WHAT'S NEW?
Loading...

মোস্তাফিজের সেরা ওডিআই বোলিং

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান  স্বল্প সময়ে ক্রিকেটবিশ্বে নিজের অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন। এক্ষেত্রে দুর্দান্ত কাটার ও উইকেট বোঝে বল করার অনন্য দক্ষতা ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই পেসারকে বিশিষ্ট করে তুলেছে। এছাড়া মোস্তাফিজের ধারাবাহিকতা একটি বিশেষ কোয়ালিটি হিসেবে স্বীকৃত। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই কাটারমাষ্টারের অনন্য বোলিংভেলকি জাতীয় দলের পাশাপাশি আইপিএলের মত তুমুল উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টেও দেখা গেছে। মোস্তাফিজুর রহমানের কিছু সেরা ওডিআই বোলিং ফিগার নিয়ে একটি বিশ্লেষণ এখানে তুলে ধরা হলো।




মোস্তাফিজের সেরা ওডিআই বোলিং



বাংলাদেশের ওডিআই ক্রিকেটে (বোলিং) সাফল্যের পেছনে মাশরাফি, সাকিবের পর মোস্তাফিজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর উইকেট বোঝার দক্ষতা এবং সেইসাথে ইনোভেটিভ বোলিং একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এসবকিছুর ফলে মোস্তাফিজের পক্ষে সহজে যেকোন ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলা সম্ভব হয়।এটি বিশ্বের সব বড় বোলারই করে থাকেন।অবশ্য ওডিআই ক্রিকেটে ব্যাটসম্যানকে সহজে প্রলুব্ধ করার সুযোগ নেই এজন্য প্রয়োজন টানা ভালো বল করে যাওয়া আর সেই সাথে গতি, সুইং ও লাইনের বিষয়ে সতর্ক থাকা যেটি মোস্তাফিজের বোলিংয়ে শুরু থেকেই পাওয়া যায়। আসুন মোস্তাফিজের কিছু অসাধারণ ওডিআই বোলিং ফিগার দেখে নিই।


ভারতের বিপক্ষে ৬/৪৩



মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের বহু নজির রয়েছে । এবং এই বাঁহাতি সিমারের সেরা ওডিআই বোলিংয়ের এক অনন্য নির্দশন হয়ে আছে ২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ৪৩ রানে ৬ উইকেট নেয়ার ঘটনা।



জিম্বাবুয়ের বিপক্ষে ৫/৩৪



মোস্তাফিজুর রহমানের ওডিআই বোলিংয়ের বড় এক বৈশিষ্ট্য হচ্ছে টানা সঠিক লাইনে বল করার দক্ষতা।আর এটি ওডিআই ক্রিকেটে তাঁর সাফল্যের বড় এক কারণ। মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের অন্যতম এক উদাহরণ  ২০১৫ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেয়ার ঘটনা।


ভারতের বিপক্ষে ৫/৫০




ভারতের বিপক্ষে মোস্তাফিজের সফল বোলিংয়ের অসংখ্য উদাহরণ রয়েছে ।তেমনি ভারতের বিপক্ষে এই পেসার ২০১৫ সালে মিরপুরে এক ওডিআই ম্যাচে ৫০ রান দিয়ে ৫টি উইকেট নেন যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অন্যতম সেরা বোলিং হিসেবে স্বীকৃত।



ভারতের বিপক্ষে এজবাস্টনে ৫/৫৯



২০১৯ সালে ভারতের বিপক্ষে এজবাস্টনে মোস্তাফিজ তাঁর ওডিআই বোলিংয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন । সেই ম্যাচে এই বাঁহাতি কাটার মাষ্টার ৫৯ রান দিয়ে ৫টি উইকেট নেন।এটি মোস্তাফিজের ওডিআই ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য বোলিং ফিগার হিসেবে পরিচিত।



পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৫/৭৫


২০১৯ সালে মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের আরেক নজির ছিল পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৭৫ রানে ৫ উইকেট নেয়ার ঘটনা। সেই ম্যাচে রান কিছুটা বেশি দিয়েছেন বটে কিন্তু পাকিস্তানের ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দারুণ এক কাজ করেন এই তারকা পেসার।



আয়ারল্যান্ডের বিপক্ষে ৪/২৩


২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দি ভিলেজ মাঠের এক ওডিআই ম্যাচে মোস্তাফিজুর রহমান ২৩ রান খরচ করে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। এটিও মোস্তাফিজের অন্যতম সেরা ওডিআই বোলিং ফিগার হিসেবে বিবেচিত।



পাকিস্তানের বিপক্ষে ৪/৪৩



মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের আরেক অনন্য দৃষ্টান্ত ছিল ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেয়ার ঘটনা। সেই ম্যাচে মোস্তাফিজের বোলিং সত্যিই অসাধারণ ছিল।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪/৪৩



২০১৯ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দি ভিলেজ মাঠে মোস্তাফিজ তাঁর ওডিআই ক্যারিয়ারের আরেক সেরা বোলিংয়ের দৃষ্টান্ত স্থাপন করেন।সেই ম্যাচে মোস্তাফিজ ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।


শ্রীলঙ্কার বিপক্ষে ৩/১৬



মোস্তাফিজুর রহমানের অন্যতম সেরা ওডিআই বোলিংয়ের একটি ছিল এ বছর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নেয়ার ঘটনা।সেই ম্যাচে মোস্তাফিজের হিসেবি বোলিং সত্যিই এক অসাধারণ ঘটনা হয়ে রয়েছে।