প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।এর মধ্যদিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ারে আরো একটি স্বীকৃতি যুক্ত হলো। উল্লেখ্য এর আগে বাংলাদেশের আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার সাকিব জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন।মূলত বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিব আল হাসানের পারফরম্যান্স বিবেচনায় এই স্বীকৃতি দেয়া হলো। সাকিবের সাথে জুলাই মাসের সেরা ক্রিকেটারের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালস জুনিয়র ও অষ্ট্রেলিয়ার মিশেল মার্শ।তবে শেষমেশ সাকিব আল হাসান আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন। সবশেষে সাকিব ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে এই তারকা অলরাউন্ডার আবারও আইসিসির টিটুয়েন্টি অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন।
সাকিবের ক্যারিয়ার চিএ
বাংলাদেশের ক্রিকেটের সেরা আবিষ্কার সাকিব আল হাসান ক্যারিয়ারজুড়ে দারুণ সব রেকর্ড উপহার দিয়েছেন। আইসিসির নাম্বার ওয়ান অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের ক্রিকেট কালচারে ব্যাপক পরিবর্তনের অন্যতম রূপকারও সাকিব আল হাসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টোটাল ক্রিকেটার (দারুণ ব্যাটিং+ কার্যকর স্পিন+পজিটিভ এটিচিউড) হিসেবে সাকিবের তুলনা ক্রিকেটবিশ্বে খুব কমই আছে। এখানে সাকিবের ক্যারিয়ারচিএ দেখে নিন।
টেস্ট ক্যারিয়ার
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে সাকিব নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সহ সাকিবের দারুণ সব অলরাউন্ডিং পারফরম্যান্সের নজির রয়েছে। ইতিমধ্যে ৫৮টি টেস্ট ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে মোট ৩৯৩৩ রান করেছেন সাকিব যাতে ৫টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিও রয়েছে। এছাড়া পাঁচ দিনের ক্রিকেটে(টেস্ট) সাকিবের মোট ২১৫টি উইকেটও রয়েছে।
ওয়ানডে ক্যারিয়ার
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের নায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে সাকিব ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৬৬০০ রান সংগ্রহ করেন। ওয়ানডে ক্রিকেটে এই তারকা অলরাউন্ডার ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটির মালিক। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ওয়ানডে ক্রিকেটে সাকিব বল হাতে ২৭৭টি উইকেট নিয়েছেন।
টিটুয়েন্টি ক্যারিয়ার
বর্তমান টিটুয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডারদের অন্যতম।এই অভিজ্ঞ অলরাউন্ডার জাতীয় দলের হয়েও যথারীতি টিটুয়েন্টি ক্রিকেটে সফলতার ধারা অব্যাহত রেখেছেন। সাকিব আল হাসান ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৭১৮ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে এই অলরাউন্ডারের ৯টি ফিফটি রয়েছে। এছাড়া সাকিব আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার (১০২ উইকেট)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন