WHAT'S NEW?
Loading...

বিপিএলের গত সাত আসরের চ্যাম্পিয়ন ও অন্যান্য

                                                           



প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিপিএলের অষ্টম আসর শুরুর তারিখ ঘোষণা করেছে । আগামী ২১ জানুয়ারি,২০২২ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত চলবে বিপিএলের অষ্টম আসর। বিপিএলের এই আসরে ৬টি ফ্রাঞ্চাইজি অংশ নেবে। এবারের বিপিএল দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ভেন্যুগুলো যথাক্রমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। বিপিএলের গত সাত আসরের চ্যাম্পিয়ন ও সেরা পারফরমারদের রেকর্ড ইত্যাদি এখানে তুলে ধরা হলো।


বিপিএলের গত আসরগুলোর চ্যাম্পিয়ন


বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রথমবার মাঠে গড়ায় ২০১২ সালে। ২০২০ সালে বিপিএলের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয় । বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং সর্বশেষ ২০২০ সালের বিপিএলে শিরোপা জয় করে রাজশাহী রয়ালস।


২০১২ বিপিএল 


২০১২ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং রানার্সআপ হয় বরিশাল বার্নার্স।

২০১৩ বিপিএল 


২০১৩ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং রানার্সআপ হয় চট্টগ্রাম কিংস।

২০১৫ বিপিএল 


২০১৫ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রানার্সআপ হয় বরিশাল বুলস।

২০১৬ বিপিএল 


২০১৬ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটর্স এবং রানার্সআপ হয় রাজশাহী কিংস ।

২০১৭ বিপিএল 


২০১৭ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স এবং রানার্সআপ হয় ঢাকা ডায়নামাইটর্স।

২০১৯ বিপিএল 


২০১৯ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রানার্সআপ হয় ঢাকা ডায়নামাইটর্স।

বিপিএল ২০২০ 


২০২০ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়ালস এবং রানার্সআপ হয় খুলনা টাইগার্স।



বিপিএলে সর্বোচ্চ রান মুশফিকের


বিপিএলের গত সাত আসরের পরিসংখ্যান অনুযায়ী এই টিটুয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম । মুশফিক বিপিএলে ইতিমধ্যে ৮৫ ম্যাচ খেলে মোট ২২৭৪ রান করেন। এছাড়া বিপিএলে এই মিডলঅর্ডার ব্যাটার ১৫টি ফিফটি করেছেন।


এক আসরে সর্বোচ্চ রান রাইলি রুশোর 



বিপিএলের গত সাত আসরের পরিসংখ্যান অনুযায়ী এই টিটুয়েন্টি লিগের এক আসরে সর্বোচ্চ রানকারী ব্যাটার রাইলি রুশো।রাইলি রুশো ২০১৯ সালের বিপিএলে ১৪ ম্যাচ খেলে মোট ৫৫৮ রান করেন যা এই টিটুয়েন্টি লিগের ইতিহাসে এক আসরে কোন ব্যাটারের সবচেয়ে বেশি রান করার রেকর্ড।


বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস গেইলের


বিপিএলের গত সাত আসরের পরিসংখ্যান অনুযায়ী এই টিটুয়েন্টি লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রূপকার উইন্ডিজ লিজেন্ড ক্রিস গেইল (অপরাজিত ১৪৬ রান)। গেইল ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটর্সের বিপক্ষে এক ম্যাচে ৬৯ বলে ১৪৬ রানের এই অপরাজিত ইনিংস খেলেন। 


বিপিএলে সর্বাধিক ছক্কা গেইলের 


বিপিএলের গত সাত আসরের পরিসংখ্যান অনুযায়ী এই টিটুয়েন্টি লিগে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল (১৩২ ছক্কা)। এছাড়া বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক ইমরুল কায়েস (৭৩ ছক্কা)।


বিপিএলের সেরা বোলার সাকিব 


বিপিএলের গত আসরগুলোর পরিসংখ্যান অনুযায়ী এই টিটুয়েন্টি লিগে সবচেয়ে বেশি উইকেট শিকারি হচ্ছেন সাকিব আল হাসান (১০৬ উইকেট)।


এক আসরে সর্বাধিক উইকেট সাকিবের



বিপিএলের এক আসরে সর্বাধিক উইকেট শিকারি বোলার যথারীতি সাকিব আল হাসান।২০১৯ সালের বিপিএলে এই বাঁহাতি স্পিনার ১৫ ম্যাচ খেলে মোট ২৩টি উইকেট নেন যা বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড।


বিপিএলের পাঁচ হ্যাটট্রিক 


বিপিএলের ইতিহাসে ইতিমধ্যে পাঁচটি হ্যাটট্রিক হয়েছে। বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামী (২০১২ বিপিএলে)। বিপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক করেন মোঃ আল আমিন হোসেন (২০১৫ বিপিএলে)। বিপিএলের তৃতীয় হ্যাটট্রিক করেন আলিস ইসলাম (২০১৯ বিপিএলে)। বিপিএলের চতুর্থ হ্যাটট্রিক করেন ওয়াহাব রিহাজ (২০১৯ বিপিএলে)। বিপিএলের পঞ্চম হ্যাট্রিকের রূপকার আন্দ্রে রাসেল (২০১৯ বিপিএলে)।