প্রিয় ক্রিকেট ডটকমঃ চলছে এবারের অ্যাশেজ। উল্লেখ্য এবারের অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে অবস্থায় রয়েছে ইংল্যান্ড অন্যদিকে প্রথম দুই টেষ্টে জয়লাভ করে অষ্ট্রেলিয়া বেশ ভালো অবস্থানে রয়েছে।অ্যাশেজ সিরিজের ইতিহাসে দৃষ্টি দিলে দেখা যায় ঐতিহ্যবাহী এই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন অষ্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডন ব্রাডম্যান এবং অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অষ্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।তবে এবারের অ্যাশেজ সিরিজে যারা খেলছেন তাদের মধ্যে অষ্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ এবং ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড এই ঐতিহ্যবাহী টেস্ট সিরিজের সেরা দশ ব্যাটার ও বোলারের তালিকায় রয়েছেন। আসুন অ্যাশেজের ইতিহাসে সেরা দশ ব্যাটার ও বোলারের পরিসংখ্যান দেখে নিই।
অ্যাশেজের সেরা ১০ ব্যাটার
ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রাচীন সিরিজগুলোর মধ্যে অ্যাশেজ অন্যতম। অ্যাশেজের সেরা দশ ব্যাটারের রেকর্ডচিএ এখানে তুলে ধরছি।
ডন ব্রাডম্যান (অষ্ট্রেলিয়া) - ৩৭ ম্যাচ ১৯টি শতকসহ করেন ৫০২৮ রান।
জ্যাক হবস (ইংল্যান্ড) - ৪১ ম্যাচে ১২টি শতকসহ করেন ৩৬৩৬ রান।
অ্যালান বোর্ডার (অষ্ট্রেলিয়া) - ৪২ ম্যাচে ৭টি শতকসহ করেন ৩২২২ রান।
স্টিভ ওয়াহ (অষ্ট্রেলিয়া) - ৪৫ ম্যাচে ১০টি শতকসহ করেন ৩১৭৩ রান।
ডেভিড গাওয়ার (ইংল্যান্ড) - ৩৮ ম্যাচে ৯টি শতকসহ করেন ৩০৩৭ রান।
স্টিভ স্মিথ (অষ্ট্রেলিয়া) - ২৯ ম্যাচে ১১টি শতকসহ করেন ২৯১১ রান।
ওয়ালি হামন্ড (ইংল্যান্ড) - ৩৩ ম্যাচে ৯টি শতকসহ করেন ২৮৫২ রান।
হার্বাট সার্টক্লিপে ( ইংল্যান্ড) - ২৭ ম্যাচে ৮টি শতকসহ করেন ২৭৪১ রান।
ক্লিম হিল (অষ্ট্রেলিয়া) - ৪১ ম্যাচে ৪টি শতকসহ করেন ২৬৬০ রান।
জন এডরিচ ( ইংল্যান্ড) - ৩২ ম্যাচ খেলে ৭টি শতকসহ করেন ২৬৪৪ রান।
অ্যাশেজের সেরা ১০ বোলার
অ্যাশেজ সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি ১০ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
শেন ওয়ার্ন ( অষ্ট্রেলিয়া) - ৩৬ ম্যাচে নেন ১৯৫ উইকেট।
গ্লেন ম্যাকগ্রা (অষ্ট্রেলিয়া) - ৩০ ম্যাচে নেন ১৫৭ উইকেট।
হগ ট্রাম্বোল (অষ্ট্রেলিয়া) - ৩১ ম্যাচে নেন ১৪১ উইকেট।
ডেনিস লিলি ( অষ্ট্রেলিয়া) - ২৪ ম্যাচে নেন ১২৮ উইকেট।
ইয়ান বোথাম (ইংল্যান্ড) - ৩২ ম্যাচে নেন ১২৮ উইকেট।
রবার্ট জর্জ উইলিস ( ইংল্যান্ড) - ৩১ ম্যাচে নেন ১২৩ উইকেট।
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) - ৩৩ ম্যাচে নেন ১২০ উইকেট।
মোন্টি নবোল (অষ্ট্রেলিয়া) - ৩৯ ম্যাচে নেন ১১৫ উইকেট ।
রে লিন্ডওয়াল (অষ্ট্রেলিয়া) - ২৯ ম্যাচে নেন ১১৪ উইকেট ।
উইলফ্রেড রোডস (ইংল্যান্ড) - ৪১ ম্যাচে নেন ১০৯ উইকেট ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন