ১৩১ রান (১ফিফটি)


৩.মোহাম্মদ শেহজাদ (পাকিস্তান) -৩ ম্যাচে ১১১ রান (১ফিফটি)


৪.অঙ্কক্রিশ রঘুবনসি(ভারত)  - ৪ ম্যাচে ১০৭ রান (১ফিফটি)


৫.রাজাংগাদ বাহা(ভারত) - ৪ ম্যাচে ৯১ রান) 



যুব এশিয়াকাপের সেরা পাঁচ বোলার 


এবারের যুব এশিয়াকাপের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।

১.জিসান জামির(পাকিস্তান) - ৩ ম্যাচে ১১ উইকেট


২.দুনিত উয়েলালাঘে(শ্রীলঙ্কা) - ৫ ম্যাচে ১০ উইকেট


৩.নুর আহমাদ (আফগানিস্তান) - ৩ ম্যাচে ৮ উইকেট 


৪.ভিকি অষ্টওয়াল (ভারত) - ৫ ম্যাচে ৮ উইকেট


৫.রাজাংগাদ বাহা(ভারত)  - ৪ ম্যাচে ৮ উইকেট