WHAT'S NEW?
Loading...

ক্রিকেট থেকে তুষার ইমরানের অবসর

                                                                    



প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথমশ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তুষার ইমরান।একসময় জাতীয় দলের হয়ে  খেললেও তাঁর প্রথমশ্রেণীর রেকর্ড তুলনামূলকভাবে বেশি সমৃদ্ধ।




তুষার ইমরানের ক্যারিয়ারচিএ



যদিও জাতীয় দলের হয়ে তাঁর রেকর্ড খুব দীর্ঘ নয় তবে বাংলাদেশের প্রথমশ্রেণীর ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটার তুষার ইমরান। তুষার ইমরানের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।


টেস্ট ক্যারিয়ার



জাতীয় দলের হয়ে তুষার ইমরানের টেস্ট অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০০২ সালে ।এই ব্যাটার মোট ৫টি টেস্ট খেলেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ৮৯।



ওয়ানডে ক্যারিয়ার


ওয়ানডে ক্রিকেটে তুষার ইমরান বাংলাদেশের হয়ে ৪১ ম্যাচ খেলে মোট ৫৭৪ রান করেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তাঁর ২টি ফিফটি রয়েছে।




ফাষ্টক্লাস ক্যারিয়ার


তুষার ইমরান ১৭১টি প্রথমশ্রেণীর ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১১৪৩৩। এছাড়া প্রথমশ্রেণীর ক্রিকেটে এই ব্যাটারের ৩১টি সেঞ্চুরি ও ৫৯টি ফিফটি রয়েছে। প্রথমশ্রেণীর ক্রিকেটে তাঁর সেরা ইনিংসটি ২২০ রানের।