টি২০ বিশ্বকাপে ব্যাটেবলে সেরা দশ
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অষ্ট্রেলিয়া।অবশ্য এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাটবলের লড়াইয়ে অষ্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানও বেশ ভালো করেছে। যদিও শেষ হাসি হেসেছে অষ্ট্রেলিয়া। আসুন দেখে নিই এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে সেরা দশ ব্যাটার ও বোলারের পরিসংখ্যান।
টি২০ বিশ্বকাপের সেরা দশ ব্যাটার
২০২১ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ফ্ল্যাট উইকেট ব্যাটারদের জন্য বেশ সুবিধাজনক ছিল বলা যায়। এবং এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের পরিসংখ্যান দেখলে বোঝা যায় তাঁরা বেশ সাবলিলভাবে ব্যাটিং করেছেন।তবে একটি বিষয় লক্ষণীয় ছিল যে এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের মন্থর ও স্পিনসহায়ক উইকেটে ভালো টেকনিকের ব্যাটাররা বেশি সাবলিল ছিলেন। এখানে ২০২১ টি২০ বিশ্বকাপের সেরা দশ ব্যাটারের পরিসংখ্যান তুলে ধরছি।
বাবর আজম
এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম।এই ব্যাটার ৬ ম্যাচ খেলে মোট ৩০৩ রান সংগ্রহ করেন।
ডেভিড ওয়ার্নার
এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার শিরোপা জয়ে বামহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার দারুণ ভূমিকা পালন করেন।এই তারকা ব্যাটার তাঁর অসাধারণ ক্লাশ ও টেকনিক দিয়ে স্লো উইকেটে ব্যাটিং করেও ৭ ম্যাচে ২৮৯ রান সংগ্রহ করেন।
মোহাম্মদ রিজওয়ান
এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন।এই চৌকস ব্যাটার ৬ ম্যাচ খেলে মোট ২৮১ রান সংগ্রহ করেন।
জস বাটলার
ইংল্যান্ডের মারকুটে ওপেনার জস বাটলার এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে চমৎকার ব্যাটিং করেন।এই ব্যাটার ৬ ম্যাচ খেলে ২৬৯ রান করেন।
চারিত আছালঙ্কা
শ্রীলঙ্কার ব্যাটার চারিত আছালঙ্কা এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন।এই ব্যাটার ৬ ম্যাচ খেলে মোট ২৩১ রান সংগ্রহ করেন।
ডেভিড উইজি
এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার ব্যাটার ডেভিড উইজি ব্যাট হাতে চমক দেখান।এই ব্যাটার ৮ ম্যাচ খেলে ২২৭ রান সংগ্রহ করেন।
পাতুন নিশাঙ্কা
২০২১ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সফল ব্যাটারদের মধ্যে পাতুন নিশাঙ্কা অন্যতম।নিশাঙ্কা এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে মোট ২২১ রান সংগ্রহ করেন।
কেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে যাওয়ার ক্ষেএে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিংয়ের দারুণ ভূমিকা রয়েছে।এই তারকা ব্যাটার ৭ ম্যাচ খেলে মোট ২১৬ রান সংগ্রহ করেন।
ডারেল মিচেল
নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ডারেল মিচেল এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে চমৎকার ব্যাটিং করেন।এই ব্যাটার ৭ ম্যাচ খেলে মোট ২০৮ রান সংগ্রহ করেন।
মার্টিন গাপটিল
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ ব্যাটারের মধ্যে নিউজিল্যান্ডের মারকুটে ওপেনার মার্টিন গাপটিল অন্যতম।এই ওপেনার ৭ ম্যাচ খেলে মোট ২০৮ রান সংগ্রহ করেন।
টি২০ বিশ্বকাপের সেরা দশ বোলার
যদিও বিশ্বকাপ শুরুর আগে ধারণা করা হয়েছিল যে এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা বেশি সফলতা পাবেন তবে বিশ্বকাপ সমাপ্তির পর দেখা গেছে শেষপর্যন্ত স্পিনার ও পেসার উভয় ধরণের বোলারই এবার ভালো করেছেন।তবে এবার সুইং বোলার ও লেগস্পিনাররা উইকেট শিকারে বেশি সফল ছিলেন। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
ওয়ানিন্দু হাসারাঙ্গা
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।এই বোলার ৮ ম্যাচে ১৬টি উইকেট শিকার করেন। উল্লেখ্য হাসারাঙ্গা এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে একটি হ্যাটট্রিকও করেন।
এডাম জাম্পা
এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার শিরোপা জয়ে লেগস্পিনার এডাম জাম্পার বিশেষ ভূমিকা ছিল।এই তারকা লেগস্পিনার ৭ ম্যাচ খেলে মোট ১৩টি উইকেট নেন।
ট্রেন্ট বোল্ট
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলারের তালিকায় নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের নামটি রয়েছে।এই তারকা পেসার ৭ ম্যাচ খেলে মোট ১৩টি উইকেট নেন।
সাকিব আল হাসান
এবার টিটুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলীয় পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও টাইগার স্পিনার সাকিব আল হাসান বল হাতে বেশ সফল ছিলেন।এই তারকা বোলার ৬ ম্যাচ খেলে ১১টি উইকেট নেন।
মার্ক হার্জেলউড
অষ্ট্রেলিয়ার এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে পেসার মার্ক হার্জেলউড দারুণ ভূমিকা পালন করেন।এই তারকা পেসার ৭ ম্যাচ খেলে মোট ১১টি উইকেট শিকার করেন।
এনরিক নরকিয়া
দক্ষিণ আফ্রিকার গতিতারকা এনরিক নরকিয়া এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলারের তালিকায় রয়েছেন।এই পেসার ৫ ম্যাচ খেলে মোট ৯টি উইকেট নেন।
শাদাব খান
পাকিস্তানের তারকা স্পিনার শাদাব খান এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে অসাধারণ বোলিং করেছেন। শাদাব খান ৬ ম্যাচ খেলে ৯টি উইকেট নেন।
আদিল রশিদ
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলারের তালিকায় ইংল্যান্ডের তারকা লেগস্পিনার আদিল রশিদের নামটিও রয়েছে।এই বোলার ৬ ম্যাচ খেলে মোট ৯টি উইকেট শিকার করেন।
ডোয়াইন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াস এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপে চমৎকার বোলিং করেন।এই পেসার ৫ ম্যাচ খেলে ৯টি উইকেট নেন।
জস ডেভি
এবারের ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা দশ বোলারের মধ্যে স্কটল্যান্ডের জস ডেভি অন্যতম।এই বোলার ৫ ম্যাচ খেলে মোট ৯টি উইকেট নেন।