WHAT'S NEW?
Loading...

মাহমুদুল্লাহ এখন দেশের সফলতম টিটুয়েন্টি ব্যাটসম্যান

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের বর্তমান টিটুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজের সাফল্যের পালে নতুন একটি রেকর্ড যুক্ত করলেন। দেশের টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের রান এখন সবচেয়ে বেশি।কুল ফিনিশার হিসেবে পরিচিত মাহমুদুল্লাহ বাংলাদেশের সবচেয়ে সফল টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। এবার রান সংগ্রহের দিক থেকে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দেশসেরা হলেন এই চৌকস ব্যাটসম্যান।


মাহমুদুল্লাহর টিটুয়েন্টি ক্যারিয়ার



বাংলাদেশের টিটুয়েন্টি অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ ইতিমধ্যে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দেশের মাটিতে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজে জয়লাভ করেছে।এর পাশাপাশি তাঁর নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বেশি টিটুয়েন্টি ম্যাচ জিতেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে টিটুয়েন্টি ক্রিকেটে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।এই দেশসেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানের টিটুয়েন্টি ক্যারিয়ার চিএ এখানে তুলে ধরছি।


মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যে ১০২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর রান সংখ্যা ১৭৭০। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটসম্যানের ৫টি ফিফটি রয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ৬৪ রানের। এসবের সাথে দেশের হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে ৩৩টি মূল্যবান উইকেটও নিয়েছেন এই তারকা ক্রিকেটার।


বাংলাদেশের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যান


বাংলাদেশের টিটুয়েন্টি ব্যাটিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনার মধ্যেও ইনডিভিজুয়াল রেকর্ড বিবেচনায় এখানে বেশকজন সফল ব্যাটসম্যান রয়েছেন।বাংলাদে‌শের টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম,সৌম্য সরকারের নাম বিশেষভাবে স্মরণযোগ্য। বাংলাদেশের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


মাহমুদুল্লাহ রিয়াদ


এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল টিটুয়েন্টি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।তিনি বাংলাদেশের হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক (১৭৭০ রান)।


সাকিব আল হাসান


বাংলাদেশের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে সাকিব আল হাসান অন্যতম।এই তারকা ব্যাটসম্যান ইতিমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ১৭৬৩ রান করেছেন।


তামিম ইকবাল


দেশসেরা ওপেনার তামিম ইকবাল টিটুয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা রান সংগ্রাহক।এই বাঁহাতি ওপেনার ইতিমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ১৭০১ রান করেছেন।



মুশফিকুর রহিম


মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত।এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের আন্তর্জাতিক টিটুয়েন্টি রান বর্তমানে ১৩২১।


সৌম্য সরকার


সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যান হিসেবে পরিচিত।এই স্টাইলিশ ওপেনার ইতিমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ১১০৯ রান করেছেন।


সাব্বির রহমান


সাব্বির রহমান ব্যাট হাতে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বেশ সফলতা পেয়েছেন।এই ব্যাটসম্যান দেশের হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে ৯৪৬ রান সংগ্রহ করেন।



লিটন দাস


লিটন দাস টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন।এই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ইতিমধ্যে ৭১১ রান করেছেন।


মোহাম্মদ নাঈম


মোহাম্মদ নাঈম বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান তরুণ ওপেনার হিসেবে পরিচিত।এই বাঁহাতি ওপেনার ইতিমধ্যে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ৫৭০ রান করেছেন।


মোঃ আশরাফুল


মোঃ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে একসময় বড় আইকন ছিলেন।এই তারকা ব্যাটসম্যান    বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মোট ৪৫০ রান করেন।


মাশরাফি বিন মুর্তজা


বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন। মাশরাফি আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মোট ৩৭৭ রান সংগ্রহ করেন।