WHAT'S NEW?
Loading...

২০২১ ওমেনস বিগব্যাশের সেরা পারফরমার

                                                                   



প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে সমাপ্ত হলো এবারের (২০২১) ওমেনস বিগব্যাশ লিগ। এবারের ওমেনস বিগব্যাশের শিরোপা জয় করেছে পার্থ স্কোচার্স । ফাইনালে এডিলেড স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা জয় করে পার্থ স্কোচার্স। এখানে এবারের ওমেনস বিগব্যাশের সেরা পারফরমারদের পরিসংখ্যান তুলে ধরছি।


সেরা পাঁচ ব্যাটার 


এবারের ওমেনস বিগব্যাশের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


বেথ মুনি 


এবারের ওমেনস বিগব্যাশে সবচেয়ে বেশি রান করেছেন বেথ মুনি।এই ব্যাটার ১৪ ম্যাচ খেলে মোট ৫৪৭ রান সংগ্রহ করেন।


কেটি মাক 


২০২১ ওমেনস বিগব্যাশে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কেটি মাক।এই ব্যাটার এবারের ওমেনস বিগব্যাশে ১৭ ম্যাচ খেলে মোট ৫১৩ রান সংগ্রহ করেন।


সোপি ডিভাইন 


২০২১ ওমেনস বিগব্যাশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সোপি ডিভাইন।সোপি ডিভাইন ১৪ ম্যাচ খেলে মোট ৪৪২ রান করেন।


ইলচি ভিলানী 


 এবারের ওমেনস বিগব্যাশে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইলচি ভিলানী।ইলচি ভিলানী ১২ ম্যাচ খেলে মোট ৪৩৯ রান করেন।


জর্জিয়া রেডমেনি 


২০২১ ওমেনস বিগব্যাশে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জর্জিয়া রেডমেনি।এই ব্যাটার ১৪ ম্যাচ খেলে মোট ৪৩৭ রান করেন।



সেরা পাঁচ বোলার


 
এবারের ওমেনস বিগব্যাশে বল হাতে সবচেয়ে বেশি উইকেট শিকারি পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


অ্যামাডা ওয়েলিংটন 



এ বছরের ওমেনস বিগব্যাশে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যামাডা ওয়েলিংটন।এই বোলার ১৭ ম্যাচ খেলে মোট ২৩টি উইকেট শিকার করেন।



জেস জোনাসেন 



এবারের ওমেনস বিগব্যাশে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন জেস জোনাসেন।এই বোলার ১৪ ম্যাচ খেলে মোট ২১টি উইকেট নেন।



ডার্কি ব্রাউন 



২০২১ ওমেনস বিগব্যাশে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ডার্কি ব্রাউন।এই বোলার ১৫ ম্যাচ খেলে মোট ২০টি উইকেট নেন।



হেথার গ্ৰাহাম 



এবারের ওমেনস বিগব্যাশে শীর্ষ পাঁচ বোলারের তালিকায় রয়েছেন ফেরার গ্ৰাহাম ।গ্ৰাহাম ১৪ ম্যাচ খেলে মোট ১৮টি উইকেট নেন।



লিলি মিলস 



এবারের ওমেনস বিগব্যাশে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন লিলি মিলস।মিলস এবারের ওমেনস বিগব্যাশে ১৪ ম্যাচ খেলে মোট ১৬টি উইকেট শিকার করেন।