প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় লিগ সিপিএলের ২০২১ সালের আসর শেষ হলো। এবার সিপিএলে শিরোপা জিতেছে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স। ফাইনালে সেন্ট লুসিয়া কিংসকে পরাজিত করে ডোয়াইন ব্রাভোর নেতৃত্বাধীন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স চ্যাম্পিয়ন হয় । উল্লেখ্য সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্সে এবার ক্রিস গেইল,ফ্যাবিয়ান এলেন,ডোয়াইন ব্রাভো,এভিন লুইসের মত তারকারা খেলেছেন। আসুন দেখে নিই এবারের সিপিএলের সেরা ব্যাটসম্যান ও বোলারদের পরিসংখ্যান।
এবারের সিপিএলের সেরা ব্যাটসম্যান
এবারের সিপিএলে ব্যাট বলের ধুন্ধুমার লড়াই দর্শকদের আনন্দ দিয়েছে।যদিও করোনার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হয়েছে তবু এবারের সিপিএলেও চার ছক্কার ফুলঝুরি প্রতি ম্যাচেই দেখা গেছে। সিপিএলের এবারের আসরের সেরা পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
রোষ্টন চেজ
২০২১ সালের সিপিএলে সেরা ব্যাটসম্যান ছিলেন রোষ্টন চেজ।এই অভিজ্ঞ ক্রিকেটার ১২ ম্যাচ খেলে মোট ৪৪৬ রান সংগ্রহ করেন।এর সাথে চেজের ৪টি ফিফটিও ছিল।
এভিন লুইস
এভিন লুইস এবার সিপিএলের শিরোপাজয়ী দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্সকে ব্যাট হাতে দারুণ সহায়তা করেছেন।লুইস ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩ফিফটিসহ মোট ৪২৬ রান সংগ্রহ করেন।
টিম ডেভিড
এবারের সিপিএলে ব্যাট হাতে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন সেন্ট লুসিয়া কিংসের টিম ডেভিড।এই ব্যাটসম্যান ১২ ম্যাচ খেলে ১টি ফিফটিসহ মোট ২৮২ রান সংগ্রহ করেন।
ফাফ ডু প্লেসিস
ফাফ ডু প্লেসিস এবার সিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন।এই তারকা ব্যাটসম্যান ৯ ম্যাচ খেলে মোট ২৭৭ রান করেন। এছাড়া ডু প্লেসিস ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটি করেছেন।
কলিন মুনরো
২০২১ সিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যানের অন্যতম হলেন কলিন মুনরো।মুনরো এবারের সিপিএলে মোট ১১ ম্যাচ খেলে ২টি ফিফটিসহ ২৬৭ রান সংগ্রহ করেন।
এবারের সিপিএলের সেরা বোলার
সিপিএলে সাধারণত চার ছক্কার ঝনঝনানি থাকে ফলে বোলারদের জন্য এটি এক চ্যালেঞ্জিং ক্ষেএ।তবু যথারীতি এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও বেশকজন বোলার বল হাতে সাফল্য পেয়েছেন। এছাড়া এবারের সিপিএলে বল হাতে তরুণদের পাশাপাশি বেশকজন অভিজ্ঞ বোলার সাফল্য পেয়েছেন।২০২১ সিপিএলের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
রবি রামপাল
অভিজ্ঞ উইন্ডিজ পেসার রবি রামপাল এবারের সিপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। রামপাল ১০ ম্যাচ খেলে মোট ১৯টি উইকেট নেন।
রোমারিও শেফার্ড
রোমারিও শেফার্ড এবার সিপিএলে দারুণ বোলিং করেছেন।এই তারকা বোলার ৯ম্যাচ খেলে মোট ১৮টি উইকেট নেন।
ওডেন স্মিথ
ওডেন স্মিথ এবারের সিপিএলের অন্যতম সেরা বোলার ছিলেন।ওডেন স্মিথ এবারের সিপিএলে ১১ম্যাচ খেলে ১৮টি উইকেট নেন।
ডমিনিক ড্রেকস
এবারের সিপিএলের শিরোপাজয়ী দলের অন্যতম সেরা বোলার ছিলেন ডমিনিক ড্রেকস।ড্রেকস মোট ১১ ম্যাচ খেলে ১৬টি উইকেট নেন।
মিগায়েল প্রিটোরিয়াস
মিগায়েল প্রিটোরিয়াস ১০ ম্যাচ খেলে এবারের সিপিএলে মোট ১৬টি উইকেট নেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন