ছবি : মার্টিন গাপটিল
প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এখন সবচেয়ে বেশি রান কিউই ব্যাটার মার্টিন গাপটিলের (৩২৪৮ রান)। এতদিন আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ ব্যাটার ছিলেন ভারতের বিরাট কোহলি(৩২২৭ রান)।তবে ভারতের বিপক্ষে চলমান টিটুয়েন্টি সিরিজে গাপটিল কোহলিকে ছাড়িয়ে যান।যদিও ভারতের বিপক্ষে চলমান টিটুয়েন্টি সিরিজে ইতিমধ্যে নিউজিল্যান্ড পরাজিত হয়েছে তবু ব্যাট হাতে গাপটিল নিজের পরিচিত ছন্দেই ছিলেন। আসুন আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের সর্বশেষ পরিসংখ্যান দেখে নিই।
আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটার
আন্তর্জাতিক টিটুয়েন্টির ( ম্যানস ) বিশ্বআসর সদ্যই শেষ হয়েছে। এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অষ্ট্রেলিয়া। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক টিটুয়েন্টির সেরা দশ ব্যাটারের তালিকায় নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা,অষ্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের নাম উপরের দিকে রয়েছে। এখানে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের রেকর্ড তুলে ধরছি।
মার্টিন গাপটিল
আন্তর্জাতিক টিটুয়েন্টির মারকুটে ও সফল ব্যাটারদের একজন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এই ব্যাটার। গাপটিল ইতিমধ্যে ১১১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩২৪৮ রান সংগ্রহ করেছেন।
বিরাট কোহলি
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের তালিকায় রয়েছেন।কোহলি ইতিমধ্যে ৯৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩২২৭ রান করেছেন।
রোহিত শর্মা
আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ দশ ব্যাটারের তালিকায় ভারতের মারকুটে ওপেনার রোহিত শর্মার নামটি রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ১১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩১৪১ রান করেছেন।
অ্যারন ফিঞ্চ
অষ্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ ব্যাটারদের একজন।সদ্যসমাপ্ত টিটুয়েন্টি বিশ্বকাপে এই তারকা ব্যাটার চমৎকার খেলেছেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের শীর্ষ দশ ব্যাটারের তালিকায় এই ব্যাটারের নামটিও রয়েছে। ফিঞ্চ ইতিমধ্যে ৮৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৬০৮ রান করেছেন।
পল স্টারলিং
আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের তালিকায় আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের নাম রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ৯২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৫৭০ রান করেছেন।
ডেভিড ওয়ার্নার
আন্তর্জাতিক টিটুয়েন্টির জনপ্রিয় ব্যাটারদের একজন ডেভিড ওয়ার্নার। এবার অষ্ট্রেলিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে এই ব্যাটারের দারুণ ভূমিকা ছিল।ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ইতিমধ্যে ৮৮ ম্যাচ খেলে মোট ২৫৫৪ রান করেছেন।
বাবর আজম
আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের তালিকায় পাকিস্তানের ওপেনার বাবর আজমের নামটিও রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ৬৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৫১৫ রান করেছেন।
মোহাম্মদ হাফিজ
আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ (সর্বাধিক রানকারী) দশ ব্যাটারের তালিকায় পাকিস্তানের মোহাম্মদ হাফিজের নাম রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ১১৯ ম্যাচ খেলে মোট ২৫১৪ করেছেন।
শোয়েব মালিক
আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের তালিকায় পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিকের নামটিও রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ১২৪ টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৪৩৫ রান করেছেন।
এউইন মরগান
ইংল্যান্ডের টিটুয়েন্টি অধিনায়ক এউইন মরগান আন্তর্জাতিক টিটুয়েন্টির জনপ্রিয় ব্যাটারদের মধ্যে অন্যতম ।এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ ব্যাটারের তালিকায়ও রয়েছেন। এউইন মরগান আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ইতিমধ্যে ১১৩ ম্যাচ খেলে মোট ২৪২৮ রান করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন