WHAT'S NEW?
Loading...

২০২১ এ বাংলাদেশের সেরা পারফরমার

                                                            
প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে বৈশ্বিক মহামারী করোনার থাবায় অন্যান্য দেশের মত বাংলাদেশের ক্রিকেটেও বেশকিছুটা ছন্দপতন ঘটেছে। বিপিএল হয়নি, টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিলনা (যদিও সাকিব টিটুয়েন্টি বিশ্বকাপে বল হাতে উজ্জ্বল ছিলেন) আর এসবকিছু নিয়েই চলেছে ২০২১ সালের বাংলাদেশের ক্রিকেট।যদিও করোনার স্বাস্থ্যবিধি মেনে বেশকিছু দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ এ বছর খেলেছে এবং দেশের মাটিতে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজ জিতেছে। এছাড়া ২০২১ সালে বাংলাদেশ দেশের মাটিতে ওয়েষ্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। এসবকিছুর বাইরে এবছর বাংলাদেশ ক্রিকেটে বেশকজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে দেখা গেছে এক্ষেএে মেহেদি হাসান, শরিফুল ইসলাম,নাসুম আহমেদের কথা বলতেই হয়। ২০২১ সালে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টির সেরা পারফরমারদের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।২০২১ সালে বাংলাদেশের সেরা টেস্ট পারফরমার


২০২১ সালে বাংলাদেশের সেরা ৫ টেস্ট পারফরমারের  (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সেরা ব্যাটার 

১.লিটন দাস - ৭ ম্যাচে ৫৯৪ রান ( ১সেঞ্চুরি/৫ ফিফটি)
২.মুমিনুল হক - ৭ ম্যাচে ৫০৩ রান (২ সেঞ্চুরি/১ফিফটি)
৩.মুশফিকুর রহিম - ৭ ম্যাচে ৪৪৩ রান (৩ ফিফটি) 
৪.নাজমুল হোসেন শান্ত - ৭ ম্যাচে ৩৯৮ রান (২সেঞ্চুরি) 
৫.তামিম ইকবাল -৪ ম্যাচে ৩৮৩ রান (৪ফিফটি)


সেরা বোলার 

১.তাইজুল ইসলাম -১০ ইনিংসে ৩০ উইকেট।
২.মেহেদি হাসান মিরাজ-১২ ইনিংসে ২৫ উইকেট।
৩.তাসকিন আহমেদ- ৫ ইনিংসে ১৩ উইকেট।
৪.নাঈম হাসান -৪ ইনিংসে ৬ উইকেট।
৫.আবু জায়েদ রাহী- ৬ ইনিংসে ৬ উইকেট।


২০২১ সালে বাংলাদেশের সেরা ওয়ানডে পারফরমার


২০২১ সালে বাংলাদেশের সেরা ৫ ওয়ানডে পারফরমারের(ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

সেরা ব্যাটার 


১.তামিম ইকবাল - ১২ ম্যাচে ৪৬৪ রান(১ সেঞ্চুরি/৪ ফিফটি)
২.মুশফিকুর রহিম-৯ ম্যাচে ৪০৭ রান(১সেঞ্চুরি/২ফিফটি)
৩.মাহমুদুল্লাহ রিয়াদ - ১২ ম্যাচে ৩৯৯ রান(৪ফিফটি)
৪.সাকিব আল হাসান-৯ ম্যাচে ২৭৭ রান(২ফিফটি)
৫.লিটন দাস-১১ ম্যাচে ২৫৬ রান(১সেঞ্চুরি)


সেরা বোলার 


১.মোস্তাফিজুর রহমান-১০ ম্যাচে ১৮ উইকেট।
২.সাকিব আল হাসান- ৯ ম্যাচে ১৭ উইকেট।
৩.মেহেদি হাসান মিরাজ-১১ ম্যাচে ১৫ উইকেট।
৪.মোঃ সাইফুদ্দিন-৭ ম্যাচে ১০ উইকেট।
৫.তাসকিন আহমেদ-১০ ম্যাচে ১০ উইকেট।২০২১ সালে বাংলাদেশের সেরা টিটুয়েন্টি পারফরমার


২০২১ সালে বাংলাদেশের সেরা ৫ টিটুয়েন্টি পারফরমারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

সেরা ব্যাটার 


১.মোঃ নাঈম শেখ- ২৬ ম্যাচে ৫৭৫ রান(৩ফিফটি)
২.মাহমুদুল্লাহ রিয়াদ-২৬ ম্যাচে ৪৯৬ রান(২ফিফটি)
৩.আফিফ হোসেন-২৭ ম্যাচে ৩৯০ রান
৪.সাকিব আল হাসান-১৮ ম্যাচে ৩২৭ রান
৫.সৌম্য সরকার-১৬ ম্যাচে ২৫১ রান(৩ফিফটি)


সেরা বোলার


১.মোস্তাফিজুর রহমান - ২০ ম্যাচে ২৮ উইকেট।
২.সাকিব আল হাসান-১৮ম্যাচে ২৫ উইকেট।
৩.মেহেদি হাসান-২৫ ম্যাচে ২৩ উইকেট।
৪.নাসুম আহমেদ- ১৮ ম্যাচে ২২ উইকেট।
৫.শরিফুল ইসলাম- ১৭ ম্যাচে ২২ উইকেট।