প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ ১৭ অক্টোবর অর্থাৎ আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে। ইতিমধ্যে সবগুলো টিম টিটুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নির্ধারিত ভেন্যুতে পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলছে। বাংলাদেশ টিম ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের প্রস্তুতি সেড়ে নিচ্ছে। এবার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার পালা। উল্লেখ্য এবারের আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আসুন দেখে নিই ২০২১ টিটুয়েন্টি বিশ্বকাপের ম্যাচসূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর। আসুন দেখে নিই ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানকারী ব্যাটারদের পরিসংখ্যান।
১. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ৩১ ম্যাচে -১০১৬ রান।
২.ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ২৮ ম্যাচ - ৯২০ রান।
৩.তিলকেরত্নে দিলসান (শ্রীলঙ্কা) -৩৫ ম্যাচ - ৮৯৭ রান।
৪.বিরাট কোহলি (ভারত)- ১৬ ম্যাচ - ৭৭৭ রান।
৫.এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) -৩০ ম্যাচ-৭১৭ রান।
টিটুয়েন্টি বিশ্বকাপের সেরা বোলার
আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এমন পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
১.সাকিব আল হাসান (বাংলাদেশ) -২৮ ম্যাচ-৩৯ উইকেট।
২.শাহিদ আফ্রিদি (পাকিস্তান) -৩৪ ম্যাচ - ৩৯ উইকেট।
৩.লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) -৩১ ম্যাচ -৩৮ উইকেট।
৪.সাঈদ আজমল (পাকিস্তান) -২৩ ম্যাচ -৩৬ উইকেট।
৫.অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)- ২১ ম্যাচ -৩৫ উইকেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন