প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।১৯৭৬ সালের এই দিনে (২৯ আগষ্ট) কবি মৃত্যবরণ করেন। নজরুল প্রয়াণ দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসুন কবির প্রয়াণ দিবসে তাঁর জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম
১. কাজী নজরুল ইসলাম একাধারে - কবি, কথাসাহিত্যিক,নাট্যকার,প্রাবন্ধিক, গীতিকার, সুরকার,শিল্পী,সম্পাদক, অভিনেতা।
২. নজরুল ঢাকায় আসেন - মোট ১৩ বার।
৩.কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি পান - ১৯৭২ সালের ২৪ মে ।
৪.বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান - তৃতীয়।
৫.রবীন্দ্রভারতী নজরুলকে ডিলিট দেয় - ১৯৬৯ সালে।
৬.নজরুলের কাব্যগ্ৰন্থ - মোট ২৩টি ।
৭.নজরুলের সর্বশেষ কাব্যগ্ৰন্থ - নির্ঝর ।
৮.নজরুলের জাতীয়তা - ব্রিটিশ ভারতীয় ( ১৮৯৯- ১৯৪৭), ভারতীয় (১৯৪৭- ১৯৭৬), বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।
৯. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য প্রকাশিত হয় - ১৯২২ সালে ।
১০. কাজী নজরুল ইসলাম একুশে পদক পান - ১৯৭৬ সালে।
১১.নজরুল স্বাধীনতা পদক পান - ১৯৭৭ সালে।
১২. বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন - কাজী নজরুল ইসলাম।
১৩.নজরুল সম্পাদিত পএিকা - ধূমকেতু (১৯২২), লাঙ্গল ( ১৯২৫), দৈনিক নবযুগ(১৯৪১)।
১৪.নজরুলের চল্,চল্, চল্ সঙ্গীতকে বাংলাদেশ পদাতিক বাহিনীর রণসঙ্গীত হিসেবে গ্ৰহন করা হয় - ১৯৯৬ সালে।
১৫.কাজী নজরুলের কবিতা প্রথম যে পএিকায় প্রকাশিত হয় - বঙ্গীয় মুসলিম সাহিত্য পএিকা।
১৬.বাংলা ভাষায় প্রথম গজল রচনা করেন - কাজী নজরুল ইসলাম।
১৭.কবি নজরুল যে রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন - প্রলয়শিখা।
১৮.নজরুলের সঞ্চিতা কাব্য ইংরেজিতে অনুবাদ করেন - অধ্যাপক মোস্তফা মুনির ।
১৯.নজরুলের উল্লেখযোগ্য সঙ্গীতগ্ৰন্থ - বুলবুল।
২০.নজরুল প্রথমবার ঢাকায় আসেন - ১৯২৬ সালে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন