২০২১-২২ বিগব্যাশের সেরা পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের বিগব্যাশের শিরোপা জিতল পার্থ স্কোচার্স। ২০২১-২২ বিগব্যাশের ফাইনালে পার্থ স্কোচার্স সিডনি সিক্সার্সকে ৭৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারের (২০২১-২২) বিগব্যাশে ব্যাটেবলে সেরা পাঁচ পারফরমারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ ব্যাটার
১.বেন ম্যাকডারমট (হোবার্ট হ্যারিক্যান্স) - ১৩ ম্যাচে ৫৭৭ রান ।
২.জোনাথন ওয়েলস (এডিলেড স্টাইকার্স) - ১৭ ম্যাচে ৫০১ রান।
৩.ম্যাথু সর্ট (এডিলেড স্টাইকার্স) - ১৬ ম্যাচে ৪৯৩ রান।
৪.গ্লেন ম্যাক্সওয়েল (মেলবোর্ন স্টারস) -১৩ ম্যাচে ৪৬৮ রান।
৫. জেসন সাঙ্গা (সিডনি থান্ডার্স) - ১২ ম্যাচে ৪৪৫ রান ।
২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ বোলার
১.পিটার সিডলি (এডিলেড স্টাইকার্স) - ১৭ ম্যাচে ৩০ উইকেট ।
২.হেইডেন কের(সিডনি সিক্সার্স) - ১৭ ম্যাচে ২৫ উইকেট ।
৩.এন্ডু টাই (পার্থ স্কোচার্স) - ১৬ ম্যাচে ২৫ উইকেট ।
৪.রশিদ খান(এডিলেড স্টাইকার্স) - ১১ ম্যাচে ২০ উইকেট ।
৫.থমাস রজার্স( হোবার্ট হ্যারিক্যান্স) - ১৩ ম্যাচে ২০ উইকেট ।
আইসিসির ২০২১ সালের বর্ষসেরাদের তালিকা
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের বিবেচনায় ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার (নারী, পুরুষ), আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে। আসুন ২০২১ সালের ক্রিকেটের বর্ষসেরাদের তালিকা দেখে নিই।
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)
বর্ষসেরা ক্রিকেটার (নারী)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী)
বর্ষসেরা টিটুয়েন্টি ক্রিকেটার (পুরুষ)
বর্ষসেরা টিটুয়েন্টি ক্রিকেটার ( নারী)
বর্ষসেরা আম্পায়ার
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (পুরুষ)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (নারী)
বাংলাদেশের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড
ছবি : শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ আন্তর্জাতিক স্পোটর্সের মধ্যে ক্রিকেটে সবচেয়ে এগিয়ে রয়েছে । এছাড়া বাংলাদেশের আশপাশের দেশগুলোতেও ক্রিকেটের (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা) জনপ্রিয়তা ব্যাপক।আর এরফলে বাংলাদেশে গড়ে উঠেছে বেশকিছু আন্তর্জাতিক মানের ক্রিকেট গ্ৰাউন্ড (স্টেডিয়াম)। এখানে বাংলাদেশের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর পরিচিতি তুলে ধরছি(তথ্যসূএ : উইকিপিডিয়া)।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম,ফতুল্লা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
শেখ কামাল স্টেডিয়াম , গোপালগঞ্জ
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
সাম্প্রতিক চাকরির খবর
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ডাচ বাংলা ব্যাংকের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে নিন।
পদ : সিনিয়র নকশাবিদ, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী,ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরসহ মোট ২১টি পদ।
পদসংখ্যা : ৭১৪
যোগ্যতা : পদভেদে জেএসসি পাস থেকে স্মাতক ডিগ্ৰি ।
বয়স : বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতনস্কেল : পদভেদে ৮,২৫০ - ২০,২১০ টাকা থেকে ১১,৩০০ - ২৭,৩০০ টাকা ।
আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://bbs.teletalk.com.bd) ।
আবেদন ফি : পদভেদে আবেদন ফি ৫৬ টাকা ও ১১২ টাকা ।
আবেদনের শেষ তারিখ : ১০ ফেব্রুয়ারি,২০২২ বিকাল ৫টা ।
সূত্র : প্রথম আলো অনলাইন
ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 'ডাচ বাংলা ব্যাংক' এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর জিপিএসহ যেকোন বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর ।
বেতন : ৫০,০০০ টাকা
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট http:app.dutchbanglabank.com/online_job)
আবেদনের শেষ তারিখ : ১৬/০২/২০২২
সূত্র : বিডিজবস ডটকম
যুব বিশ্বকাপের শীর্ষ ৫ দলীয় টোটাল
প্রিয় ক্রিকেট ডটকমঃ চলছে যুব বিশ্বকাপের (অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ) এবারের আসর। এবারের যুব বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।যুব বিশ্বকাপকে বলা হয় ক্রিকেটের তরুণ প্লেয়ারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসর। বর্তমান সময়ের বহু তারকা ক্রিকেটার একসময় যুব (অনুর্ধ্ব ১৯ ) বিশ্বকাপে দারুণ সফলতা দেখিয়েছেন এক্ষেএে ইংল্যান্ডের এউইন মরগান, ভারতের শিকর ধাওয়ান, বাংলাদেশের লিটন দাস, অষ্ট্রেলিয়ার জশ হার্জেলউড, নিউজিল্যান্ডের টিম সাউদির কথা বলা যায়। । তাই ক্রিকেটামোদীদের কাছে যুব বিশ্বকাপের আলাদা আবেদন রয়েছে। আসুন যুব বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ পাঁচ দলীয় টোটালের রেকর্ড দেখে নিই।
যুববিশ্বকাপের শীর্ষ পাঁচ দলীয় টোটাল
অষ্ট্রেলিয়া ৪৮০/৬
নিউজিল্যান্ড ৪৩৬/৪
ভারত ৪২৫/৩
শ্রীলঙ্কা ৪১৯/৪
ভারত ৪০৫/৫
২০২১-২২ অ্যাশেজের সেরা পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের অ্যাশেজ সিরিজ অবশেষে বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। যদিও এবারের পাঁচ ম্যাচের অ্যাশেজে ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজিত হয়। এছাড়া প্যাট কামিন্সের নেতৃত্বে অষ্ট্রেলিয়া দারুণ এক অ্যাশেজ সিরিজ উপহার দিতে সক্ষম হয়। আসুন এবারের অ্যাশেজ সিরিজের সেরা পাঁচ পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিই।
২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ ব্যাটার
১. ট্রেভিস হেড (অষ্ট্রেলিয়া) - ৪ ম্যাচে ৩৫৭ রান ।
২. মার্নাস লাবুসেন (অষ্ট্রেলিয়া) - ৫ ম্যাচে ৩৩৫ রান ।
৩.জে রুট (ইংল্যান্ড) - ৫ ম্যাচে ৩২২ রান ।
৪.ডেভিড ওয়ার্নার ( ইংল্যান্ড) - ৫ ম্যাচে ২৭৩ রান।
৫. উসমান খাজা (অষ্ট্রেলিয়া) - ২ ম্যাচে ২৫৫ রান।
২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ বোলার
এবারের অ্যাশেজ সিরিজে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অষ্ট্রেলিয়ার প্যাট কামিন্স (২১ উইকেট)। এবারের ২০২১-২২ অ্যাশেজের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
১.প্যাট কামিন্স (অষ্ট্রেলিয়া) - ৪ ম্যাচে ২১ উইকেট ।
২.মিশেল স্ট্রার্ক (অষ্ট্রেলিয়া) - ৫ ম্যাচে ১৯ উইকেট ।
৩.স্কট বোলান্ড (অষ্ট্রেলিয়া) - ৩ ম্যাচে ১৮ উইকেট।
৪.মার্ক উড ( ইংল্যান্ড) - ৪ ম্যাচে ১৭ উইকেট ।
৫.নাথান লায়ন (অষ্ট্রেলিয়া) - ৫ ম্যাচে ১৬ উইকেট।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল দেখে নিন
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি প্রতিবছরের ন্যায় আইসিসি তাদের বিবেচনায় বর্ষসেরা (২০২১) টেস্ট দল ঘোষণা করেছে। ক্রিকেটের বেসিক ভার্সনের (টেস্ট) বর্ষসেরা (২০২১) একাদশে কারা থাকছেন সেটি নিয়ে যথারীতি ক্রিকেটজগতে মাতামাতি ছিল। শেষমেশ আইসিসি তাদের বিবেচনায় বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করে। উল্লেখ্য আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।তবে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে বাংলাদেশের কোন প্লেয়ার জায়গা পাননি। এছাড়া আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে ভারত ও পাকিস্তান থেকে তিনজন করে ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটারের নাম রয়েছে। সেইসাথে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টেস্ট দলে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একজন করে ক্রিকেটার রয়েছেন।
কোন দেশের কোন প্লেয়ার জায়গা পেয়েছেন
ভারত : রোহিত শর্মা,রিসভ পন্ত, রবিচন্দন অশ্বিন
পাকিস্তান : ফাওয়াদ আলম, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি
নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন,কাইল জেমিসন
শ্রীলঙ্কা : দিমুথ করুণারত্নে
ইংল্যান্ড : জে রুট
অষ্ট্রেলিয়া : মার্নাস লাবুসেন
আইসিসির বর্ষসেরা টেস্ট দল মূল্যায়ন
আইসিসির বর্ষসেরা টেস্ট দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক),জে রুট, রোহিত শর্মা, রিসভ পন্ত, ফাওয়াদ আলম,মার্নাস লাবুসেন,দিমুথ করুণারত্নে,রবিচন্দন অশ্বিন,কাইল জেমিসন, শাহিন শাহ আফ্রিদি,হাসান আলী।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল দেখে নিন
প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি এবারও যথারীতি ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল। আইসিসির এবারের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন প্লেয়ারের নাম রয়েছে। বাংলাদেশ থেকে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। আসুন আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল দেখে নিই।
কোন দেশের কোন প্লেয়ার রয়েছেন
বাংলাদেশ : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা : ওয়ানিন্দু হাসারাঙ্গা,দুশমন্ত চামিরা
পাকিস্তান : বাবর আজম,ফখর জামান
দক্ষিণ আফ্রিকা : জানেমান মালান,রসি ভ্যান ডার ডুসেন
আয়ারল্যান্ড : পল স্টারলিং,সিমি সিং
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল মূল্যায়ন
যেসব দেশের কোন প্লেয়ার জায়গা পাননি
আইসিসির বর্ষসেরা (২০২১) ওয়ানডে দল
পল স্টারলিং, জানেমান মালান,বাবর আজম (অধিনায়ক),ফখর জামান,রসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান,ওয়ানিন্দু হাসারাঙ্গা,সিমি সিং,দুশমন্ত চামিরা।
শীতে সতেজ থাকুন
প্রিয় ক্রিকেট ডটকমঃ চলছে শীতকাল । এই সময়ে কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে শরীরের উপর বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। শীতকালে অনেক সময় অসতর্কতায় শরীরে বিভিন্ন মৌসুমী রোগব্যাধিও বাসা বাঁধতে পারে।তাই শীতে শরীরকে সতেজ ও সক্রিয় রাখতে কিছু বিষয় জেনে নেয়া জরুরি। আসুন শীতে শরীরকে সতেজ রাখতে কি করবেন তার একটি ফর্মুলা জেনে নিই (তথ্যসূত্র: প্রিয় ডটকম)।
প্রচুর পানি পান করুন
ব্যয়াম করুন
বিছানা ছাড়ুন ধীরে
গরমকালের চেয়ে শীতকালে রাত কিছুটা দীর্ঘ হয়।আর এরফলে শীতকালে বিছানা ছাড়তে কিছুটা বিলম্ব হয় এবং দীর্ঘ সময় শুয়ে থাকার কারণে শরীরের মাংসপেশীর কর্মক্ষমতা মন্থর হয়ে যায়।আর তাই শীতে বিছানা ছাড়ার সময় শরীরকে ধীরে ধীরে নেড়ে শরীরের মাংসপেশীকে সক্রিয় করে তারপর বিছানা ছাড়ুন। শীতে ঘুম ভাঙ্গার পর ধরমড়িয়ে বিছানা ছাড়া উচিত নয় কারণ এরফলে মাংসপেশীতে বিভিন্ন সমস্যা হতে পারে যা শরীরে অস্বস্থি তৈরি করতে পারে।তাই বিশেষজ্ঞরা বলেন শীতের সময় ধীরে ধীরে শরীরকে সক্রিয় করে তারপর বিছানা ছাড়ুন।
নিয়মিত ভিটামিন সি যুক্ত খাবার খান
শীতকালে শরীরে বিভিন্ন মৌসুমী রোগব্যাধি বাসা বাঁধতে পারে আর এসব থেকে মুক্তি পেতে এই সময়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। শীতকালে ভিটামিন সি যুক্ত বিভিন্ন শাকসবজি ও ফলমূল পাওয়া যায় যা নিয়মিত খেতে হবে। শীতকালে ঠান্ডাজনিত রোগব্যাধি সারাতে ভিটামিন সি যুক্ত খাবার খুবই উপকারী। ভিটামিন সি ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা সারাতে সহায়তা করে।
পুষ্টিকর খাবার খেতে হবে
শীতকালে শরীরকে সতেজ ও সবল রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। এক্ষেত্রে শীতকালে নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল খেতে পারেন। শীতে বাজারে বিভিন্ন ধরণের শাকসবজি ও ফলমূল সহজলভ্য হয় । যেমন কমলালেবু,টমেটো,গাজর ইত্যাদি এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শীতে শরীরকে সতেজ ও সক্রিয় রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার যেমন মৌসুমী ফল ও শাকসবজি খেতে হবে।
স্ট্রেসকে দূরে রাখুন
বিশেষজ্ঞরা বলেন শীতকালে শরীরের জন্য ক্ষতিকর একটি সমস্যা হচ্ছে স্ট্রেস । অতিরিক্ত স্ট্রেস থেকে শরীরের সতেজতা কমে যেতে পারে।তাই শীতে শরীরকে সতেজ ও রোগমুক্ত রাখতে হলে স্ট্রেসকে দূরে রাখার চেষ্টা করতে হবে। বিশেষজ্ঞরা বলেন শীতে সুস্থ থাকতে হলে সবধরণের স্ট্রেস বা চাপকে এড়িয়ে চলতে হবে।কারণ স্ট্রেস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে সহজেই শরীরে জ্বর প্রভৃতি রোগ হানা দেয়।
পরিমিত ঘুম জরুরি
শীতে সতেজ থাকতে চাই পরিমিত ঘুম। বিশেষজ্ঞরা বলেন শীতে সুস্থ ও সবল থাকার জন্য পরিমিত ঘুম খুবই জরুরি।কারণ শীতে পরিমিত ঘুম নাহলে হজমে সমস্যা ,আলস্য ইত্যাদি বেড়ে যায়। এছাড়া পরিমিত ঘুম নাহলে শীতে উচ্চরক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
খাওয়ার আগে সাবান দিয়ে হাত পরিস্কার করুন
করোনা মহামারীর এই সময়ে শীতে সুস্থ থাকতে চাইলে যেকোন কিছু খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।কারণ বিশেষজ্ঞরা বলেন আমাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি প্রবেশ করে হাতের মাধ্যমে।তাই খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে ভুলবেন না।
শীতে চিনিযুক্ত খাবার কম খান
বিশেষজ্ঞরা বলেন শীতে শরীরকে সতেজ ও সক্রিয় রাখতে চিনিযুক্ত খাবার কম খেতে হবে।কারণ চিনিযুক্ত খাবার বেশি খেলে এই সময়ে শরীরের ওজন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জটিল রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে।তাই শীতে ফিট থাকার জন্য যথাসম্ভব চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
মাস্ক ও যথাযথ শীতপোশাক ব্যবহার করুন
শীতে করোনা ও বিভিন্ন মৌসুমী রোগব্যাধি থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য বাইরে বেরোলে মাস্ক ও যথাযথ শীতপোশাক ব্যবহার করুন ।এই সময়ে শরীরে ঠান্ডা প্রবেশ করলে মৌসুমী সর্দিকাশির প্রভাবে পুরো শীত মাটি হয়ে যেতে পারে।
আইসিসির বর্ষসেরা টিটুয়েন্টি দল দেখে নিন
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আইসিসি তাদের বিবেচনায় ২০২১ সালের বর্ষসেরা টিটুয়েন্টি দল ঘোষণা করেছে। সুখবর হলো আইসিসির বর্ষসেরা টিটুয়েন্টি দলে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নামটি রয়েছে। উল্লেখ্য আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টিটুয়েন্টি দলে বৃহৎ তিন টিম ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোন প্লেয়ারের জায়গা হয়নি। আসুন আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টিটুয়েন্টি দল দেখে নিই।
কোন দেশের কোন প্লেয়ার রয়েছেন
বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান
অষ্ট্রেলিয়া : মিশেল মার্শ,জশ হার্জেলউড
পাকিস্তান : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি
শ্রীলঙ্কা : ওয়ানিন্দু হাসারাঙ্গা
দক্ষিণ আফ্রিকা : এইডেন মার্করাম ,তাবরিজ সামসি ,ডেভিড মিলার
ইংল্যান্ড : জস বাটলার
আইসিসির (২০২১) বর্ষসেরা টিটুয়েন্টি দল মূল্যায়ন
যে দেশগুলোর কেউ জায়গা পাননি
আইসিসির বর্ষসেরা (২০২১) টিটুয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,জস বাটলার, এইডেন মার্করাম,মিশেল মার্শ, ডেভিড মিলার,তাবরিজ সামসি,ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান,জশ হার্জেলউড, শাহিন শাহ আফ্রিদি।
বিপিএলের যে তালিকায় গেইল সবচেয়ে এগিয়ে
ছবি: ক্রিস গেইল
প্রিয় ক্রিকেট ডটকমঃ বিপিএলের অষ্টম আসর শুরু হবে আগামী ২১ জানুয়ারি,২০২২ তারিখে। এবারের বিপিএলেও দেশি-বিদেশি তারকা প্লেয়াররা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে ডোয়াইন ব্রাভোর মত বেশকিছু তারকা প্লেয়ার বাংলাদেশে পৌঁছে গেছেন। আজকের স্টোরিটি বিপিএলের শীর্ষ দশ ব্যক্তিগত ইনিংস নিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য বিপিএলের শীর্ষ দশ ব্যক্তিগত ইনিংসের তালিকায় উইন্ডিজ ব্যাটার ক্রিস গেইলের ইনিংসের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটিও গেইলের।
বিপিএলের শীর্ষ দশ ইনিংস
ক্রিস গেইলের অপরাজিত ১৪৬
তামিম ইকবালের অপরাজিত ১৪১
ক্রিস গেইলের অপরাজিত ১২৬
সাব্বির রহমানের ১২২
ক্রিস গেইলের ১১৬
নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১১৫
ক্রিস গেইলের ১১৪
আহমেদ শেহজাদের অপরাজিত ১১৩
এভিন লুইসের অপরাজিত ১০৯
জনসন চার্লসের অপরাজিত ১০৫
২০২২ বিপিএলের সিডিউল দেখে নিন
প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে এবারের (২০২২) বিপিএল।এটি হবে বিপিএলের অষ্টম আসর। ইতিমধ্যে ২০২২ বিপিএলের সবগুলো স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে। বিপিএলের অষ্টম আসরের সবগুলো খেলা যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ১৮ ফেব্রুয়ারি,২০২২ তারিখে এবারের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে । ২০২২ বিপিএলের পূর্ণাঙ্গ ম্যাচ সিডিউল ও অন্যান্য এখানে তুলে ধরছি।
সিডিউল ইমেইজ : বিডিক্রিকটাইম
বিপিএলের গত সাত আসরের ফাইনাল পরিসংখ্যান
২০২০ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - রাজশাহী রয়ালস
রানার্সআপ - খুলনা টাইগার্স
ফলাফল - রাজশাহী রয়ালস ২১ রানে জয়ী হয়।
২০১৯ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রানার্সআপ - ঢাকা ডায়নামাইটর্স
ফলাফল - কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী হয়।
২০১৭ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - রংপুর রাইডার্স
রানার্সআপ - ঢাকা ডায়নামাইটর্স
ফলাফল - রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী হয়।
২০১৬ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা ডায়নামাইটর্স
রানার্সআপ - রাজশাহী কিংস
ফলাফল - ঢাকা ডায়নামাইটর্স ৫৬ রানে জয়ী হয়
২০১৫ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রানার্সআপ - বরিশাল বুলস
ফলাফল - কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী হয়।
২০১৩ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
রানার্সআপ - চিটাগাং কিংস
ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৪৩ রানে জয়ী হয়।
২০১২ বিপিএল ফাইনাল
চ্যাম্পিয়ন - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
রানার্সআপ - বরিশাল বার্নার্স
ফলাফল - ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী হয়।
ভারতের শীর্ষ টেস্ট অধিনায়কদের রেকর্ড
ছবি : বিরাট কোহলি
প্রিয় ক্রিকেট ডটকমঃ বলা হয় ক্রিকেটের সবচেয়ে জটিল একটি দায়িত্ব হচ্ছে ভারতীয় ক্রিকেটটিমের অধিনায়কত্ব।ভারতে ক্রিকেট খুবই জনপ্রিয় একটি খেলা এবং সেখানে জাতীয় ক্রিকেটের প্রতি সাপোর্টারদের আবেগ গগণচুম্বী। এসবকিছুর ফলে ভারতীয় টিমের নেতৃত্ব কঠিন একটি কাজ হিসেবে স্বীকৃত।সম্প্রতি ভারতের টেস্ট টিমের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। যদিও পরিসংখ্যান বিচারে দেখা যায় তাঁর (কোহলি) টেস্ট নেতৃত্ব খুব একটা খারাপ ছিল না। আসুন ভারতের শীর্ষ টেস্ট অধিনায়কদের রেকর্ডচিএ দেখে নিই।
বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব
এম এস ধোনির টেস্ট নেতৃত্ব
সৌরভ গাঙ্গুলীর টেস্ট নেতৃত্ব
মোঃ আজহারউদ্দিনের টেস্ট নেতৃত্ব
সুনীল গাভাস্কারের টেস্ট নেতৃত্ব
মনসুর আলি খান পতৌদির টেস্ট নেতৃত্ব
কপিল দেবের টেস্ট নেতৃত্ব
রাহুল দ্রাবিড়ের টেস্ট নেতৃত্ব
শচিন টেন্ডুলকারের টেস্ট নেতৃত্ব
বিষেন সিং বেদির টেস্ট নেতৃত্ব
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা পাঁচ পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ (১৪ জানুয়ারি) শুরু হয়েছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের মাঠের লড়াই। এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৬টি দেশ অংশগ্রহণ করছে। ২০২২ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে।২০২২ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সেন্ট কিটস,এিনিদাদ,গায়ানা ও এন্টিগায় । উল্লেখ্য বাংলাদেশ এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আসুন দেখে নিই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচ পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটার
১.এউইন মরগান (আয়ারল্যান্ড/ইংল্যান্ড)- ১৩ ম্যাচে ৬০৬ রান
২.বাবর আজম (পাকিস্তান) - ১২ ম্যাচে ৫৮৫ রান
৩.সরফরাজ খান (ভারত) - ১২ ম্যাচে ৫৬৬ রান
৪.ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) - ১২ ম্যাচে ৫৪৮ রান
৫.কার্লোস ব্রার্থওয়েট (ওয়েষ্ট ইন্ডিজ) - ১২ ম্যাচে ৫৪৮ রান
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার
১.ওয়েসলি মাধিবেরে (জিম্বাবুয়ে) - ১৮ ম্যাচে ২৮ উইকেট
২.মোজেস হেনরিক্স (অষ্ট্রেলিয়া) - ১৩ ম্যাচে ২৭ উইকেট
৩.গ্ৰেগ থমসন (আয়ারল্যান্ড) - ১৯ ম্যাচে ২৭ উইকেট
৪.অভিষেক শর্মা (ভারত) - ১৪ ম্যাচে ২৬ উইকেট
৫.টিম ব্রেসনান (ইংল্যান্ড) - ১৩ ম্যাচে ২৫ উইকেট
ক্রিকেট থেকে ক্রিস মরিচের অবসর
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সবধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিচ। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত প্লেয়ার ছিলেন এই অলরাউন্ডার।গত আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মরিচ।ক্রিস মরিচের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
ওয়ানডে ক্যারিয়ার
টিটুয়েন্টি ক্যারিয়ার
ফাষ্টক্লাস ক্যারিয়ার
ক্রিস মরিচের সেরা কিছু পারফরম্যান্স
১. আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ টিটুয়েন্টি বিশ্বকাপে ক্রিস মরিচ বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন এবং এর ফলে দক্ষিণ আফ্রিকা সেইম্যাচে সহজে জয়লাভ করে।এটি ক্রিস মরিচের ক্যারিয়ারের সেরা এক ম্যাচ হিসেবে স্বীকৃত।
২.২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ক্রিস মরিচ ৩৮ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এবং এর ফলে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে সেইম্যাচে জয় পায়।এটি ক্রিস মরিচের অন্যতম সেরা এক ম্যাচ হিসেবে পরিচিত।
৩.২০১৭ সালে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ক্রিস মরিচ ৩১ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।এই ম্যাচটি ক্রিস মরিচের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।
পিএসএলের ৬ স্কোয়াড দেখে নিন
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি পিএসএল'এর (পাকিস্তান সুপার লিগ) আসন্ন মৌসুমের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।ড্রাফটে ৬ টিম তাদের স্কোয়াড বেছে নেয় । উল্লেখ্য প্লেয়ার্স ড্রাফটের আগেই টিমগুলো ৮ জন করে প্লেয়ার রেখে (রিটেইন) দিয়েছিল। এবারের পিএসএল শুরু হবে ২৭ জানুয়ারী,২০২২ এবং সমাপ্ত হবে ২৭ ফেব্রুয়ারী,২০২২। আসুন প্লেয়ার্স ড্রাফট শেষে পিএসএল'এর আসন্ন ২০২২ আসরের ৬ স্কোয়াড কেমন হলো দেখে নিই।
করাচি কিংস
ইসলামাবাদ ইউনাইটেড
মুলতান সুলতান্স
পেশোয়ার জালমি
লাহোর কালান্দার্স
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স
সাম্প্রতিক চাকরির খবর
প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে সম্প্রতি বেশকিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সিজিএ কার্যালয়ে অডিটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১.সিজিএ কার্যালয়ে অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি
পদ : অডিটর
পদসংখ্যা : ৩৭৮টি
যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স : ১২ জানুয়ারি,২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ১৮-৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য ২৫ মার্চ,২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন।
বেতন-স্কেল : গ্ৰেড-১১
আবেদন ফি : ১১২ টাকা
আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://cga.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ : ২৭ জানুয়ারি,২০২২ বিকাল ৫টা ।
সূত্র : এডুডেইলি ২৪
২. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ
পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/বাণিজ্য বিভাগে স্মাতকোওর ডিগ্ৰি।
বয়স : ২০২২ সালের ৩০ জানুয়ারি সর্বোচ্চ ৩০ বছর ।
বেতন : ৫০,০০০ টাকা (মাসিক)
কর্মস্থল : বাংলাদেশের যেকোন স্থান
আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট www.bgcb.com.bd/career)
আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি,২০২২
সূত্র : বিডিজবস ডটকম
ক্রিকইনফোর বর্ষসেরা (২০২১) টিটুয়েন্টি একাদশ
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেট ভিওিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের বিবেচনায় ২০২১ সালের বর্ষসেরা টিটুয়েন্টি একাদশ ঘোষণা করেছে। ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে সবচেয়ে বড় চমক ছিল সেখানে বৃহৎ দুই টিম ওয়েষ্টইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কোন প্লেয়ারের জায়গা হয়নি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোন প্লেয়ারও ২০২১ এর ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে জায়গা পাননি। উল্লেখ্য ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বাবর আজমের নাম রয়েছে। আসুন ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশের বিস্তারিত দেখে নিই।
কোন দেশের কোন প্লেয়ার রয়েছেন
টিম বিশ্লেষণ
যেসব বৃহৎ টিমের প্লেয়ার স্থান পাননি
২০২১ এর শীর্ষ পাঁচ টিটুয়েন্টি পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটও যথারীতি করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে চলেছে।২০২১ এ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছে।২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের শীর্ষ পাঁচ পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি। উল্লেখ্য ২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি পারফরমারের মধ্যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও রয়েছেন।
শীর্ষ পাঁচ ব্যাটার
১.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।এই ব্যাটার ২০২১ এ ২৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৩২৬ রান করেন।
২.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটারের মধ্যে পাকিস্তানের বাবর আজম অন্যতম।বাবর আজম ২০২১ এ ২৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৯৩৯ রান সংগ্রহ করেন।
৩. ২০২১ সালের সবচেয়ে সফল টিটুয়েন্টি ব্যাটারদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। গাপটিল ২০২১ সালে ১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৬৭৮ রান করেন।
৪. ২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁরচ ব্যাটারের তালিকায় অসি ব্যাটার মিশেল মার্শের নামটি রয়েছে।মার্শ ২০২১ সালে ২১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৬২৭ রান সংগ্রহ করেন।
৫.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটারের তালিকায় ইংল্যান্ডের ব্যাটার জস বাটলারের নামটি রয়েছে। বাটলার ২০২১ সালে ১৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৫৮৯ রান করেন।
শীর্ষ পাঁচ বোলার
১.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।এই তারকা স্পিনার ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৬টি উইকেট শিকার করেন।
২.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁচ বোলারের তালিকায় দক্ষিণ আফ্রিকার স্পিনার টিম সামসির নামটি রয়েছে।সামসি গত বছর ২২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৬টি উইকেট নেন।
৩.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি বোলারের তালিকায় উগান্ডার দিনেশ নাকরানির নামটি রয়েছে। উগান্ডার এই বোলার গত বছর ২২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৫টি উইকেট নেন।
৪.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁচ বোলারের তালিকায় মাল্টার ওয়াসিম আব্বাসের নামটি রয়েছে।এই বোলার ২০২১ এ ১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৯ উইকেট শিকার করেন।
৫.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি বোলারের তালিকায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামটি রয়েছে।এই পেসার ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৮টি উইকেট নেন।
২০২১ এর সেরা স্মার্টফোন
প্রিয় ক্রিকেট ডটকমঃ এ সময়ে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোন। যোগাযোগ,ব্যবসা, বিনোদন থেকে পড়াশোনা, গবেষণা সব কাজেই এখন স্মার্টফোন প্রয়োজন।আসুন দেখে নিই ২০২১ সালের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনগুলো (সূত্র:দি ন্যাশনাল)।
অ্যাপল আইফোন ১২
গ্যালাক্সি এ ১২
অ্যাপল আইফোন ১১
অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স
অ্যাপল আইফোন ১২ প্রো
শাওমী রেভমি ৯ এ
শাওমী রেভমি নোট ৯
বিদেশে বাংলাদেশের টেস্ট রেকর্ড
প্রিয় ক্রিকেট ডটকমঃ নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। উল্লেখ্য এটিই নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।২০০০ সালে টেস্ট আঙ্গিনায় প্রবেশ করলেও এর আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদেরকে কোন ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় এক টেষ্ট-সাফল্য হিসেবে এটিকে দেখা হচ্ছে। তাছাড়া সাকিব,তামিম বিহীন বাংলাদেশ টিমের দেশের বাইরে এমন সাফল্য অবশ্যই প্রশংসনীয়। আসুন দেখে নিই বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ডগুলো কেমন ছিল।
বিদেশে যত টেস্ট ড্র
বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে কুইঞ্চ স্পোটর্স ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
২০০৪ সালে বাংলাদেশ টিম ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ডারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
২০১৩ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ ড্র করে ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
বিদেশে যত টেস্ট জয়
বাংলাদেশ বিদেশের মাটিতে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে ।
এর পর ২০০৯ সালে বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজকে আরেকটি টেস্ট ম্যাচে পরাজিত করে যে ম্যাচটি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম(গ্ৰানাডা) এ অনুষ্ঠিত হয়।
২০১৩ সালে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
২০১৭ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
এবং সর্বশেষ বাংলাদেশ টিম ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বে ওভালে টেস্ট ম্যাচ জয় করল।
বিদেশে বাংলাদেশের সেরা টেস্ট ইনিংস
১. সাকিব আল হাসান,২১৭ রান, ওয়েলিংটন (২০১৭)
২.মুশফিকুর রহিম, ২০০ রান,গল (২০১৩)
৩.মোহাম্মদ আশরাফুল ,১৯০ রান ,গল (২০১৩)
৪.নাজমুল হোসেন শান্ত,১৬৩ রান , পাল্লেকেলে (২০২১)
৫.মুশফিকুর রহিম, ১৫৯ রান, ওয়েলিংটন (২০১৭)
২০২১ এর শীর্ষ পাঁচ ওয়ানডে পারফরমার
প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে করোনা মহামারীর মধ্যে ক্রিকেটে বেশ কিছুটা ছন্দপতন ঘটলেও স্বাস্থ্যবিধি মেনে কিছু ওয়ানডে ক্রিকেট চলেছে। আসুন দেখে নিই ২০২১ সালের ওয়ানডে ক্রিকেটের শীর্ষ পাঁচ (ব্যাটার ও বোলার) পারফরমারের পরিসংখ্যান। উল্লেখ্য ২০২১ সালের শীর্ষ ৫ ওয়ানডে পারফরমারের তালিকায় বাংলাদেশের একাধিক প্লেয়ার রয়েছেন।
শীর্ষ পাঁচ ব্যাটার
১. ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন আয়ারল্যান্ডের পল স্টারলিং ।স্টারলিং ২০২১ এ ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৭০৫ রান (বছরের সর্বোচ্চ) সংগ্রহ করেন।
২.২০২১ এর ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার জানেমান মালানের নামটিও রয়েছে।এই ব্যাটার ২০২১ সালে ৮ ম্যাচ খেলে ৫০৯ রান করেন।
৩.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে ব্যাটারের তালিকায় বাংলাদেশের তামিম ইকবাল অন্যতম।এই বাঁহাতি ওপেনার ২০২১ এ ১২টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৪৬৪ রান সংগ্রহ করেন।
৪.২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে আইরিশ ব্যাটার হ্যারি ট্যাক্টর অন্যতম।এই ব্যাটার ২০২১ এ ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৪৫৪ রান করেন।
৫.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে ব্যাটারের তালিকায় আয়ারল্যান্ডের এন্ডু বালবির্নির নামটিও রয়েছে।এই ব্যাটার ২০২১ সালে ১৪ ম্যাচ খেলে মোট ৪২১ রান করেন ।
শীর্ষ পাঁচ বোলার
১.২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা ।চামিরা ২০২১ সালে ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট শিকার করেন।
২.২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের সিমি সিং ছিলেন অন্যতম সফল বোলার।এই বোলার গত বছর ১৩ ম্যাচ খেলে ১৯টি উইকেট নেন।
৩.২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে শীর্ষ বোলারদের তালিকায় নেপালের সন্দিপ লামিসানের নাম রয়েছে।এই বোলার গত বছর ৬ ম্যাচ খেলে মোট ১৮ উইকেট শিকার করেন।
৪.২০২১ সালে ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ বোলারের তালিকায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামটি রয়েছে।এই বাঁহাতি পেসার গত বছর ১০টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ১৮টি উইকেট নেন।
৫.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে বোলারের তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামটিও রয়েছে।এই অলরাউন্ডার গত বছর ৯টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ১৭ উইকেট শিকার করেন।
টেস্ট থেকে ডি ককের অবসর
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কক।পরিবারকে সময় দেয়ার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে ডি কক জানিয়েছেন।কুইন্টন ডি ককের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
ওয়ানডে ক্যারিয়ার
টিটুয়েন্টি ক্যারিয়ার
ডি ককের সেরা টেস্ট নক
১. সেঞ্চুরিয়নে ১২৯ রান ,২০১৬ (প্রতিপক্ষ ইংল্যান্ড)।
২. হোবার্টে,১০৪ রান ,২০১৬ (প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া)।
৩. বিশাখাপত্তমে ১১১ রান, ২০১৯ (প্রতিপক্ষ ভারত) ।
৪. ওয়েলিংটনে ,৯১ রান ,২০১৭ (প্রতিপক্ষ নিউজিল্যান্ড) ।
সাম্প্রতিক চাকরির খবর