WHAT'S NEW?
Loading...

২০২১ এলপিএলের চ্যাম্পিয়ন ও সেরা পারফরমার

                                                           


প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতল জাফনা কিংস। ফাইনালে (২৩ ডিসেম্বর) জাফনা কিংস গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আসুন এবারের (২০২১) এলপিএলের সেরা দশ পারফরমারের পরিসংখ্যান দেখে নিই।


সেরা ১০ ব্যাটার 


এবারের এলপিএলে ব্যাটবলের লড়াই মোটামুটি প্রাণবন্তই ছিল। এছাড়া এবারের এলপিএলে দর্শক উপস্থিতিও ভালো ছিল। এসবকিছুর বাইরে  এলপিএলের এই আসরে একাধিক (ফাইনালসহ)  হাইস্কোরিং  ম্যাচও ছিল।২০২১ এলপিএলে ব্যাটহাতে সবচেয়ে সফল ছিলেন কুশল মেন্ডিস (মোট ৩২৭রান)। এছাড়া আভিস্কা ফার্নান্দো,সল্ট,কোহলার-অ্যাডমোরে ,দিনেশ চান্দিমাল ব্যাটহাতে বেশ সফলতা দেখিয়েছেন। এবারের এলপিএলের শীর্ষ ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


কুশল মেন্ডিস - ১০ ম্যাচে ৩২৭ রান।


আবিস্কার ফার্নান্দো - ১০ ম্যাচে ৩১২ রান।


ফিল সল্ট - ১০ ম্যাচে ৩০১ রান।


টম কোহেলার-অ্যাডমোরে - ১১ ম্যাচে ২৯৬ রান।


দিনেশ চান্দিমাল - ৯ ম্যাচে ২৭৭ রান।


ধানুকা গুণাতিলকে - ১০ ম্যাচে ২২৬ রান।


রহমতউল্লাহ গুরবাজ - ৮ ম্যাচে ২০৭ রান।


অ্যাঞ্জেলো ম্যাথুস - ৫ ম্যাচে ১৯১ রান।


থিসারা পেরেরা - ১১ ম্যাচে ১৯০ রান।


ভানুকা রাজাপাকসে - ১০ ম্যাচে ১৭৯ রান।



সেরা ১০ বোলার 


এবারের এলপিএলে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সামিথ প্যাটেল (১৬ উইকেট)। এছাড়া মায়িশ থিকসানা,জেইডেন সিলস,ইমরান তাহির এই এলপিএলে  দারুণ সফলতা দেখিয়েছেন।তবে পেসারদের মধ্যে এবারের এলপিএলে জেইডেন সিলস সবচেয়ে উজ্জ্বল ছিলেন।এই ক্যারিবীয় পেসার কার্যকর গতি, সুইং ও বাউন্স দিয়ে পুরো টুর্নামেন্টেজুড়ে চমৎকার সফলতা দেখিয়েছেন।এলপিএলের ২০২১ আসরের শীর্ষ ১০ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


সামিথ প্যাটেল - ১০ ম্যাচে ১৬ উইকেট।


মায়িশ থিকসানা - ১০ ম্যাচে ১৬ উইকেট।


জেইডেন সিলস - ৭ ম্যাচে ১৫ উইকেট।


ইমরান তাহির - ১০ ম্যাচে ১৫ উইকেট।


সিকুজে প্রসন্ন - ৮ ম্যাচে ১৩ উইকেট।


দুশমন্ত চামিরা - ৯ ম্যাচে ১৩ উইকেট।


নুয়ান তুসারা - ৮ ম্যাচে ১২ উইকেট।


জ্যাপরি ভেন্ডারসে - ৪ ম্যাচে ১১ উইকেট।


ওয়ানিন্দু হাসারাঙ্গা - ১০ ম্যাচে ১১ উইকেট।


নিমেষ ভিমুবাতি - ৬ ম্যাচে ১০ উইকেট।