প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ (২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ অডিআই বিশ্বকাপ) শিরোপা জয়ের রেকর্ড রয়েছে এই বোলারের।সম্প্রতি এক টুইট বার্তায় নিজের অবসরের কথা জানান এই কিংবদন্তি অফস্পিনার। আসুন হরভজন সিংয়ের ক্যারিয়ারের বিভিন্ন রেকর্ড ইত্যাদি জেনে নিই।
টেস্ট ক্যারিয়ার
হরভজন সিং ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারদের একজন হিসেবে স্বীকৃত। ভারতের হয়ে এই ডানহাতি অফস্পিনার টেস্টে দারুণ সফলতা দেখিয়েছেন। এছাড়া টেস্ট ক্রিকেটে ব্যাট হাতেও বেশ সফলতা রয়েছে এই কিংবদন্তি ক্রিকেটারের।হরভজন সিংয়ের টেস্ট রেকর্ডচিএ এখানে তুলে ধরছি।
মোট টেস্ট ম্যাচ - ১০৩টি।
মোট রান - ২২২৫ ।
সেঞ্চুরি - ২টি ; ফিফটি - ৯টি।
উইকেট - ৪১৭টি ; ম্যাচে ৫ উইকেট ২৫ বার ও ১০ উইকেট ৫ বার।
ওয়ানডে ক্যারিয়ার
হরভজন সিংয়ের ওয়ানডে ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
মোট ওয়ানডে ম্যাচ - ২৩৬টি ।
মোট রান - ১২৩৭ ।
মোট উইকেট - ২৬৯টি; ম্যাচে ৫ উইকেট ৩বার।
টিটুয়েন্টি ক্যারিয়ার
হরভজন সিং ভারতের ২০০৭ টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। হরভজন সিংয়ের আন্তর্জাতিক টিটুয়েন্টি রেকর্ড এখানে তুলে ধরছি।
মোট ম্যাচ - ২৮টি।
মোট রান - ১০৮।
মোট উইকেট - ২৫টি ।
ফাষ্টক্লাশ ক্যারিয়ার
ফাষ্টক্লাশ ক্যারিয়ারে হরভজন সিং পাঞ্জাব,সারে, মুম্বাই ইন্ডিয়ান্স প্রভৃতি টিমের হয়ে খেলেছেন। হরভজন সিংয়ের ফাষ্টক্লাশ ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
মোট ম্যাচ - ১৯৮টি।
মোট রান - ৪২৫৫
সেঞ্চুরি ২-টি ; ফিফটি -১৫টি।
মোট উইকেট -৭৮০টি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন