প্রিয় ক্রিকেট ডটকমঃ অ্যাশেজের প্রথম টেষ্টে অষ্ট্রেলিয়া ইংল্যান্ডকে পরাজিত করেছে এবং সেইসাথে অসি স্পিনার নাথান লায়ন দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন এই তারকা স্পিনার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাএ ১৬ জন বোলার ৪০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
নাথান লায়নের টেস্ট ক্যারিয়ার
অষ্ট্রেলিয়া তথা ক্রিকেট বিশ্বের সফল টেস্ট স্পিনারদের মধ্যে নাথান লায়ন অন্যতম।লায়ন ইতিমধ্যে ১০১ টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট উইকেটসংখ্যা ৪০৩। টেস্ট ক্রিকেটে লায়ন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ১৮ বার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩বার।
টেস্ট ক্রিকেটে চার শতাধিক উইকেটশিকারি
টেস্ট ক্রিকেটে আজ অবধি সবচেয়ে বেশি উইকেটের মালিক শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার মুওিয়া মুরালিধরন (৮০০ উইকেট)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইতিমধ্যে ১৭ জন বোলার চারশো বা তার বেশি উইকেট নিয়েছেন। আসুন টেস্ট ক্রিকেটে চারশো বা তার অধিক উইকেটশিকারি শীর্ষ দশ বোলারের রেকর্ড দেখে নিই।
মুওিয়া মুরালিধরন
শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার মুওিয়া মুরালিধরন ১৩৩টি টেস্ট খেলে মোট ৮০০ উইকেট শিকার করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই কোন বোলারের সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড।
শেন ওয়ার্ন
সাবেক অসি লেগস্পিনার শেন ওয়ার্ন ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে নেন ৭০৮ উইকেট।
জেমস এন্ডারসন
ইংলিশ পেসার জেমস এন্ডারসন ১৬৬টি টেস্ট ম্যাচ খেলে নেন ৬৩২ উইকেট।
অনিল কুম্বলে
ভারতের সাবেক তারকা লেগস্পিনার অনিল কুম্বলে ১৩২টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬১৯ উইকেট শিকার করেন।
গ্লেন ম্যাকগ্রা
সাবেক অসি পেসতারকা গ্লেন ম্যাকগ্রা ১২৪টি টেস্ট ম্যাচ খেলে মোট ৫৬৩ উইকেট নেন।
স্টুয়ার্ট ব্রড
ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে ১৪৯ ম্যাচ খেলে মোট ৫২৪টি উইকেট নিয়েছেন।
কোর্টনি ওয়ালস
সাবেক উইন্ডিজ পেসতারকা কোর্টনি ওয়ালস টেস্ট ক্রিকেটের চারশো উইকেট শিকারি ক্লাবের অন্যতম সদস্য।এই তারকা পেসার ১৩২টি টেস্ট ম্যাচ খেলে মোট ৫১৯ উইকেট শিকার করেন।
ডেল স্টেইন
দক্ষিণ আফ্রিকার সাবেক গতিতারকা ডেল স্টেইন টেস্ট ক্রিকেটে চারশো বা তার বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে অন্যতম। স্টেইন ৯৩টি টেস্ট খেলে মোট ৪৩৩টি উইকেট নেন।
কপিল দেব
ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার কপিল দেব টেস্ট ক্রিকেটে চারশোর বেশি উইকেট নিয়েছেন। কপিল দেব ১৩১টি টেস্ট ম্যাচ খেলে মোট ৪৩৪ উইকেট শিকার করেন।
রঙ্গনা হেরাথ
শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ টেস্ট ক্রিকেটে চারশো বা তার বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে অন্যতম নাম।টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারি বোলারদের তালিকায় দশম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই তারকা স্পিনার। রঙ্গনা হেরাথ ৯৩টি টেস্ট ম্যাচ খেলে মোট ৪৩৩ উইকেট শিকার করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন