প্রিয় ক্রিকেট ডটকমঃ বেশ জমাটজমাট ক্রিকেটীয় লড়াই শেষে এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা সমাপ্ত হয়েছে। এছাড়া ২০২১ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চার টিম ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে।আজ প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। আসুন এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ব্যাটে-বলে সেরা পাঁচ পারফরমারের পরিসংখ্যান দেখে নিই।
সুপার টুয়েলভের সেরা পাঁচ ব্যাটার
ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার টুয়েলভ বেশ আলোচিত ছিল।কারণ উইকেট বিবেচনায় শক্তিশালী একাধিক টিম সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে এবং এক্ষেত্রে ভারত, ওয়েস্ট ইন্ডিজের কথা বিশেষভাবে বলা যায়।এর বাইরে ভালো ক্রিকেট খেলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার মত টিমকে। আবার অনেকে ধারণা করেছিলেন অষ্ট্রেলিয়া এই উইকেটে সুপার টুয়েলভে সুবিধা করতে পারবেনা যদিও বাস্তবতা হচ্ছে অষ্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছেছে।ফলে সবকিছু বিবেচনায় এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বেশ জমাটজমাট হয়েছে বলা যায়। সুপার টুয়েলভের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
বাবর আজম
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে। পাকিস্তানের বাবর আজম সুপার টুয়েলভে সবচেয়ে বেশি রান করেছেন (৫ ম্যাচে ২৬৪ রান)।
জস বাটলার
সুপার টুয়েলভের সেরা পাঁচ ব্যাটারের মধ্যে ইংল্যান্ডের হাডহিটার জস বাটলারের নামটি রয়েছে। সুপার টুয়েলভে এই তারকা স্ট্রোকমেকার ৫ ম্যাচ খেলে ২৪০ রান করেছেন।
চারিত আছালঙ্কা
শ্রীলঙ্কার ব্যাটার চারিত আছালঙ্কা এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দারুণ ব্যাটিং করেছেন।এই ব্যাটার ৬ ম্যাচ খেলে ২৩১ রান করেছেন।
ডেভিড উইজি
নামিবিয়ার ব্যাটার ডেভিড উইজি সুপার টুয়েলভের সেরা পাঁচ ব্যাটারের তালিকায় রয়েছেন।এই ব্যাটার সুপার টুয়েলভে ৮ ম্যাচ খেলে ২২৭ রান করেন।
পাতুন নিশাঙ্কা
শ্রীলঙ্কার ব্যাটার পাতুন নিশাঙ্কা সুপার টুয়েলভের সেরা পাঁচ ব্যাটারের তালিকায় রয়েছেন।এই ব্যাটার সুপার টুয়েলভে ৮ ম্যাচ খেলে মোট ২২১ রান সংগ্রহ করেন।
সুপার টুয়েলভের সেরা পাঁচ বোলার
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের আগে স্পিনাররা উইকেট থেকে এডভান্টেজ পাবেন বলে যে ধারণা করা হয়েছিল খেলা মাঠে গড়ানোর পর সেটি অনেকাংশেই বাস্তব হয়েছে। এবং সুপার টুয়েলভের সেরা বোলারদের তালিকায় স্পিনারের আধিক্য দৃশ্যমান। এখানে সুপার টুয়েলভের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান তুলে ধরছি।
ওয়ানিন্দু হাসারাঙ্গা
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তারকা লংকান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।হাসারাঙ্গা সুপার টুয়েলভে ৮ ম্যাচ খেলে ১৬টি উইকেট নেন।
এডাম জাম্পা
সুপার টুয়েলভের শীর্ষ উইকেটশিকারি বোলারের মধ্যে অষ্ট্রেলিয়ার লেগস্পিনার এডাম জাম্পার নাম রয়েছে।এই তারকা লেগস্পিনার ৫ ম্যাচ খেলে ১১টি উইকেট নেন।
ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট সুপার টুয়েলভে দারুণ বোলিং করেছেন ।এই পেসার ৫ ম্যাচ খেলে মোট ১১টি উইকেট শিকার করেন।
সাকিব আল হাসান
সুপার টুয়েলভের সেরা পাঁচ বোলারের তালিকায় বাংলাদেশের তারকা স্পিনার সাকিব আল হাসানের নামটিও রয়েছে। সাকিব ৬ ম্যাচ খেলে মোট ১১টি উইকেট নেন।
ডোয়াইন প্রিটোরিয়াস
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। প্রিটোরিয়াস ৫ ম্যাচ খেলে মোট ৯টি উইকেট শিকার করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন