WHAT'S NEW?
Loading...

৪৪তম বিসিএস সার্কুলার

                                                           




প্রিয় ক্রিকেট ডটকম : বাংলাদেশ সরকারী  কর্মকমিশন সম্প্রতি ৪৪তম বিসিএস'এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।৪৪তম বিসিএস'এ মোট পদসংখ্যা ১৭১০টি।  প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের পদসংখ্যা সবচেয়ে বেশি (৪৮৫টি)।৪৪তম বিসিএস' এর আবেদন শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে এবং আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি, ২০২২ ।  ৪৪ তম বিসিএস'এর বিভিন্ন ক্যাডারের পদসংখ্যা, আবেদন নিয়ম ইত্যাদি এখানে তুলে ধরা হলো।



বিভিন্ন ক্যাডারের মোট পদ


মোট পদ : ১৭১০ 


সাধারণ ক্যাডার : ৪৪৯ 


প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার : ৪৮৫ 


সাধারণ শিক্ষা ক্যাডার(সরকারী কলেজ) : ৪০১


সাধারণ শিক্ষা ক্যাডার (সরকারী টিচার্স ট্রেনিং কলেজ) : ২০


কারিগরি  শিক্ষা ক্যাডার   : ৩৫৫



কোন ক্যাডারে কয়টি পদ 



বিসিএস প্রশাসন : ২৫০ 


বিসিএস পররাষ্ট্র : ১০ 


বিসিএস পুলিশ : ৫০ 


বিসিএস আনসার : ১৪ 


বিসিএস (নিরীক্ষা ও হিসাব) : ৩০


বিসিএস (কর) : ১১


বিসিএস (সমবায়) : ০৮


বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক): ০৭ 


বিসিএস (তথ্য) : ১০


বিসিএস (ডাক) : ২৩


বিসিএস (বাণিজ্য) : ০৬


বিসিএস (পরিবার পরিকল্পনা) : ২৭


বিসিএস (খাদ্য) : ০৩ 


বিসিএস রেলওয়ে প্রকৌশল


সহকারী নির্বাহী প্রকৌশলী : ০১ 


সহকারী যন্ত্র প্রকৌশলী : ০৮ 


সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী : ০৬ 


সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক : ০১ 


সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী : ০৪ 



বিসিএস তথ্য 


সহকারী বেতার প্রকৌশলী : ০২ 



বিসিএস বন 


সহকারী বন সংরক্ষক : ০৫ 



বিসিএস (সড়ক ও জনপদ ) 



সহকারী প্রকৌশলী (সিভিল) : ৩৬


বিসিএস (মৎস) : ১৫ 


বিসিএস (পশুসম্পদ) : ২১০ 


বিসিএস (কৃষি) : ৪৪


বিসিএস (স্বাস্থ্য) : ১২৫


বিসিএস (গণপূর্ত) : ২৮



বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (সাধারণ সরকারী কলেজ)


প্রভাষক : ৪০১


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার (সরকারী টিচার্স ট্রেনিং কলেজ)


প্রভাষক : ২০


বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডার


মোট পদ : ৩৫৫



আবেদনের যোগ্যতা 


যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোওর ডিগ্ৰি অথবা এইসএসসি   পাশের পর ৪ বছর মেয়াদি স্মাতক ডিগ্রি। টেকনিক্যাল ক্যাডার সমূহের ক্ষেএে সংশ্লিষ্ট বিষয়ে স্মাতকোওর বা ৪ বছর মেয়াদি স্মাতক ডিগ্রি।



অ্যাপিয়ার্ড প্রার্থীদের যোগ্যতা


যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ৩১ জানুয়ারি,২০২১ তারিখের মধ্যে শেষ হবে তারা অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন।

বয়স 


২০২১ সালের ২ নভেম্বর তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২১-৩০ বছর হতে হবে।তবে মুক্তিযোদ্ধার সন্তান , শারীরিক প্রতিবন্ধী ও স্থাস্থ্যক্যাডারের প্রার্থীদের ক্ষেএে বয়স ২১-৩২ বছর।



আবেদন ফি 


৭০০ টাকা ।তবে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেএে আবেদন ফি ১০০ টাকা।



আবেদন শুরুর তারিখ  : ৩১/১২/২০২১ সকাল ১০:০০ টা


আবেদনের শেষ তারিখ : ৩১/০১/২০২২ সন্ধ্যা ৬:০০ টা


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট http://bpsc.teletalk.com.bd)






বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বরবন্টন


৪৪ তম বিসিএস'এ আবেদনকারীদের জ্ঞাতার্থে এখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বরবন্টন তুলে ধরছি।


মোট নম্বর : ২০০

বাংলা ভাষা ও সাহিত্য : ৩৫ 

ইংরেজি ভাষা ও সাহিত্য : ৩৫

বাংলাদেশ বিষয়াবলি : ৩০

আন্তর্জাতিক বিষয়াবলি : ২০

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব,পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা) : ১০

সাধারণ বিজ্ঞান : ১৫ 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি : ১৫ 

গাণিতিক যুক্তি : ১৫ 

মানসিক দক্ষতা : ১৫ 

নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন : ১০ 



সূএ : পিএসসি ওয়েবসাইট ও প্রথম আলো অনলাইন