প্রিয় ক্রিকেট ডটকমঃ শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় আসর এলপিএল(লংকান প্রিমিয়ার লিগ) । এবারের লংকান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একাধিক প্লেয়ার টিম পেয়েছেন। উল্লেখ্য ২০২১ এলপিএলে মোট পাঁচটি টিম অংশ নিয়েছে এবং টিমগুলো যথাক্রমে গল গ্ল্যাডিয়েটর্স,জাফনা কিংস,ক্যান্ডি ওয়ারিয়র্স, কলম্বো স্টারস ও ডাম্বুলা জায়ান্টস। আসুন এবারের লংকান প্রিমিয়ার লিগের সূচি এবং তারকারা কে কোথায় সেটি দেখে নিই।
২০২১ লংকান প্রিমিয়ার লিগের সূচি
ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগগুলোর মধ্যে জনপ্রিয় একটি সংযোজন হচ্ছে এলপিএল (লংকান প্রিমিয়ার লিগ)। গতকাল ৫ ডিসেম্বর মাঠে গড়িয়েছে এবারের এলপিএল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।এলপিএলে যথারীতি এবারও প্রতিটি ফ্রাঞ্চাইজি শক্তিশালী টিম করেছে। এখানে এলপিএলের এবারের ম্যাচসূচি তুলে ধরছি।
২০২১ এলপিএলে তারকারা কে কোথায়
২০২১ এলপিএলের সবগুলো টিমই তারকাসমৃদ্ধ । সবগুলো টিমেই দারুণ সব ব্যাটার ও বোলার রয়েছেন। আসুন দেখে নিই এবারের এলপিএলে কোন টিমে কোন তারকা রয়েছেন।
গল গ্ল্যাডিয়েটর্স
গল গ্ল্যাডিয়েটর্স এবারের এলপিএলেও যথারীতি শক্তিশালী ও তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমের তারকা প্লেয়ারদের মধ্যে ইসুরু উদানা,তাবরিজ সামসি, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ অন্যতম।
জাফনা কিংস
জাফনা কিংসে একঝাঁক তারকা ক্রিকেটারের সম্মিলন ঘটেছে।জাফনা কিংসে এবার তারকা প্লেয়ারদের মধ্যে যারা উল্লেখযোগ্য তাঁরা হলেন যথাক্রমে থিসারা পেরেরা,ওয়ানিন্দু হাসারাঙ্গা,সুরঙ্গা লাকমল,ফাফ ডু প্লেসিস,ওয়াহাব রিয়াজ,উপল থারাঙ্গা, রহমতউল্লাহ গুরবাজ।
ক্যান্ডি ওয়ারিয়র্স
ক্যান্ডি ওয়ারিয়র্স এবারের এলপিএলে বেশকিছু তারকা ক্রিকেটারকে দলভুক্ত করেছে।ক্যান্ডি ওয়ারিয়র্সের তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন চারিথ আছালাঙ্কা,ক্যামেরুন ডেলফোর্ট, মোঃ মিথুন, নাজমুল ইসলাম অপু,রবম্যান পাওয়েল।
কলম্বো স্টারস
কলম্বো স্টারস এবারের এলপিএলের অন্যতম শিরোপাপ্রত্যাশী টিম।এই টিমে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, পাতুন নিশাঙ্কা, তাসকিন আহমেদ,আহমেদ শেহজাদ,আল আমিন হোসাইন।
ডাম্বুলা জায়ান্টস
ডাম্বুলা জায়ান্টস এবারের এলপিএলে তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমের তারকা প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রাইলি রুসো,ডাসুন শানাকা,নুয়ান প্রদিপ, ইমরান তাহির,নাজবুল্লাহ জাদরান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন