ছবি : নারী ক্রিকেটার শারমিন আক্তার
প্রিয় ক্রিকেট ডটকমঃ মেয়েদের ওডিআই ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এলো শারমিন আক্তারের হাত ধরে।সম্প্রতি মেয়েদের ওডিআই বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শারমিন আক্তার এক অনবদ্য সেঞ্চুরি হাঁকান (১৪১ বলে ১৩০ রান)।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে শারমিন আক্তারকে অভিনন্দন জানাচ্ছি।
মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান
মেয়েদের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শীর্ষ পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
ম্যাঘ লানিং
মেয়েদের ওডিআই ক্রিকেটে এযাবতকালে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন অষ্ট্রেলিয়ার ম্যাঘ লানিং।লানিং ৮২টি ওডিআই ইনিংস খেলে মোট ১৪টি সেঞ্চুরি করেন।
সূজি বেইটস
মেয়েদের ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রূপকার নিউজিল্যান্ডের সূজি বেইটস।বেইটস ১১৮ টি ওডিআই ইনিংস খেলে মোট ১০টি সেঞ্চুরি করেন।
চার্লটি এডওয়ার্ডস
ইংল্যান্ডের চার্লটি এডওয়ার্ডস মেয়েদের ওডিআই ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।এই ব্যাটার ১৮০ ওডিআই ইনিংস খেলে মোট ৯টি সেঞ্চুরি করেন।
ক্লেরি টেইলর
ইংল্যান্ডের ক্লেরি টেইলর মেয়েদের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির রূপকার।এই ব্যাটার ১২০টি ওডিআই ইনিংস খেলে মোট ৮টি সেঞ্চুরি করেন।
কারেন রলটন
মেয়েদের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের কারেন রলটন পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ।এই ব্যাটার ১৩২টি ওডিআই ইনিংস খেলে মোট ৮ টি সেঞ্চুরি করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন