প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটে এমনিতেই অধিনায়কদের উপর ব্যাপক চাপ থাকে।আর আইপিএলের মত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উওেজনাপূর্ণ ফ্রাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব নিশ্চয় আরো বেশি চ্যালেঞ্জিং।কারণ আইপিএলে একজন অধিনায়ককে বহুমাত্রিক চাপ মোকাবেলা করতে হয়। একদিকে ফ্রাঞ্চাইজির চাপ অন্যদিকে সমর্থকদের তুমুল উত্তেজনার মধ্যেই এখানে একজন ক্যাপ্টেনকে নেতৃত্ব দিতে হয়।আর এসব কিছু বিবেচনায় বলা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মত টিটুয়েন্টি লিগে ক্যাপ্টেনসি সত্যিই বিশাল চ্যালেঞ্জের বিষয়। আজকের আলোচনায় আইপিএলের সফল ক্যাপ্টেনদের বিভিন্ন রেকর্ড পরিসংখ্যান দেখে নেব।
আইপিএলে ক্যাপ্টেনদের যত চ্যালেঞ্জ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমনিতেই টিটুয়েন্টি লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি উওেজনাপূর্ণ।ফলে এখানে একজন ক্যাপ্টেনের জন্য মূল কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং। আসুন দেখে নিই আইপিএলে ক্যাপ্টেনদের বিভিন্ন চ্যালেঞ্জের স্বরূপ।
মাঠের বাইরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আইপিএলের মত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিটুয়েন্টি লিগে দর্শক ও ফ্রাঞ্চাইজির বিভিন্ন চাপ মাথায় রেখে একজন অধিনায়ককে একাদশ নির্বাচন,টিম কম্বিনেশন,টস ,ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার ইত্যাদি নির্ধারণ করতে হয়। ফলে আইপিএলে একজন ক্যাপ্টেনকে যথেষ্ট বিচক্ষণ হতে হয়।
মাঠের নেতৃত্ব
আইপিএলে প্রতিপক্ষের দুর্বলতা বোঝে সঠিক সময়ে সঠিক ব্যাটিং অর্ডার , বোলিং অর্ডার নির্বাচন একজন ক্যাপ্টেনকে করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আইপিএলের মত জনপ্রিয় টিটুয়েন্টি লিগে একজন অধিনায়ককে টিমের গেমপ্লেন নির্ধারণ ও সেটি বাস্তবায়নে মূল নেতৃত্ব দিতে হয়।
বিচক্ষণ সিদ্ধান্ত
আইপিএলের মত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিটুয়েন্টি লিগে একটি ওভার কিংবা একটি বল অনেক ক্ষেত্রে ম্যাচের জয় পরাজয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে।ফলে এখানে একজন ক্যাপ্টেনকে যথেষ্ট বিচক্ষণ হতে হয়। আইপিএলের ইতিহাসে সফল ক্যাপ্টেনদের দিকে তাকালে দেখা যায় তারা প্রত্যেকেই মাঠের সিদ্ধান্ত নিতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা কিংবা চেন্নাইয়ের ক্যাপ্টেন এম এস ধোনির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
আইপিএলের সফল ক্যাপ্টেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিটুয়েন্টি লিগে একজন অধিনায়ককে বিভিন্ন ধরণের চাপ মেনে দায়িত্ব পালন করতে হয়।কারণ এখানে মাঠের মূল লড়াইয়ে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাপ্টনকেই নিতে হয়।টস,একাদশ নির্বাচন থেকে ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার সবকিছুই একজন ক্যাপ্টনকে নির্ধারণ করতে হয়।ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মত জনপ্রিয় টিটুয়েন্টি লিগে নেতৃত্ব একটি কঠিন বিষয় হিসেবে বিবেচিত হয়। তাছাড়া এখানে মাঠের প্রতিটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেএে একজন অধিনায়ককে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হয়। আসুন দেখে নিই আইপিএলের সফল ক্যাপ্টেনদের পরিসংখ্যান।
রোহিত শর্মা
রোহিত শর্মা আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স মোট পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে।
এম এস ধোনি
আইপিএলের নেতৃত্বে সবচেয়ে সফল ক্যাপ্টেনদের মধ্যে এম এস ধোনির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মোট তিনবার আইপিএল শিরোপা জয় করে।
গৌতম গম্ভীর
আইপিএলের সফল ক্যাপ্টেনদের তালিকায় গৌতম গম্ভীরের নামটিও রয়েছে। গম্ভীরের নেতৃত্বে কেকেআর দুইবার আইপিএল জয় করে।
শেন ওয়ার্ন
আইপিএল অধিনায়ক হিসেবে শেন ওয়ার্ন সফলতা দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে রাজস্থান রয়্যালস ২০০৮ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়।
এডাম গিলক্রিস্ট
সাবেক অসি ওপেনার এডাম গিলক্রিস্ট আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। তাঁর নেতৃত্বে ২০০৯ সালে ডেকান চার্জার্স আইপিএল জয় করে।
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার আইপিএল অধিনায়ক হিসেবে সফলতা পেয়েছেন। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে চ্যাম্পিয়ন হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন