প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী মাসের শুরুতে (১জানুয়ারি,২০২২) আরেকটি বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক টেষ্ট সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। বাংলাদেশ টিম ইতিমধ্যে নিউজিল্যান্ড পৌঁছে গেছে। বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে ২টি টেষ্ট অনুষ্ঠিত হবে।১ জানুয়ারি,২০২২ প্রথম টেস্ট মাঠে গড়াবে এবং ৯ জানুয়ারি,২০২২ দ্বিতীয় টেস্ট শুরু হবে। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টসিরিজের বিস্তারিত সূচি ও এই দুই দলের মধ্যকার অন্যান্য টেষ্ট রেকর্ড এখানে তুলে ধরা হলো।
১ম টেস্ট
১ জানুয়ারি,২০২২
সময় - বাংলাদেশ সময় ভোর ৪টা
ভেন্যু - বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
২য় টেস্ট
৯ জানুয়ারি,২০২২
সময় - বাংলাদেশ সময় ভোর ৪টা
ভেন্যু - হেগলি ওভাল,ক্রাইষ্টচার্চ
বাংলাদেশ স্কোয়াড
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেষ্টের জন্য বাংলাদেশের স্কোয়াড দেখে নিন।
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম,লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বি,আবু জায়েদ চৌধুরী রাহী,ইবাদত হোসেন, শরিফুল ইসলাম,সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ফজলে রাব্বি,মাহমুদুল হাসান জয়, শহিদুল ইসলাম।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট রেকর্ড
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ইতিপূর্বে ১৫টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ১২টিতে নিউজিল্যান্ড জয়লাভ করেছে এবং এই দুই দলের মধ্যকার ৩টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।
কিউইদের বিপক্ষে বাংলাদেশের সেরা টেস্ট ইনিংস
কিউইদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার তামিম ইকবাল । কিউইদের বিপক্ষে টেস্টে এই বাঁহাতি ওপেনার মোট ৯০৮ রান সংগ্রহ করেন। কিউইদের বিপক্ষে বাংলাদেশের কিছু সেরা টেস্ট ইনিংস এখানে তুলে ধরছি।
সাকিব আল হাসান
২১৭ রান, ওয়েলিংটন,২০১৭।
মুমিনুল হক
১৮১ রান, চট্টগ্রাম,২০১৩।
মুশফিকুর রহিম
১৫৯ রান, ওয়েলিংটন,২০১৭
সৌম্য সরকার
১৪৯ রান,হ্যামিল্টন,২০১৯ ।
মাহমুদুল্লাহ রিয়াদ
১৪৬ রান,হ্যামিল্টন,২০১৯।
কিউইদের বিপক্ষে বাংলাদেশের সেরা টেস্ট বোলিং
কিউইদের বিপক্ষে বাংলাদেশের কিছু সেরা টেস্ট বোলিংয়ের রেকর্ড এখানে তুলে ধরছি।
সাকিব আল হাসান
৩৬ রানে ৭ উইকেট
চট্টগ্রাম,২০০৮ ।
সোহাগ গাজী
৭৭ রানে ৬ উইকেট
চট্টগ্রাম,২০১৩ ।
মোঃ রফিক
১২২ রানে ৬ উইকেট
ঢাকা,২০০৪ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন