প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে যেমন চমক ছিল তেমনি সেমিফাইনালেও বেশ জমাটজমাট ক্রিকেটীয় লড়াই দেখা গেল। এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ফাইনালে পৌঁছে গেছে দুই শক্তিশালী টিম- অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে পৌঁছে এবং দ্বিতীয় সেমিফাইনালে অষ্ট্রেলিয়া অনেকটা নাটকীয়ভাবে পাকিস্তানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এবার দেখার পালা ১৪ নভেম্বরের ফাইনালে কে জিততে পারে ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এখানে ফাইনালের আগে দুদলের (অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) সেরা পারফরমারদের পরিসংখ্যান তুলে ধরছি।
অষ্ট্রেলিয়ার সেরা পারফরমার
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় তাঁরা কিছুটা কৌশলী ক্রিকেট খেলছে।এগ্ৰেসিভ ক্রিকেট এবার অষ্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিংয়ে খুব বেশি চোখে পড়েনি।এখন পর্যন্ত অষ্ট্রেলিয়া সম্ভবত এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সেরা ক্রিকেট প্রদর্শন করেছে সেমিফাইনালে। সেমিফাইনালে টস থেকে ম্যাচ ফিনিশ করা পর্যন্ত অষ্ট্রেলিয়া অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। আসুন দেখে নিই এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অষ্ট্রেলিয়ার সেরা পারফরমারদের একটি চিএ।
সেরা ব্যাটার
সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত অষ্ট্রেলিয়ার সেরা চার ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
১.ডেভিড ওয়ার্নার - ৬ ম্যাচে ২৩৬ রান
২.অ্যারন ফিন্স - ৬ ম্যাচে ১৩০ রান
৩.মিশেল মার্শ - ৫ ম্যাচে ১০৮ রান
৪.মার্কাস স্টয়নিস - ৬ ম্যাচে ৮০ রান
সেরা বোলার
সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত অষ্ট্রেলিয়ার সেরা চার বোলারের পরিসংখ্যান দেখে নিন।
১.এডাম জাম্পা- ৬ ম্যাচে ১২ উইকেট
২.মিশেল স্ট্রার্ক - ৬ ম্যাচে ৯ উইকেট
৩.মার্ক হার্জেলউড - ৬ ম্যাচে ৮ উইকেট
৪.প্যাট কামিন্স - ৬ ম্যাচে ৫ উইকেট
নিউজিল্যান্ডের সেরা পারফরমার
সেরা ব্যাটার
সেরা বোলার
সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত নিউজিল্যান্ডের সেরা চার বোলারের পরিসংখ্যান দেখে নিন।
১.ট্রেন্ট বোল্ট - ৬ ম্যাচে ১১ উইকেট
২.ইস সোদি - ৬ ম্যাচে ৯ উইকেট
৩.টিম সাউদি - ৬ ম্যাচে ৮ উইকেট
৪.মিশেল স্যান্টনার - ৬ ম্যাচে ২ উইকেট
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন