WHAT'S NEW?
Loading...

দ্য হান্ড্রেডের ব্যাটেবলে সেরা যারা

                                                                     


প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে ইংলিশ ক্রিকেটের নতুন সংস্করণ হ্য হান্ড্রেডের  (১০০ বলের ক্রিকেট) প্রথম আসর(পুরুষ) সফলভাবে শেষ হলো। ইংল্যান্ডের ৮টি শহরের  ৮টি ফ্রাঞ্চাইজি এবারের দ্য হান্ড্রেডের(পুরুষ) মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় এবং চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেইভ।প্রথম পুরুষ আসরে ব্যাট বলের ধুন্ধুমার লড়াই দ্য হান্ড্রেডের ফ্লেবারকে বেশ ভালোভাবেই ছড়াতে পেরেছে একথা বলা যায়।মাঠভর্তি দর্শক সমাগম দ্য হান্ড্রেডের প্রথম পুরুষ আসরের এক অনন্য দৃশ্য ছিল। এছাড়া দ্য হান্ড্রেডের (পুরুষ) প্রথম আসরে ক্রিকেটামোদীদের জন্য এক ভিন্ন ক্রিকেটীয় সৌন্দর্য উপভোগের সুযোগ ছিল।দ্য হান্ড্রেডের ২০২১ (পুরুষ) আসরের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।



দ্য হান্ড্রেডের সেরা ব্যাটসম্যান



এবারের দ্য হান্ড্রেডের পুরুষ আসরে ব্যাট হাতে বেশকজন ব্যাটসম্যান নজরকাড়া পারফরম্যান্স করেছেন।যদিও ১০০ বলের ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য বেশ রিস্ক নিয়েই অতিরিক্ত শট খেলতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখানে বলের বিচার বিশ্লেষণের সুযোগ খুব কম।দ্য হান্ড্রেডের (২০২১) আসরের সেরা পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


এল লিভিংস্টোন


এল লিভিংস্টোন এবারের দ্য হান্ড্রেডে দারুণ ব্যাটিং করেছেন।এই ব্যাটসম্যান ৯ ম্যাচে ৩ ফিফটিসহ ৩৪৮ রান করেন। লিভিংস্টোনের ব্যাটিং এবার দ্য হান্ড্রেডের দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে এটি নিঃসন্দেহে বলা যায়।



বিএম ডাকেট


বিএম ডাকেট ২০২১ এর দ্য হান্ড্রেড(পুরুষ) আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন।এই চৌকস ব্যাটসম্যান ৮ ম্যাচে ২ ফিফটিসহ মোট ২৩২ রান করেন।


জেমস ভিনস



জেমস ভিনস এবার চ্যাম্পিয়ন দল সাউদার্ন ব্রেইভের সাফল্যের মূল রূপকার ছিলেন।এই ব্যাটসম্যান ১০ ম্যাচে ২ ফিফটিসহ মোট ২২৯ রান করেন।



মঈন আলী



ইংল্যান্ড জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মঈন আলী এবারের দ্য হান্ড্রেডে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন।এই ব্যাটসম্যান ৭ ম্যাচ খেলে ১ফিফটিসহ মোট ২২৫ রান সংগ্রহ করেন।



গ্লেন ফিলিপস



দ্য হান্ড্রেডের এবারের আসরে গ্লেন ফিলিপস নজরকাড়া ব্যাটিং করেন।এই হাডহিটার ৮ ম্যাচ খেলে ২১৪ রান সংগ্রহ করেন। এছাড়া ফিলিপস দ্য হান্ড্রেডের এই আসরে ২টি ফিফটিও মেরেছেন।



দ্য হান্ড্রেডের সেরা বোলার



১০০ বলের ক্রিকেটে বোলিং খুব সহজ কাজ নয়।কারণ বাস্তবতা বিবেচনায় ব্যাটসম্যানরা অতিরিক্ত শট খেলতে চাইবে ফলে ভালো বলও এখানে বিগশটের শিকার হতে পারে।তবু দ্য হান্ড্রেডের প্রথম পুরুষ আসরে বেশকজন বোলার সফলতা দেখিয়েছেন।দ্য হান্ড্রেডের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।


এ মিলনে



এ মিলনে এবারের দ্য হান্ড্রেডের সেরা বোলার ছিলেন।এই বোলার ৮ ম্যাচ খেলে মোট ১২ টি উইকেট নেন।মিলনের  সেরা বোলিং ছিল (৩/১৫)।


এম লেনজ


এম লেনজ দ্য হান্ড্রেডের এবারের আসরে চমৎকার বোলিং করেন।এই বোলার ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৫/২০)।


আদিল রশিদ


তারকা ইংলিশ স্পিনার আদিল রশিদ দ্য হান্ড্রেডের এবারের আসরে বল হাতে সাফল্য পেয়েছেন।এই বোলার ৭ ম্যাচে ১২ উইকেট নেন। এই বোলারের সেরা বোলিং ছিল ( ৩/১৩)।



রশিদ খান



তারকা আফগান স্পিনার রশিদ খান দ্য হান্ড্রেডে ৯ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৬)।


ব্যাক হোয়েল



ব্যাক হোয়েল এবারের দ্য হান্ড্রেডের অন্যতম সেরা বোলার ছিলেন।এই বোলার ৯ ম্যাচ খেলে মোট ১১টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (২/১৩)।