প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের বদৌলতে ক্রিকেট ব্যাটিংয়ে যেমন নতুনত্ব এসেছে তেমনি ব্যাটসম্যানদের জন্য বেশকিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এখানে স্টাইকরেট,খুব কম বল খেলার সুযোগ ইত্যাদি ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জ তৈরি করেছে।ফলে টিটুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের নিয়ে ক্রিকেটামোদী ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্ৰহ দেখা যায়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এশিয়ার সেরা (রান বিবেচনায়) টিটুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এছাড়া এশিয়ার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষ দশে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের এক বা একাধিক ব্যাটসম্যানের নাম রয়েছে। আসুন এখানে এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের পরিসংখ্যান দেখে নিই।
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যান
এশিয়ার ক্রিকেটের অন্যতম এক বৈশিষ্ট্য হচ্ছে এখানে তারকা ব্যাটসম্যানদের ছড়াছড়ি দেখা যায়।কারণ এখানে উইকেট ব্যাটিং সহায়ক। টিটুয়েন্টি ক্রিকেটেও এশিয়ার ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ের নজির রয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
বিরাট কোহলি
এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি রানের মালিক ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। উল্লেখ্য বিরাট কোহলি এই মুহূর্তে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বিশ্বের সবচেয়ে সেরা (সর্বাধিক রান) ব্যাটসম্যান। কোহলি ইতিমধ্যে ৯০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩১৫৯ রান করেছেন।
রোহিত শর্মা
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এশিয়ার সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় রোহিত শর্মার নামটি রয়েছে। রোহিত শর্মা ইতিমধ্যে ১০২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৯৩৯ রান করেছেন।
মোহাম্মদ হাফিজ
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের নাম রয়েছে। মোহাম্মদ হাফিজ ইতিমধ্যে ১১৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৪২৯ রান করেছেন।
শোয়েব মালিক
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় পাকিস্তানের শোয়েব মালিকের নাম রয়েছে। শোয়েব মালিক ইতিমধ্যে ১১৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রান ২৩৩৫।
বাবর আজম
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় পাকিস্তানের বাবর আজমের নামটিও রয়েছে।বাবর ইতিমধ্যে ৬১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২২০৪ রান করেছেন।
মোহাম্মদ শেহজাদ
এশিয়ার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের নামটি রয়েছে।এই তারকা টিটুয়েন্টি ব্যাটসম্যান ইতিমধ্যে ৬৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৯৩৬ রান করেছেন।
তিলকেরত্নে দিলসান
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় শ্রীলঙ্কার সাবেক মারকুটে ব্যাটসম্যান তিলকেরত্নে দিলসানের নামটিও রয়েছে।দিলসান ৮০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৮৮৯ রান সংগ্রহ করেন।
মাহমুদুল্লাহ রিয়াদ
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের বর্তমান টিটুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নামটিও রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যে ১০২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৭৭১ রান করেছেন।
সাকিব আল হাসান
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামটিও এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় রয়েছে। সাকিব আল হাসান ইতিমধ্যে ৮৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ১৭৬৩।
শিকর ধাওয়ান
এশিয়ার সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় ভারতের বাঁহাতি ওপেনার শিকর ধাওয়ানের নামটিও রয়েছে। শিকর ধাওয়ান ইতিমধ্যে ৬৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৭৫৯ রান করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন