প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামীকাল ৮ ডিসেম্বর মাঠে গড়াবে ক্রিকেটের ঐতিহ্যবাহী টেস্ট দ্বৈরথ -অ্যাশেজ সিরিজ। এবারের অ্যাশেজ সিরিজ ৮ ডিসেম্বর,২০২১ শুরু হবে এবং সমাপ্ত হবে ১৮ জানুয়ারি,২০২২।ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট লড়াইগুলোর একটি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই অ্যাশেজ সিরিজ। উল্লেখ্য ১৮৮২ সাল থেকে চলছে টেস্ট ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ৫ ম্যাচের সিরিজ। এবারের অ্যাশেজ সিরিজের বিস্তারিত তথ্য এখানে তুলে ধরছি।
অ্যাশেজ সিরিজের ইতিহাস
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ ১৮৮২ সালে শুরু হয়।অ্যাশেজ সিরিজের ব্যবস্থাপক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।অ্যাশেজ সিরিজ ২ বছর পর পর পর্যায়ক্রমে ই্ংল্যান্ড ও অষ্ট্রেলিয়ায় হয়ে থাকে। এবারের অ্যাশেজ সিরিজ অষ্ট্রেলিয়া্য় অনুষ্ঠিত হতে যাচ্ছে।অ্যাশেজ সিরিজের সবচেয়ে সফল টিম অষ্ট্রেলিয়া (৩৩ শিরোপা)।অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন অষ্ট্রেলিয়ার গ্ৰেট ব্যাটার ডোনাল্ড ব্র্যাডম্যান (৫০২৮ রান)। অ্যাশেজের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারি বোলার অষ্ট্রেলিয়ার শেন ওয়ার্ন(১৯৫ উইকেট)।
২০২১-২২ অ্যাশেজ সিরিজের সূচি
২০২১-২২ অ্যাশেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখানে তুলে ধরছি।
১ম টেস্ট
৮ - ১২ ডিসেম্বর , ২০২১ (ভেন্যু - ব্রিসবেন )
২য় টেস্ট
১৬ - ২০ ডিসেম্বর,২০২১ (ভেন্যু - এডিলেড ওভাল)
৩য় টেস্ট
২৬ - ৩০ ডিসেম্বর,২০২১ ((ভেন্যু - এমসিজি)
৪র্থ টেস্ট
৫- ৯ জানুয়ারি ,২০২২ (ভেন্যু - এসসিজি )
৫ম টেস্ট
১৪-১৮ জানুয়ারি,২০২২ (ভেন্যু নির্ধারণ হয়নি)
অ্যাশেজের সেরা পারফরমার
অ্যাশেজ সিরিজের ইতিহাসে সেরা পাঁচ ব্যাটার ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
সেরা পাঁচ ব্যাটার
১.ডোনাল্ড ব্রাডম্যান - ৩৭ ম্যাচ ৫০২৮ রান।
২.জেক হবস -৪১ ম্যাচ -৩৬৩৬ রান।
৩.অ্যালান বোর্ডার -৪২ ম্যাচ -৩২২২ রান।
৪.স্টিভ ওয়াহ -৪৫ ম্যাচ -৩১৭৩ রান।
৫.ডেভিড গাওয়ার -৩৮ ম্যাচ -৩০৩৭ রান।
সেরা পাঁচ বোলার
১. শেন ওয়ার্ন -৩৬ ম্যাচ -১৯৫ উইকেট।
২.গ্লেন ম্যাকগ্ৰা -৩০ ম্যাচ- ১৫৭ উইকেট ।
৩.হগ ট্রাম্বোল - ৩১ ম্যাচ- ১৪১ উইকেট।
৪.ডেনিস লিলি -২৪ ম্যাচ-১২৮ উইকেট ।
৫.ইয়ান বোথাম -৩২ ম্যাচ-১২৮ উইকেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন