WHAT'S NEW?
Loading...

নতুন উচ্চতায় ক্যাপ্টেন জে রুট

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংল্যান্ডের বর্তমান টেস্ট ক্যাপ্টেন জে রুট এখন ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক।  ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি  ম্যাচ জয়ের রেকর্ড এখন জে রুটের। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে জে রুট এই সাফল্য অর্জন করেন।এর ফলে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান অধিনায়ক হিসেবেও অনন্য কীর্তি গড়লেন।সফল ইংলিশ টেস্ট ক্যাপ্টেনদের পরিসংখ্যানইংলিশ ক্রিকেট বেশকজন সফল টেস্ট ক্যাপ্টেন পেয়েছে। এক্ষেত্রে জে রুট,আলিস্টার কুক, মাইকেল ভন,এন্ডু স্ট্রাউস,পিটার মে,নাসের হোসেইন,মাইক আতারটনের নাম বিশেষভাবে স্মরণযোগ্য।তবে সর্বাধিক টেস্ট ম্যাচ জয়ের হিসেবে বাকিদের ছাড়িয়ে গেলেন জে রুট।জে রুট এখন ইংল্যান্ডের  সফলতম টেস্ট ক্যাপ্টেন। ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেনদের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


জে রুট


ক্রিকেটের অভিজাত ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট। এখানে পাঁচদিনের ম্যাচ হয়ে থাকে ।ফলে একজন টেস্ট অধিনায়ককে ব্যাপক বিষয় মাথায় রাখতে হয় এবং মাঠে সেটি প্রয়োগ করতে হয়। তাছাড়া টেস্ট ক্রিকেটে কন্ডিশন , উইকেট ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। এসবের সাথে টেস্ট ক্রিকেটে একজন ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।এসব হিসেবনিকেশের পর একজন টেস্ট অধিনায়কের সফলতার বড় মানদন্ড হল জয়-পরাজয়ের হিসাব। আর ইংলিশ ক্রিকেটে সবকিছু বিবেচনায় এখন সেরা টেস্ট অধিনায়ক জে রুট।রুট ইতিমধ্যে ৫৫টি টেষ্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন যেখানে ২৭টি টেষ্টে ইংল্যান্ড জয়ী হয়েছে এবং ২০টিতে ইংলিশরা হেরেছে।জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড ইতিমধ্যে ৮ টি টেস্ট ড্র করেছে।মাইকেল ভন


ইংল্যান্ডের টেস্ট পরিসংখ্যান দেখলে মাইকেল ভনের নামটি বেশ ভালো ভাবেই চোখে পড়ে।নিজে সফল টেস্ট ব্যাটসম্যান ছিলেন এছাড়া ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবেও তাঁর সাফল্য  ব্যাপক।অত্যন্ত কুল ও ক্যালকুলেটেড ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে ভনের সুনাম রয়েছে।বিশেষত টেস্ট অধিনায়ক হিসেবে মাইকেল ভন দারুণ সফল।যদিও তাঁর সময়ে ইংল্যান্ডের টেস্ট দলের বোলিং এখনকার মত এতোটা ভালো ছিল না তবু  ক্যাপ্টেন হিসেবে ভনের টেস্ট সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইকেল ভনের নেতৃত্বে ইংল্যান্ড ৫১টি টেস্ট খেলেছে যেখানে ২৬টি ম্যাচে ইংলিশরা জয়ী হয়েছে। এছাড়া ভনের নেতৃত্বে ইংল্যান্ড ১১টি টেস্ট ড্র ও ১৪টিতে হেরেছে।এন্ডু স্ট্রাউস


ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেন হিসেবে এন্ডু স্ট্রাউসের নামটিও স্মরণযোগ্য।স্ট্রাউস নিজে ভালো ব্যাটসম্যান ছিলেন এবং সেইসাথে তাঁর টেস্ট অধিনায়কত্বের সাফল্যও ব্যাপক।স্ট্রাউসের নেতৃত্বে ইংল্যান্ড মোট ৫০টি টেস্ট খেলেছে যেখানে ২৪টিতে ইংলিশরা জয়ী হয়েছে এবং ১১টিতে পরাজিত হয়েছে। এছাড়া স্ট্রাউসের নেতৃত্বে ইংলিশরা মোট ১৫টি টেস্ট ড্র করেছে।


আলিস্টার কুক


ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আলিস্টার কুক। দারুণ এক টেষ্ট ব্যাটসম্যান ছিলেন কুক।ক্ল্যাসিক্যাল ঘরাণার সফল এই ব্যাটসম্যান টেস্ট অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। কুকের নেতৃত্বে ইংল্যান্ড মোট ৫৯টি টেস্ট খেলেছে যেখানে ২৪টিতে জয় ও ২২টি ম্যাচে পরাজয় রয়েছে। উল্লেখ্য আলিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড ১৩টি টেস্ট ড্র করেছে।


পিটার মে


ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেন হিসেবে পিটার মে এর নামটিও স্মরণযোগ্য।এই ইংলিশ ক্রিকেটার ১৯৫৫-১৯৬১ সাল সময়ে ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। এবং পরিসংখ্যান বিচারে তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক।মের নেতৃত্বে ইংল্যান্ড দল মোট ৪১টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে ইংলিশরা মোট ২০টি ম্যাচে জয়ী ও ১০টিতে পরাজিত হয়েছে। এছাড়া মের অধিনায়কত্বে ইংল্যান্ড ১১টি টেস্ট ড্র করেছে।
জে রুটের সেরা টেস্ট সাফল্য


জে রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। এছাড়া নিজের টেষ্ট ক্যারিয়ারকেও নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই তারকা ব্যাটসম্যান।জে রুটের অধিনায়ক হিসেবে বড় সাফল্য গুলোর মধ্যে বেশকিছু টেস্ট সিরিজ জয় উল্লেখযোগ্য। অধিনায়ক হিসেবে জে রুটের উল্লেখযোগ্য কিছু টেস্ট সিরিজ জয়ের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়


অধিনায়ক হিসেবে জে রুটের সেরা টেস্ট সাফল্যের একটি ২০১৭ সালে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়


জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল ২০১৭ সালে নিজেদের মাঠে টেস্ট সিরিজ জয় করে।এটি ক্যাপ্টেন জে রুটের অন্যতম সেরা টেস্ট সাফল্য।


ভারতের বিপক্ষে সিরিজ জয়


২০১৮ সালে জে রুটের নেতৃত্বে ইংলিশরা ভারতকে টেস্ট সিরিজে পরাজিত করে।এটিও অধিনায়ক হিসেবে জে রুটের অন্যতম সেরা সাফল্য।


শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়


জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল (২০১৮-১৯) শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে জয়লাভ করে।এটি টেস্ট অধিনায়ক হিসেবে জে রুটের এক সেরা সাফল্য।