কেমন হলো বিপিএলের টিমগুলো
প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে ২০২২ সালের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। গতকাল ( ২৭ ডিসেম্বর,২০২১) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফট শেষে টিমগুলোর চূড়ান্ত প্লেয়ার তালিকা প্রকাশিত হয়।২০২২ সালের বিপিএলের টিমগুলো কেমন হলো এ লেখায় সেটি তুলে ধরার চেষ্টা করব।
ঢাকার টিম মূল্যায়ন
এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ঢাকার মালিকানা বদল হয়েছে তাই তাদের টিমের নামকরণ হয়নি এবং প্লেয়ার্স ড্রাফটের পর এই ফ্রাঞ্চাইজি প্রতিভাবান তরুণ ও অভিজ্ঞ প্লেয়ারদের সমন্বয়ে বেশ শক্তিশালী টিম করেছে বলা যায়।ঢাকার হয়ে এবার বিপিএলে তামিম ইকবাল,মাশরাফি বিন মুর্তজা, মোঃ নাঈম শেখ, মাহমুদুল্লাহ রিয়াদ, আহমেদ শেহজাদ,রুবেল হোসেন,ইসুরু উদানার মত তারকা প্লেয়াররা মাঠে নামবেন।এসব কিছুর বাইরে ঢাকার পেস অ্যাটাক ও টপঅর্ডার বেশ শক্তিশালী হয়েছে বলা যায়।
ঢাকা স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল,ইসুরু উদানা,নাজিবুল্লাহ জাদরান, মোঃ নাঈম শেখ, রুবেল হোসেন, মোহাম্মদ শেহজাদ,কায়িস আহমেদ, শুভাগত হোম, শামসুর রহমান,এবাদত হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম,ইমরানুজ্জামান, আরাফাত সানি,ফজলহক ফারুকী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম মূল্যায়ন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার দারুণ কিছু দেশি ও বিদেশি প্লেয়ারের সমন্বয়ে টিম করেছে।বিশেষত বিপিএলের উইকেট বিবেচনায় কুমিল্লার পেস অ্যাটাক, টপঅর্ডার ও স্পিন অ্যাটাক বেশ শক্তিশালী হয়েছে বলা যায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে লিটন দাস, মোস্তাফিজুর রহমান,ডুপ্লেসিস,কুশল মেন্ডিস, সুনীল নারাইন, মেহেদি হাসান,ওশানে থমাস,মঈন আলীর মত তারকা প্লেয়াররা রয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক,ফাফ ডু প্লেসিস,মঈন আলী, সুনীল নারাইন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস,কুশল মেন্ডিস,ওশানে থমাস, আরিফুল ইসলাম,নাহিদুল ইসলাম,মাহমুদুল হাসান জয়,সুমন খান,মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন,আবু হায়দার রনি, মেহেদি হাসান, তানভির ইসলাম।
সিলেট সানরাইজার্সের টিম মূল্যায়ন
সিলেট সানরাইজার্স এবার মোটামুটি ব্যালান্সড টিম করেছে। সিলেট সানরাইজার্সে দিনেশ চান্দিমাল, মোঃ মিথুন, মোসাদ্দেক হোসেন,অলক কাপালি,রবি বোপারার মত অভিজ্ঞ ও টপক্লাস ব্যাটাররা রয়েছেন। এছাড়া এই টিমে তাসকিন আহমেদ,আল-আমিন হোসেন,সোহাগ গাজী,কেসরিক উইলিয়ামসের মত তারকা বোলাররা রয়েছেন।এসব কিছুর সাথে সিলেট সানরাইজার্সে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার এঞ্জেলো পেরেরাও খেলছেন।
সিলেট সানরাইজার্স স্কোয়াড
তাসকিন আহমেদ,দিনেশ চান্দিমাল,কলিন ইনগ্ৰাম,কেসরিক উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, মোঃ মিথুন,আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু,রবি বোপারা,এঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী,অলক কাপালি,মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান,নাদির চৌধুরী, জুবায়ের হোসেন লিকন, শফিউল হায়াত হ্নদয়, সানজামুল ইসলাম।
খুলনা টাইগার্সের টিম মূল্যায়ন
খুলনা টাইগার্স এবার দারুণ টিম করেছে। খুলনা টাইগার্সে মুশফিকুর রহিম,থিসারা পেরেরা, সিকান্দার রাজা,সৌম্য সরকার,ভানুকা রাজাপাকসের মত অভিজ্ঞ ও তারকা প্লেয়াররা রয়েছেন।যদিও খুলনার পেস অ্যাটাকে কোন তারকা জেনুইন পেসার নেই।তবে তাদের টিমে বেশকজন মিডিয়াম পেসার ও ভালো কিছু স্পিনার রয়েছেন।
খুলনা টাইগার্স স্কোয়াড
মুশফিকুর রহিম,থিসারা পেরেরা,নাভিন উল হক,ভানুকা রাজাপাকসে,মাহেদি হাসান,সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী,সেকুজে প্রসন্ন, সিকান্দার রাজা,ফরহাদ রেজা,রনি তালুকদার,খালেদ আহমেদ,জাকের আলী,নাবিল সামাদ।
ফরচুন বরিশালের টিম মূল্যায়ন
ফরচুন বরিশাল শক্তিশালী স্কোয়াড করেছে। তাদের টিমে সাকিব আল হাসান,ক্রিস গেইল,গুণাতিলকে,শান্তর মত দারুণ সব ব্যাটার রয়েছেন। এছাড়া তাদের স্পিন অ্যাটাকে সাকিব আল হাসান, মুজিব উর রহমান, তাইজুল ইসলামের মত দুর্দান্ত কিছু বোলার রয়েছেন। এরসাথে ফরচুন বরিশালের পেস অ্যাটাকে আলজারি জোসেফের মত অভিজ্ঞ বোলার রয়েছেন।
ফরচুন বরিশাল স্কোয়াড
সাকিব আল হাসান, মুজিব উর রহমান,ধানুশ গুণাতিলকে, নুরুল হাসান সোহান,ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, ফজল মাহমুদ,ওবেদ ম্যাকয়,আলজারি জোসেফ, তৌহিদ হ্নদয়, জিয়াউর রহমান, সৈকত আলী, নাঈম হাসান,শফিকুল ইসলাম, তাইজুল ইসলাম,নিরোশান ডিকুয়েলা, সালমান হোসাইন, ইরফান শুক্কুর, মেহেদি হাসান রানা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম মূল্যায়ন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বেশকজন তারকা বিদেশি প্লেয়ারকে টিমে নিয়েছে।এক্ষেএে কেনার লুইস,বেন্নি হলওয়েল,উইল জ্যাকস,ওয়ালটন,সায়াদ এমরিটের কথা বিশেষভাবে বলতে হয়। এছাড়া চট্রগ্রাম চ্যালেঞ্জার্সে আফিফ হোসাইন,মিরাজ,শামিম হোসেন,সাব্বির রহমানের মত তারকা অলরাউন্ডাররা রয়েছেন। চট্টগ্রামের পেস অ্যাটাকে শরিফুল ইসলামের মত ইনফর্ম জেনুইন পেসার রয়েছেন। চট্টগ্রামের স্পিন অ্যাটাকও যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
কেনার লুইস, মেহেদি হাসান মিরাজ,নাসুম আহমেদ,আফিফ হোসাইন,বেন্নি হলওয়েল,উইল জ্যাকস, শরিফুল ইসলাম, শামিম হোসেন,চ্যাডউইক ওয়ালটন,মুকিদুল ইসলাম মুগ্ধ,সায়াদ এমরিট,মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান,নাঈম হাসান,আকবর আলী, রেজাউর রাজা।