প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস।এই দিনে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি।
রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিকর্ম
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের পরিচয় এখানে তুলে ধরছি।
রবীন্দ্রনাথের জীবনকাল
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭মে ১৮৬১; বাংলা ২৫ বৈশাখ ১২৬৮
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ৭ আগষ্ট ১৯৪১; বাংলা ২২ শ্রাবণ ১৩৪৮
পারিবারিক উপাধি
রবীন্দ্রনাথ ঠাকুর পিরালি ব্রাম্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।তাদের পারিবারিক উপাধি ছিল কুশারি।
রবীন্দ্রনাথ প্রথম ইংল্যান্ডে যান
রবীন্দ্রনাথ ঠাকুর মাএ সতেরো বছর বয়সে প্রথম ইংল্যান্ডে (১৮৭৮) যান।
রবীন্দ্রনাথের উপাধি
কবিগুরু, গুরুদেব,বিশ্বকবি
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫২টি কাব্যগ্ৰন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ বলাকা,সোনারতরী,চিএা, গীতাঞ্জলি ।
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩টি উপন্যাস রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস যথাক্রমে চোখের বালি,যোগাযোগ,চারঅধ্যায়,শেষের কবিতা,গোরা ।
রবীন্দ্রনাথের গীতিকাব্য
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গীতিকাব্য গীতবিতান। তাঁর গানে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত,কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত,বাংলা লোকসঙ্গীত, ইংরেজি ব্যালাড ও স্কটিস লোকগীতির ব্যবহার রয়েছে।
রবীন্দ্র ছোটগল্প
রবীন্দ্রনাথ ঠাকুর ৯৫টি ছোটগল্প রচনা করেন। তাঁর বিখ্যাত ছোটগল্প গ্ৰন্থের নাম সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোটগল্প যথাক্রমে নিশীথে,মণিহারা, ক্ষুধিত পাষাণ,নষ্টনীড়, কাবুলিওয়ালা,মুসলমানীর গল্প।
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৩৮টি নাটক রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক যথাক্রমে রক্তকরবী,চিএাঙ্গদা,গোড়ায় গলদ,রাজা,ডাকঘর,তাসের দেশ,কালের যাএা।
রবীন্দ্র প্রবন্ধ
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৩৬টি প্রবন্ধগ্ৰন্থ রচনা করেন। তাঁর প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে সমাজ,রাষ্ট্রনীতি, সাহিত্যতত্ত্ব,ইতিহাস,ভাষা ইত্যাদি। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ যথাক্রমে কালান্তর, ভারতবর্ষ,ইতিহাস, সাহিত্য,শব্দতত্ত্ব,সভ্যতার সংকট,ন্যাশনালিজম,জীবনস্মৃতি ইত্যাদি।
রবীন্দ্র সৃষ্টিকর্মের অনুবাদ
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বিশ্বের বেশকিছু প্রভাবশালী ভাষায় অনূদিত হয়েছে এর মধ্যে ইংরেজি, জার্মান,স্পেনিশ,চীনা ভাষা, জাপানী ভাষা,হিন্দি ভাষা অন্যতম।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকায় আগমন
রবীন্দ্রনাথ ২বার ঢাকায় আসেন।প্রথম ১৮৯৮সালে এবং দ্বিতীয়বার ১৯২৬ সালে।
গ্ৰামউন্নয়নে কৃষিব্যাংক
বাংলার গ্ৰাম উন্নয়নে রবীন্দ্রনাথ প্রথম কৃষিব্যাংক প্রতিষ্ঠা করেন।
গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ 'song offerings' এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক গ্রন্থ যথাক্রমে জীবনস্মৃতি, ছেলেবেলা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন