WHAT'S NEW?
Loading...

২০২২ আইপিএলের আগে কোন টিম কাকে রাখলো দেখে নিন

                                                               



প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সব ফ্রাঞ্চাইজি আইপিএলের রিটেনশন পলিসি অনুযায়ী তাদের ধরে রাখা এবং ছেড়ে দেয়া  প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্য আইপিএলের রিটেনশন পলিসি অনুযায়ী একটি টিম সর্বোচ্চ ৪ জন ( ১ জন বিদেশি ও ৩ জন ইন্ডিয়ান)প্লেয়ার ধরে রাখতে পারে। তবে নতুন টিমগুলো ৩জন(১জন বিদেশি ও ২জন ইন্ডিয়ান) প্লেয়ার বেছে নিতে পারে। আসুন বিভিন্ন ফ্রাঞ্চাইজি কোন কোন প্লেয়ারকে রেখে দিল এবং কোন তারকা প্লেয়ারদের ছেড়ে দিল সেই তালিকাটি দেখে নিই।



কোন ফ্রাঞ্চাইজি কাকে রাখলো কাকে ছাড়লো



গত আইপিএলে ৮ টিম খেললেও এবার নতুন ২টি (আহমেদাবাদ ও লক্ষ্মৌ) টিম এই জনপ্রিয় টি২০ লিগে যুক্ত হয়েছে। আইপিএলের রিটেনশন পলিসি অনুযায়ী নতুন টিমগুলো ৩ জন(১জন বিদেশি ও ২জন ইন্ডিয়ান) করে প্লেয়ার বেছে নিতে পারবে। এবারের আইপিএলের রিটেনশন পলিসি অনুযায়ী ১০টির মধ্যে ৮টি টিমের প্রাথমিক প্লেয়ার তালিকায়  কারা থেকে গেলেন ও কোন তারকা প্লেয়াররা বাদ পড়লেন সেটি এখানে তুলে ধরছি।



চেন্নাই সুপার কিংস 



চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে ৪ জন প্লেয়ারকে এবং তাঁরা হলেন যথাক্রমে -মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মঈন আলী ও ঋতুরাজ গায়কোয়াড। 

চেন্নাই সুপার কিংস তারকা প্লেয়ারদের মধ্যে ছেড়ে দিয়েছে যথাক্রমে ডোয়াইন ব্রাভো,ফাফ ডু প্লেসিস,রবিন উথাপ্পা,সুরেশ রায়না ও মিশেল স্যান্টনারকে।



কেকেআর 



কলকাতা নাইট রাইডার্স ৪ জন প্লেয়ারকে ধরে রেখেছে এবং তাঁরা হলেন যথাক্রমে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন,বরুণ চক্রবর্তী ও ভেংকটেশ আয়ার।


তারকা প্লেয়ারদের মধ্যে কেকেআর ছেড়ে দিয়েছে যথাক্রমে সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, এউইন মরগান,টিম সাউদি ,প্যাট কামিন্স ও ফার্গুসনকে।



রাজস্থান রয়্যালস 



সঞ্জু সামসন,জস বাটলার ও ইয়াসভি জয়সওয়ালকে রাজস্থান রয়্যালস ধরে রেখেছে ।


তারকা প্লেয়ারদের মধ্যে এভিন লুইস,ডেভিড মিলার, মোস্তাফিজুর রহমান,ক্রিস মরিসকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে ।



রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু



রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যথাক্রমে বিরাট কোহলি,গ্লেন ম্যাক্সওয়েল ও মোঃ সিরাজকে ধরে রেখেছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা প্লেয়ারদের মধ্যে কাইল জেমিসন,যুজবেন্দ্র চাহাল,ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্শাল প্যাটেলকে ছেড়ে দিয়েছে।



দিল্লি ক্যাপিটালস



দিল্লি ক্যাপিটালস যথাক্রমে রিসব পন্ত,অ্যাক্সার প্যাটেল,পৃথ্বী শ ও আনরিক নরকিয়াকে ধরে রেখেছে।

দিল্লি ক্যাপিটালস তারকা প্লেয়ারদের মধ্যে কাগিছো রাবাদা,শিকর ধাওয়ান,স্টিভ স্মিথ,ইশান্ত শর্মা,শিমরন হেটমায়ার ও মার্কাস স্টয়নিসকে ছেড়ে দিয়েছে।



সানরাইজার্স হায়দরাবাদ



সানরাইজার্স হায়দরাবাদ যথাক্রমে কেন উইলিয়ামসন, আবদুল সামাদ ও উমরান মালিককে ধরে রেখেছে।

সানরাইজার্স হায়দরাবাদ তারকাদের মধ্যে ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, রশিদ খান ও জেসন হোল্ডারকে ছেড়ে দিয়েছে।



পাঞ্জাব কিংস



পাঞ্জাব কিংস মায়াঙ্ক আগারওয়াল এবং অশ্বদীপ সিংকে ধরে রেখেছে।

পাঞ্জাব কিংস তারকা প্লেয়ারদের মধ্যে  যথাক্রমে কে এল রাহুল,ক্রিস গেইল,নিকোলাস পুরান,ক্রিস জর্ডান, আদিল রশিদ ও এইডেন মার্করামকে ছেড়ে দিয়েছে।



মুম্বাই ইন্ডিয়ান্স



মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা,জাসপ্রিত বুমরা,সূর্যকুমার যাদব ও কিয়েরন পোলার্ডকে ধরে রেখেছে।
মুম্বাই ইন্ডিয়ান্স তারকা প্লেয়ারদের মধ্যে কুইন্টন ডি কক,ইশান কিষাণ,হ্নাদিক পান্ডিয়া,জিমি নিশাম ও রাহুল চাহারকে ছেড়ে দিয়েছে।