প্রিয় ক্রিকেট ডটকমঃ চলছে টি১০ লিগের ২০২১-২২ আসর । এবারের টি১০ লিগটি এই জনপ্রিয় টুর্নামেন্টের পঞ্চম আসর। উল্লেখ্য এবারের টি১০ লিগ শুরু হয় গত ১৯ নভেম্বর এবং চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ।টি১০ লিগে ৯০ মিনিটের খেলায় ১০ওভারের ক্রিকেট হয়ে থাকে। অর্থাৎ এখানে প্রতি টিম ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। আসুন এবারের টি১০ লিগের বিভিন্ন টিমের তারকাদের তালিকা দেখে নিই।
এবারের টি১০ লিগের টিমগুলো
টি১০ এর এবারের আসরে মোট টিম হচ্ছে ৬টি। টিমগুলো যথাক্রমে - বাংলা টাইগার্স ,টিম আবুধাবি, দিল্লি বুলস,ডেকান গ্ল্যাডিয়েটর্স, চেন্নাই ব্রেভস, নর্দান ওয়ারিয়র্স ।
টি১০ লিগের এবারের ভেন্যু
এবারের ২০২১-২২ টি১০ লিগের ভেন্যু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়াম। অর্থাৎ এবারের টি১০ লিগের সব খেলা শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি১০ লিগের চ্যাম্পিয়ন পরিসংখ্যান
টি১০ লিগের আগের চার আসরে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে কেরালা কিংস,মারাঠা অ্যারাবিয়ানস, নর্দান ওয়ারিয়র্স (২বার)।
২০২১-২২ টি১০ এ তারকারা কে কোথায়
এবারের টি১০ লিগে (২০২১-২২) মোট ৬টি টিম অংশ নিয়েছে। এবং এবারের টি১০ লিগের সবগুলো টিমই তারকাসমৃদ্ধ।আসুন টি১০ এর এই আসরে কোন টিমে কোন তারকা খেলছেন তার চিনে দেখে নিই।
বাংলা টাইগার্স
বাংলা টাইগার্স এবারের টি১০ লিগে বেশ শক্তিশালী টিম করেছে ।বাংলা টাইগার্সে তারকাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফাফ ডু প্লেসিস,ইসুরু উদানা,জেমস ফকনার, শহিদ আফ্রিদি,হজরতউল্লাহ জাজাই, মোঃ আমির,আন্দ্রে ফ্লেচার।
টিম আবুধাবি
টিম আবুধাবির তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল,পল স্টারলিং,ফিদেল এডওয়ার্ডস,শেলডন কটরেল।
দিল্লি বুলস
দিল্লি বুলস বেশ তারকাসমৃদ্ধ টিম করেছে।এই টিমে তারকা প্লেয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জেসন রয়,ডোয়াইন ব্রাভো, এউইন মরগান,রাইলি রুশো,রবি রামপাল,আদিল রশিদ।
ডেকান গ্ল্যাডিয়েটর্স
ডেকান গ্ল্যাডিয়েটর্সে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল,ওয়ানিন্দু হাসারাঙ্গা,এভিন লুইস,টাইমাল মিলস,ওয়াহাব রিয়াজ।
চেন্নাই ব্রেভস
চেন্নাই ব্রেভসে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান,মিগারেল প্রিটোরিয়াস, মোঃ শেহজাদ,ফেবিয়ান এলেন,রবি বোপারা।
নর্দান ওয়ারিয়র্স
নর্দান ওয়ারিয়র্সে তারকা প্লেয়ারদের মধ্যে রয়েছেন ক্রিস জর্ডান,উপল থারাঙ্গা,মঈন আলী, ইমরান তাহির, কেনার লুইস,রবম্যান পাওয়েল।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন