প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উইন্ডিজ জাতীয় টিমের হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর টিটুয়েন্টি ক্রিকেটে তাকে দেখা যাবে না এবং আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে পুরোপুরি অবসরে চলে যাবেন এই তারকা অলরাউন্ডার। বিশ্বের অন্যতম সেরা টিটুয়েন্টি অলরাউন্ডার ব্রাভো ব্যাটবলের পাশাপাশি ফিল্ডার হিসেবেও দারুণ সফল।উইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব বড় টিটুয়েন্টি লিগেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন।এর সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর ঈর্ষনীয় সাফল্য রয়েছে।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে ডোয়াইন ব্রাভোর জন্য শুভকামনা জানাচ্ছি।
ডোয়াইন ব্রাভোর ক্যারিয়ারচিএ
ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি তিন ফরম্যাটেই খেলেছেন। এবং ক্রিকেটের তিন ফরম্যাটে তাঁর সফলতার ইতিহাস রয়েছে। আসুন ডোয়াইন ব্রাভোর আন্তর্জাতিক ক্যারিয়ারচিএ দেখে নিই।
টেস্ট ক্যারিয়ার
উইন্ডিজ জাতীয় দলের হয়ে ডোয়াইন ব্রাভো ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তাঁর ব্যাটহাতে মোট সংগ্ৰহ ২২০০ রান এর সাথে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি। টেস্ট ক্রিকেটে বল হাতে ৮৬টি উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
ওয়ানডে ক্যারিয়ার
ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ২৯৬৪ রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তাঁর ২টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি রয়েছে।বল হাতে নিয়েছেন ১৯৯টি মূল্যবান উইকেট।
টিটুয়েন্টি ক্যারিয়ার
ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম নায়ক।এই তারকা অলরাউন্ডার ইতিপূর্বে ৮৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪ ফিফটিসহ ১২২৯ রান সংগ্রহ করেছেন। সেই সাথে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ব্রাভো বল হাতে ৭৬টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।
ফ্রাঞ্চাইজি ক্যারিয়ার
ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডারদের একজন ব্রাভো।হাডহিটার ও কার্যকর মিডিয়াম পেসার হিসেবে বিশ্বের সব বড় টিটুয়েন্টি লিগে ব্রাভোর জনপ্রিয়তা রয়েছে। ইতিমধ্যে ১০০টি ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার যেখানে ব্যাট হাতে ৫৩০২ রান ও বল হাতে ১৭৭টি মূল্যবান উইকেট নিয়েছেন।
ব্রাভো যেসব টিমে খেলেছেন
বিশ্বের সব বড় প্রথমশ্রেণীর লিগে ব্রাভোর ব্যাপক জনপ্রিয়তা ও উপস্থিতি রয়েছে।ডোয়াইন ব্রাভো যেসব বিখ্যাত টিমে খেলেছেন তাঁর ভেতরে রয়েছে কেন্ট,এিনিদাদ এন্ড টোবাগো, ভিক্টোরিয়া,মোম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস,সিডনি সিক্সার্স,সারে,ঢাকা ডায়নামাইটস,মিডলসেকস,গুজরাট লায়নস, পেশোয়ার জালমি প্রভৃতি।
বিশেষ রেকর্ড
ডোয়াইন ব্রাভোর কিছু বিশিষ্ট রেকর্ড এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন