প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে মাঠের ক্রিকেট চলেছে।২০২১ সালে টেস্ট ক্রিকেটের শীর্ষ দশ পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি। উল্লেখ্য ২০২১ এর শীর্ষ দশ ব্যাটারের (সর্বাধিক রান) মধ্যে বাংলাদেশের লিটন দাস এবং শীর্ষ দশ বোলারের(সর্বাধিক উইকেট) মধ্যে বাংলাদেশের তাইজুল ইসলামও রয়েছেন।
২০২১ এর শীর্ষ দশ ব্যাটার
২০২১ সালের টেষ্ট ক্রিকেটের শীর্ষ দশ(সর্বাধিক রান) ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
১.২০২১ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন ইংলিশ ব্যাটার জে রুট। জে রুট ২০২১ সালে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করেন।রুট ২০২১ এ ১৫টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৭০৮ রান করেন।
২.২০২১ সালে টেস্ট ক্রিকেটে শীর্ষ দশ ব্যাটারের মধ্যে অন্যতম ছিলেন ভারতের রোহিত শর্মা।এই ব্যাটার ২০২১ সালে ১১টি টেস্ট ম্যাচ খেলে মোট ৯০৬ রান করেন।
৩.২০২১ সালে টেস্ট ক্রিকেটে শীর্ষ দশ ব্যাটারের মধ্যে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে অন্যতম।এই ব্যাটার ২০২১ সালে ৭টি টেস্ট খেলে ৯০২ রান সংগ্ৰহ করেন।
৪.২০২১ সালের শীর্ষ দশ টেষ্ট ব্যাটারের মধ্যে ভারতের রিসভ পন্ত অন্যতম।এই উইকেটরক্ষক-ব্যাটার ২০২১ সালে ১২টি টেস্ট ম্যাচ খেলে মোট ৭৪৮ রান সংগ্রহ করেন।
৫.২০২১ সালের শীর্ষ দশ টেস্ট ব্যাটারের তালিকায় ভারতের চেতেশ্বর পুজারার নামটি রয়েছে।এই ব্যাটার ২০২১ এ ১৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ৭০২ রান সংগ্রহ করেন।
৬.২০২১ সালের শীর্ষ দশ টেস্ট ব্যাটারের তালিকায় পাকিস্তানের আবিদ আলীর নাম রয়েছে।এই ব্যাটার ২০২১ এ ৯টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬৯৫ রান করেন।
৭.উইন্ডিজ ব্যাটার কার্লোস ব্রার্থওয়েট ২০২১ সালের শীর্ষ দশ টেস্ট ব্যাটারের তালিকায় রয়েছেন।২০২১ সালে ব্রার্থওয়েট ১০টি টেস্ট খেলে মোট ৬৭৫ রান করেন।
৮.২০২১ সালে টেস্ট ক্রিকেটের শীর্ষ দশ ব্যাটারের মধ্যে শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে অন্যতম।এই ব্যাটার ২০২১ এ ৭টি টেস্ট খেলে মোট ৬৫৯ রান করেন।
৯.উইন্ডিজ ব্যাটার কাইল মায়ার্স ২০২১সালের শীর্ষ দশ ব্যাটারের তালিকায় রয়েছেন।এই ব্যাটার ২০২১ এ ১০টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬৩৬ রান সংগ্রহ করেন।
১০.বাংলাদেশের ওপেনার লিটন দাস ২০২১ সালের শীর্ষ দশ টেস্ট ব্যাটারের তালিকায় রয়েছেন।এই ব্যাটার ২০২১ সালে ৭টি টেস্ট খেলে মোট ৫৯৪ রান করেন।
২০২১ এর শীর্ষ দশ বোলার
২০২১ সালের শীর্ষ দশ টেস্ট(সর্বাধিক উইকেট) বোলারের রেকর্ডচিএ দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন