প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এখন দেশের ক্রিকেটে সবচেয়ে সফল টিটুয়েন্টি দলনেতা। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টিটুয়েন্টি সিরিজে রিয়াদ বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়েন।এর আগে দেশের সবচেয়ে সফল টিটুয়েন্টি অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাহমুদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ টিটুয়েন্টি ক্রিকেটে দারুণ কিছু সাফল্য পেয়েছে(অসিদের বিপক্ষে সিরিজজয় অন্যতম) এবং আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপেও এই তারকা অলরাউন্ডার বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের শীর্ষ টিটুয়েন্টি অধিনায়ক
বাংলাদেশের টিটুয়েন্টি ক্রিকেট ইতিমধ্যে সাতজন অধিনায়ক পেয়েছে। বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়ক হিসেবে উল্লেখযোগ্য হচ্ছেন মোঃ আশরাফুল,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।তবে এদের সবার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের সাফল্যের হার সবচেয়ে বেশি। রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ মোট ২৪ টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১২টিতে জয় পেয়েছে।এর আগে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ টিম ১০টি টিটুয়েন্টি ম্যাচ জিতেছিল। এছাড়া মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ৮টি টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। সাকিবের ক্যাপ্টেনসিতে বাংলাদেশ ৭টি টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টিম ২টি টিটুয়েন্টি ম্যাচে জয় পেয়েছে।
শীর্ষ পাঁচ টিটুয়েন্টি অধিনায়ক
টিটুয়েন্টি ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে ছোট আন্তর্জাতিক সংস্করণ । এবং ক্রিকেটীয় উওেজনা, ধুন্ধুমার ব্যাটবলের লড়াই ইত্যাদি বিবেচনায় ক্রিকেটের এই ছোট সংস্করণ ইতিমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবং ২০ ওভারের ক্রিকেটে যেখানে খুব দ্রুততম সময়ে খেলায় অবতীর্ণ হতে হয় সেক্ষেত্রে একজন অধিনায়ককে এখানে বেশ কঠিন দায়িত্ব পালন করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টিটুয়েন্টি ক্রিকেটে 'ডু ওর ডাই' সিচুয়েশন থেকে একজন অধিনায়ককে বেষ্ট ফর্মুলা নির্ধারণ করতে হয়।আর এসবকিছু বিবেচনায় ক্রিকেটের এই ছোট ফরম্যাটের অধিনায়কত্ব সর্বদা খেলাটির এক আলোচিত চরিএ হিসেবে চিহ্নিত হয়েছে। টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন পাঁচ অধিনায়কের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
এম এস ধোনি
টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ভারতের সাবেক তারকা অধিনায়ক এম এস ধোনি।ধোনির নেতৃত্বে ভারত ৭২ টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪১টিতে জয় পেয়েছে।
এউইন মরগান
টিটুয়েন্টি ক্রিকেটের সফল অধিনায়কদের মধ্যে এউইন মরগান অন্যতম।ইংল্যান্ডের টিটুয়েন্টি ক্যাপ্টেন এউইন মরগানের নেতৃত্বে ইংলিশরা ৬৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৭টিতে জয় পেয়েছে।
উইলিয়াম পোটারফিল্ড
আয়ারল্যান্ডের টিটুয়েন্টি অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড ৫৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন যেখানে ২৬টি ম্যাচে আয়ারল্যান্ড দল জয়ী হয়েছে।
আজগর স্টানিকজাই
আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেয়ার ক্ষেএে আফগানিস্তানের আজগর স্টানিকজাই ( আজগর আফগান) চতুর্থ অবস্থানে রয়েছেন।আজগর ৫২টি টিটুয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন যেখানে ৪২টি ম্যাচে তাঁর দল জয়ী হয়েছে।
অ্যারন ফিঞ্চ
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার ক্ষেএে অষ্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।ফিঞ্চ মোট ৪৯টি টিটুয়েন্টি ম্যাচে অসিদের নেতৃত্ব দিয়েছেন যেখানে ২৩টি ম্যাচে জয়লাভের রেকর্ড রয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন