প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামীকাল (২ডিসেম্বর,২০২১) শুরু হতে যাচ্ছে এবারের উচ্চমাধ্যমিক (এইসএসসি ও সমমান) পরীক্ষা। আসুন এবারের এইসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত সূচি দেখে নিই।
মোট পরীক্ষার্থী
এবারের এইসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।এবার দেশের সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৩৮হাজার ১৭ জন পরীক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী। সেইসাথে কারিগরি শিক্ষা বোর্ডের এইসএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন।
সময় ও প্রশ্নকাঠামো
এবারের এইসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রতি বিষয়ের তত্ত্বীয় অংশে ১১টি প্রশ্ন থাকবে যার মধ্য থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষার সময় ১ ঘন্টা ১৫ মিনিট। আর এ বিভাগের পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে ১৫টির উওর দিতে হবে(সময় ১৫ মিনিট)। এছাড়া এবারের এইসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশে ৮টি প্রশ্ন থাকবে যার মধ্য থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে।তত্ত্বীয় পরীক্ষার সময় ১ ঘন্টা ১৫ মিনিট। এছাড়া এ বিভাগের পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক অংশে ২৫টি প্রশ্ন থেকে ১২টির উওর দিতে হবে (সময় ১৫ মিনিট)।
এবারের এইসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সময় সকাল (১০-১১.৩০) ও বিকাল (২-৩.৩০) ।
এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি
এবারের এইসএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত সূচি এখানে দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন