WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                                    


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের  নতুন কিছু নিয়োগের তথ্য এখানে তুলে ধরা হলো।


সেনাবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটি ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আবেদন করা যাবে ৯ অক্টোবর,২০২১ পর্যন্ত।


কোরের নাম : ৮৮ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স।

যোগ্যতা 


জাতীয় মাধ্যম : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উওীর্ণ।

ইংরেজি মাধ্যম : ও- লেভেলের ৬ টি বিষয়ের মধ্যে ৩টিতে এ-গ্ৰেড ও ৩টিতে বি-গ্ৰেড এবং এ- লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম বি-গ্ৰেড পেয়ে উওীর্ণ ।

এছাড়া ২০২১ সালে এইচএসসি/এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের এসএসসিতে জিপিএ ৫/ও-লেভেলের ৬ বিষয়ের ৩টিতে এ-গ্ৰেড,৩টি বি-গ্ৰেড বা সমমানের ফল থাকতে হবে।


বয়স: ১ জুলাই,২০২২ তারিখে ১৭-২১ বছর।তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের বয়স ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশি


শারীরিক যোগ্যতা 


পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা  ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ,ওজন ৫৪ কেজি(১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার(৩০ ইঞ্চি), প্রসারিত অবস্থায় ০.৮১ মিটার(৩২ ইঞ্চি)।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার ( ৫ফুট ২ ইঞ্চি),ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারিত অবস্থায় ০.৭৬ মিটার (৩০)। 


বেতন-ভাতা


নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://joinbangladesharmy.army.mil.bd)


আবেদনের শেষ তারিখ : ০৯ অক্টোবর,২০২২


সূত্র : প্রথম আলো অনলাইন




বিমানবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদের নাম : বিমানসেনা

যোগ্যতা 


কমপক্ষে এসএসসি পাস। এছাড়াও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

                                                                     






বয়সসীমা : ১৬-২৬

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী


বুকের মাপ : পুরুষ কমপক্ষে ৩০ ইঞ্চি (প্রসারিত ২ ইঞ্চি) । বুকের মাপ : মহিলা কমপক্ষে ২৮ ইঞ্চি ( ২ ইঞ্চি)।

চোখ : ৬/৬

যোগদানের সম্ভাব্য তারিখ : ২৭ মার্চ,২০২২

আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট https://joinairforce.baf.mil.bd)


আবেদনের শেষ তারিখ : ৩১ আগষ্ট,২০২১

সূত্র : এডু ডেইলি২৪



নৌবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক,এমওডিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : নাবিক, মহিলা নাবিক, এমওডিসি (নৌ)

যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। সাঁতার জানতে হবে।

বয়স : ১ জানুয়ারি,২০২২ প্রার্থীর বয়স ১৭-২২ বছর।

প্রার্থীর ধরণ : পুরুষ ও মহিলা 

বৈবাহিক অবস্থা : অবিবাহিত 

বেতন-ভাতা : নির্বাচিত প্রার্থীদের সরকারী বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://joinnavy.navy.mil.bd)

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর,২০২১

সূত্র : প্রথম আলো অনলাইন


স্ট্যান্ডার্ড ব্যাংকে নিয়োগ


দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 'স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড' এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে।

পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারবছর মেয়াদি স্মাতক ডিগ্রি/স্মাতকোওর ডিগ্ৰি।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

চাকরির ধরণ: পূর্ণকালীন


আবেদন প্রক্রিয়া  : অনলাইন (www.standardbankbd.com/career)


আবেদনের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর,২০২১


সূত্র : প্রথম আলো অনলাইন