প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংলিশ ক্রিকেটের এই সময়ের সফল টেস্ট ব্যাটসম্যান জে রুট। দারুণ টেকনিক ও ক্যালকুলেটেড স্ট্রোকপ্লের জন্য এই ইংলিশ ব্যাটসম্যান ব্যাপক জনপ্রিয়।বিখ্যাত টেস্ট ব্যাটসম্যান আলিষ্টার কুক,নাসের হোসেইন,মাইকেল ভন,পিটারসন প্রমুখদের ব্যাটিং একসময় ইংল্যান্ডের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং সেইধারায় এই সময়ের এক অনন্য দৃষ্টান্ত জে রুট। এই কুল ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের এক নির্ভরতার প্রতীক হয়ে আছেন। জে রুটের সেরা কিছু টেস্ট নক সম্পর্কে এখানে আলোচনা করব।
রুটের সেরা টেস্ট ইনিংস
অসাধারণ টেকনিক ও ক্যালকুলেটেড ক্রিকেটের জন্য জে রুট এই সময়ের টেস্ট ক্রিকেটের এক জনপ্রিয় ফিগার। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগ্যানের দৃষ্টিতে জে রুট হচ্ছেন ' মোষ্ট কমপ্লিট ব্যাটসম্যান'। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জে রুটের সেরা টেস্ট ইনিংসগুলো শুধু ইংল্যান্ডে নয় বরং এর বাইরেও পাওয়া যায়। রুটের সেরা কিছু টেস্ট ইনিংসের তথ্য এখানে দেখে নিন।
পাকিস্তানের বিপক্ষে ২৫৪
জে রুটের সেরা টেস্ট ইনিংসগুলোর একটি পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ওল্ড ট্রাফোর্ডের ২৫৪ । আজ অবধি সেটিই জে রুটের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস ।
শ্রীলঙ্কার বিপক্ষে ২২৮
এ বছর গলে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট ২২৮ রানের আরেকটি অসাধারণ ইনিংস খেলেন। এবং সেই ইনিংসটি জে রুটের সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬
জে রুট তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি খেলেছেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। সেই ম্যাচে রুট ২২৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।
ভারতের বিপক্ষে ২১৮
এ বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জে রুট ২১৮ রানের দারুণ এক ইনিংস উপহার দেন।এটিও তাঁর অন্যতম সেরা টেস্ট নক হিসেবে স্বীকৃত। ভারতের কঠিন উইকেটে জে রুট এই ইনিংসটি দারুণভাবে খেলেছিলেন।এটিও তাঁর অনন্য টেকনিকের পরিচয়বাহক।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০০*
২০১৪তে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট অপরাজিত ২০০ রানের এক হার না মানা টেস্ট নক উপহার দেন।সেটিও এই তারকা ব্যাটসম্যানের অন্যতম সেরা টেস্ট ইনিংস হিসেবে পরিচিত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০
লর্ডসে জে রুটের দারুণ সব টেস্ট ইনিংস রয়েছে তেমনি একটি ইনিংস (১৯০) তিনি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৬
এ বছরের ফেব্রুয়ারিতে গলে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট আরেকটি অসাধারণ টেস্ট ইনিংস উপহার দেন। এবং রুটের সেই ইনিংসটি ছিল ১৮৬ রানের।এই ইনিংসটি জে রুটের অসাধারণ টেকনিকের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২*
জে রুট বিশ্বের সব কন্ডিশনেই সফলতা দেখিয়েছেন তাঁর তেমনি এক টেষ্ট নক ২০১৫ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জয়ের অপরাজিত ১৮২ রান।সেই ইনিংসটিও জে রুটের অন্যতম সেরা টেস্ট নক হিসেবে স্বীকৃত।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন