WHAT'S NEW?
Loading...

২০২১-২২ বিগব্যাশের ম্যাচসূচি ও অন্যান্য

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ গতকাল (৫ ডিসেম্বর) শুরু হয়েছে বিগব্যাশের ২০২১-২২ আসর। ধুন্ধুমার ব্যাটবলের লড়াই ও দর্শক উপস্থিতি ইত্যাদি মিলিয়ে বিগব্যাশ সবসময়ই আলোচিত এক ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগ। এবারের বিগব্যাশেও  বেশ জমজমাট ক্রিকেটীয় লড়াই দেখা যাচ্ছে। আসুন ২০২১-২২ বিগব্যাশের ম্যাচসূচি ও বিভিন্ন টিমের তারকাদের তালিকা ইত্যাদি দেখে নিই।




২০২১-২২ বিগব্যাশের ম্যাচসূচি 



এবারের ২০২১-২২ বিগব্যাশ লিগ ৫ ডিসেম্বর মাঠে গড়িয়েছে এবং চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। এই বিগব্যাশে মোট টিমসংখ্যা ৮ এবং টিমগুলো যথাক্রমে মেলবোর্ন রেনিগেটস,সিডনি সিক্সার্স, মেলবোর্ন স্টারস,সিডনি থান্ডার, ব্রিসবেন হিটস,পার্থ স্কোরচার্স,হোবার্ট হ্যারিক্যানস,এডিলেড স্টাইকার্স। বিগব্যাশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি)।বিগব্যাশের (২০২১-২২) ম্যাচসূচি এখানে তুলে ধরছি।



                                                                 




  তারকারা কে কোথায়         


এবারের বিগব্যাশে অষ্ট্রেলিয়ার প্লেয়ারদের কিছুটা আধিক্য দেখা যাচ্ছে।তবে এই বিগব্যাশের সবগুলো টিমেই বাইরের একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। আসুন ২০২১-২২ বিগব্যাশে তারকারা কে কোথায় দেখে নিই।


মেলবোর্ন রেনিগেটস


মেলবোর্ন রেনিগেটস এবার বেশকিছু  তারকা ক্রিকেটারকে দলভুক্ত করেছে। মেলবোর্ন রেনিগেটসের তারকা প্লেয়ারদের মধ্যে অন্যতম হলেন অ্যারন ফিন্স,শন মার্শ,জেমস প্যাটিনসন, মোঃ নবী।




সিডনি সিক্সার্স



সিডনি সিক্সার্স যথারীতি শক্তিশালী ও তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমের তারকা প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শন অ্যাবোট, কার্লোস ব্রাথওয়েট,ডেন ক্রিষ্টিয়ান,টম কারেন,নাথান লায়ন,জেমস ভিনস,জস ফিলিপস।




মেলবোর্ন স্টারস



মেলবোর্ন স্টারসে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল,মার্কাস স্টয়নিস,এডাম জাম্পা,নাথান কুল্টারনাইন,জো বানস।




সিডনি থান্ডার



সিডনি থান্ডারে বেশকজন তারকা ক্রিকেটার   রয়েছেন।সিডনি থান্ডারের তারকা ক্রিকেটারদের উল্লেখযোগ্য হচ্ছেন বেন কাটিং,উসমান খাজা,ডেনিয়েল সামস,অ্যালেক্স হেলস,স্যাম বিলিংস, সাকিব মাহমুদ।                                   


                                                                 

 ব্রিসবেন হিটস



ব্রিসবেন হিটসের তারকা ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ক্রিস লিন,মুজিব উর রহমান,মারনাস লাবুসেন।



 পার্থ স্কোরচার্স



পার্থ স্কোরচার্সে বেশকজন তারকা ক্রিকেটার রয়েছেন।এই টিমের তারকা প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অ্যাষ্টন এগার,লরি ইভানস, মিশেল মার্শ,টাইমাল মিলস,কলিন মুনরো।


                                                   

হোবার্ট হ্যারিক্যানস



হোবার্ট হ্যারিক্যানস বেশ তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন ম্যাথু ওয়েড,টিম ডেভিড,নাথান ইলিচ।



এডিলেড স্টাইকার্স 



এডিলেড স্টাইকার্স এবার বিগব্যাশের অন্যতম শিরোপাপ্রত্যাশী টিম।এই টিমে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন অ্যালেক্স ক্যারি, রশিদ খান,জর্জ গারটন।