WHAT'S NEW?
Loading...

এই সময়ের ১০ দ্রুতগতির বোলার

প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের বিশেষ চরিএগুলোর মধ্যে দ্রুতগতির বোলার একটি। সব ফরম্যাটের ক্রিকেটেই দ্রুতগতির বোলারদের আলাদা গ্ৰহনযোগ্যতা রয়েছে। ক্রিকেটের দ্রুতগতির বোলারদের ইতিহাস ঘাটলে এন্ডি রবার্টস,ম্যালকম মার্শাল,জেফ থমসন,মাখায়া এনটিনি,অ্যানাল্ড ডোনাল্ড,ব্রেট লি,শেন বন্ড,শোয়েব আখতার প্রভৃতি নামগুলো বিশেষভাবে পাওয়া যায়। ক্রিকেটের বিশেষ এই চরিত্রগুলো বহু প্রতিপক্ষ ব্যাটার ও অধিনায়কের রাতের ঘুম হারাম করেছেন। এছাড়া গতি ,বাউন্স ও ভেরিয়েশন দিয়ে বহু ম্যাচের ফলাফল নির্ধারণে এদের বিশেষ ভূমিকা ছিল।এই সময়ের ক্রিকেটেও প্যাট কামিন্স,মিশেল ক্লার্ক,কাগিছো রাবাদা,জাসপ্রিত বুমরার মত বেশকজন দ্রুতগতির বোলার রয়েছেন। ক্রিকেটের এই সময়ের ১০ দ্রুতগতির বোলার সম্পর্কে এখানে আলোচনা করব(সূএ : স্পোটর্স ব্রাউজার)।


                                                               
                                           ছবি: মিশেল স্ট্রার্ক

                                                

এই সময়ের ১০ দ্রুতগতির বোলার


ক্রিকেটে একজন দ্রুতগতির বোলার যেকোন টিমের জন্যই এক বড় অ্যাসেট।কারণ দ্রুতগতির বোলারদের জন্য সব ফরম্যাটেই ব্যাটারদের আলাদা প্রস্তুতির প্রয়োজন পড়ে। এছাড়া দ্রুতগতির বোলাররা টেস্ট ক্রিকেটসহ অন্য ফরম্যাটগুলোতেও ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আসুন এই সময়ের ১০ দ্রুতগতির বোলারের  পরিসংখ্যান দেখে নিই।


মিশেল স্ট্রার্ক 


এই সময়ের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অসি পেসার মিশেল স্ট্রার্ক। মিশেল স্ট্রার্ক গড়ে  ঘন্টায়  ১৪৩.২ কিলোমিটার বেগে বল করে থাকেন।স্ট্রার্ক তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে যেখানে তাঁর একটি বলের গতি ছিল ঘন্টায় ১৬০.৪ কিমি। 


ওয়াহাব রিহাজ 



এই সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যে পাকিস্তানের পেসার ওয়াহাব রিহাজ অন্যতম।এই তারকা পেসার ঘন্টায় গড়ে ১৪৩.৩ কিমি গতিতে বল করে থাকেন।ওয়াহাব রিহাজ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি(ঘন্টায় ১৪৯.২ কিমি)  করেন ২০১৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে।


প্যাট কামিন্স 



অষ্ট্রেলিয়ার বর্তমান টেষ্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স এই সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যে অন্যতম।কামিন্স ঘন্টায় গড়ে ১৪৩.৩ কিমি গতিতে বল করে থাকেন।তবে প্যাট কামিন্সের সবচেয়ে দ্রুতগতির বলটি ছিল ঘন্টায় ১৪৯.২ কিমি গতিসম্পন্ন এবং সেই বলটি তিনি ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচে করেছিলেন।

টাইমাল মিলস 



এই সময়ের ক্রিকেটে জনপ্রিয় এক পেসার টাইমাল মিলস। উল্লেখ্য এই সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যে মিলস অন্যতম।টাইমাল মিলস ঘন্টায় গড়ে ১৩১.৫ কিমি গতিতে বল করতে পারেন।তবে টাইমাল মিলসের সবচেয়ে দ্রুতগতির বলটি ছিল ঘন্টায় ১৪৯ কিমি গতিসম্পন্ন এবং সেটি ছিল ২০১৭ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে করা তাঁর একটি বল।


শ্যানন গ্ৰ্যাবিয়েল 



বর্তমান সময়ের গতি বোলারদের মধ্যে ওয়েষ্ট ইন্ডিজের শ্যানন গ্ৰ্যাবিয়েল অন্যতম।শ্যানন গ্ৰ্যাবিয়েল ঘন্টায় গড়ে ১৩৭.৯ কিমি গতিতে বল করতে পারেন।তবে এই দীর্ঘদেহী ফাষ্টবোলার তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি (ঘন্টায় ১৪৮.২ কিমি) করেন ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে এক টেষ্ট ম্যাচে।


জাসপ্রিত বুমরা 



ভারতের বোলার জাসপ্রিত বুমেরা এই সময়ের জনপ্রিয় এক গতি বোলার।জাসপ্রিত বুমরা সাধারণত ঘন্টায় গড়ে ১৩৮.৩ কিমি গতিতে বল করে থাকেন।যদিও বুমরার এযাবতকালের সবচেয়ে দ্রুতগতির বলটির গতি ছিল ঘন্টায় ১৪৮.১ কিমি(২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে)।


এডাম মিলনে 



এই সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যে এডাম মিলনের নাম বিশেষভাবে উচ্চারিত হয়।এডাম মিলনে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচে (ঘন্টায় ১৪৭.৭ কিমি)।তবে এডাম মিলনের বোলিংয়ের গড় গতি হচ্ছে ঘন্টায় ১৩৮.৪ কিমি।


লিয়াম প্লাংকেট 



ইংল্যান্ডের তরুণ পেসার লিয়াম প্লাংকেট এই সময়ের অন্যতম এক দ্রুতগতির বোলার।প্লাংকেট ঘন্টায় গড়ে  ১৩৭ কিমি বেগে বল করে থাকেন।তবে এই ইংলিশ পেসার তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে এবং সেটির ঘন্টায় গতি ছিল ১৪৭.৩ কিমি।


কাগিছো রাবাদা 



দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিছো রাবাদা এই সময়ের ক্রিকেটের সফল এক দ্রুতগতির বোলার।রাবাদা সাধারণত ঘন্টায় ১৩৮.৩ কিমি গতিতে বল করতে পারেন।তবে রাবাদা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ও দ্রুতগতির (ঘন্টায় ১৪৭ কিমি) এক ভেলিভারি দেন ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেষ্ট ম্যাচে।


উমেশ যাদব 



ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় এক টেষ্টপেসার উমেশ যাদব। চমৎকার লাইন,লেংথ ও গতির জন্য উমেশ যাদব ভারতের টেষ্ট দলের এক নিয়মিত সদস্য।উমেশ যাদব এই সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যেও অন্যতম।এই পেসার সাধারণত ঘন্টায় ১৩৮.৭ কিমি গতিতে বল করতে পারেন।তবে উমেশ যাদব তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দ্রুতগতির বলটি(ঘন্টায় ১৪৬.৬ কিমি) করেন ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেষ্ট ম্যাচে।