প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের কিছু সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরছি।
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ' অফিসার' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ : অফিসার
পদসংখ্যা : ২০০
যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্মাতক ডিগ্রি।
বেতন : ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা
বয়স : ২০২০ সালের ২৫ মার্চ তারিখ হিসেবে বয়স ১৮ - ৩০ বছর।তবে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর
আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://erecruitment.bb.org.bd)
আবেদনের শেষ তারিখ : ২১ অক্টোবর,২০২১
সূত্র : যুগান্তর অনলাইন
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডে নিয়োগ
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : মেকানিক ওয়েল্ডার,টার্নার ইত্যাদি পদ।
পদসংখ্যা : ১৪৯
যোগ্যতা : পদভেদে এসএসসি / এসএসসি(ভোকেশনাল)
বেতন : পদভেদে বেতনস্কেল (৮,৮০০ - ২১,৩১০) থেকে (৯,৭০০ - ২৩,৪৯০)
বয়স : ২৫ মার্চ,২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( http://bgfcl.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ : ১৫ ডিসেম্বর,২০২১
সূত্র : প্রথম আলো অনলাইন
শাহজালাল ইসলামী ব্যাংকে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ' ট্রেইনি অফিসার ' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : ট্রেইনি অফিসার
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ/ অ্যারাবিক প্রভৃতি বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি। এছাড়া বাংলা , ইংরেজি,আরবি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে।বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বয়স : ১৫ অক্টোবর,২০২১ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর,২০২১
সূত্র : বিডিজবস ডটকম
ইলেকট্রোমার্ট লিমিটেডে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় কোম্পানী ইলেকট্রোমার্ট লিমিটেডে কিছু পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : ইনচার্জ (শোরুম), এক্সিকিউটিভ (শোরুম সেলস)
যোগ্যতা : প্রথম পদের ক্ষেএে যেকোন বিষয়ে স্মাতক ডিগ্রি(তবে স্মাতকোওর/এমবিএ অগ্ৰাধিকার) এবং দ্বিতীয় পদের ক্ষেএে স্মাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : প্রথম পদের ক্ষেএে ৫ বছরের অভিজ্ঞতা এবং দ্বিতীয় পদের ক্ষেএে ১-২ বছরের অভিজ্ঞতা।
বয়স : প্রথম পদের ক্ষেএে সর্বোচ্চ ৩৬ বছর এবং দ্বিতীয় পদের ক্ষেএে সর্বোচ্চ ২৫ বছর
আবেদন প্রক্রিয়া : অনলাইন(ইমেইল career@electromartltd.com.bd)
আবেদনের শেষ তারিখ : ১২ অক্টোবর,২০২১
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন