প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টিটুয়েন্টি ক্রিকেট।২০ ওভারের এই ক্রিকেটে ব্যাটারদের(ব্যাটসম্যান) জন্য বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে।বিশেষত এখানে উইকেটে বসে থেকে খেলার সুযোগ নেই। বরং টিটুয়েন্টি ক্রিকেটে শুরু থেকেই মেরে খেলতে হয়।আর এরফলে এই ফরম্যাটে স্টাইকরেট,চার-ছক্কার হিসেব জরুরি। এছাড়া টিটুয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির সুযোগ সীমিত তাই এখানে গুরুত্বপূর্ণ এক ফিগার হাফসেঞ্চুরি।আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রূপকার ভারতের বিরাট কোহলি (২৯টি)।যদিও মজার বিষয় হলো এই ব্যাটিং লিজেন্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও কোন টিটুয়েন্টি সেঞ্চুরি নেই। আসুন আন্তর্জাতিক টিটুয়েন্টির সর্বাধিক হাফসেঞ্চুরিয়ানদের পরিসংখ্যান দেখে নিই।
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক হাফসেঞ্চুরি
টিটুয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের বেশ হাত খুলে খেলতে হয়।কারণ সীমিত ওভারের (২০) জন্য এখানে উইকেটে থিতু হওয়ার খুব বেশি সুযোগ নেই।তাই টিটুয়েন্টি ক্রিকেটে প্রতিদিন সেঞ্চুরির দেখা পাওয়া যায় না।আর এসব কিছু বিবেচনায় টিটুয়েন্টি ক্রিকেটে হাফসেঞ্চুরির পরিসংখ্যান তুলনামূলকভাবে বেশি লম্বা। আসুন আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের পরিসংখ্যান দেখে নিই।
বিরাট কোহলি
ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটারদের একজন বিরাট কোহলি। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটেও তাঁর অনন্য ব্যাটিংশৈলির ছাপ রয়েছে। বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যরিয়ারে দৃষ্টি দিলে দেখা যায় এই বিশ্বসেরা ব্যাটার ইতিমধ্যে ৯১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ২৯।
রোহিত শর্মা
আন্তর্জাতিক টিটুয়েন্টির সবচেয়ে সফল ব্যাটারদের একজন ভারতের রোহিত শর্মা। ইতিমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা ওপেনার। আবার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক হাফসেঞ্চুরিয়ানের তালিকায়ও এই ব্যাটার উপরের দিকে রয়েছেন। রোহিত শর্মা ইতিমধ্যে ১১২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২২টি হাফসেঞ্চুরি করেছেন।
বাবর আজম
এই সময়ের আন্তর্জাতিক টিটুয়েন্টির সফল ব্যাটারদের একজন পাকিস্তানের বাবর আজম। এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন এই তারকা ওপেনার। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরিয়ানের তালিকার শীর্ষ দশে বাবর আজমের নাম রয়েছে।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ৬৪টি ম্যাচ খেলে ২২টি হাফসেঞ্চুরি করেছেন।
ডেভিড ওয়ার্নার
টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ব্যাটারদের একজন ডেভিড ওয়ার্নার।এই অসি ওপেনার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক হাফসেঞ্চুরিয়ানের তালিকার শীর্ষ দশে রয়েছেন।ডেভিড ওয়ার্নার ইতিমধ্যে ৮৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৯টি হাফসেঞ্চুরি করেছেন।
পল স্টারলিং
আন্তর্জাতিক টিটুয়েন্টির জনপ্রিয় এক ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টারলিং।এই তারকা ব্যাটার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের তালিকায় রয়েছেন।পল স্টারলিং ইতিমধ্যে ৯২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১৯।
মার্টিন গাপটিল
কিউই ওপেনার মার্টিন গাপটিল আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের সফল ব্যাটারদের একজন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটারের একাধিক সেঞ্চুরি রয়েছে।এই মারকুটে ওপেনার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের তালিকায়ও রয়েছেন। গাপটিল ইতিমধ্যে ১০৩ টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১৭।
অ্যারন ফিঞ্চ
অষ্ট্রেলিয়ার মারকুটে ওপেনার অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ফিঞ্চের একাধিক সেঞ্চুরি রয়েছে।এই তারকা ওপেনার ইতিমধ্যে ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট হাফসেঞ্চুরির সংখ্যা ১৫।
ক্রিস গেইল
টিটুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ব্যাটার ক্রিস গেইল আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দশ সর্বাধিক হাফসেঞ্চুরিয়ানের তালিকায় রয়েছেন।এই তারকা ব্যাটার ইতিমধ্যে ৭৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১৪। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে গেইলের ২টি সেঞ্চুরিও রয়েছে।
ব্রেন্ডন ম্যাককালাম
শুধু টিটুয়েন্টি ক্রিকেট নয় ক্রিকেটের সব ফরম্যাটেই মারকুটে ওপেনার হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের খ্যাতি রয়েছে। সাবেক এই কিউই ওপেনার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের মধ্যে অন্যতম।এই ব্যাটার ৭১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১৩। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ম্যাককালামের ২টি সেঞ্চুরি রয়েছে।
কে এল রাউল
ভারতের এই সময়ের জনপ্রিয় ব্যাটারদের অন্যতম কে এল রাউল।এই স্টাইলিশ ব্যাটার আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ দশ হাফসেঞ্চুরিয়ানের তালিকায় রয়েছেন।কে এল রাউল ইতিমধ্যে ৫০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর হাফসেঞ্চুরির সংখ্যা ১৩। উল্লেখ্য কে এল রাউল আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ২টি সেঞ্চুরিও করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন