WHAT'S NEW?
Loading...

সাকিবের নতুন দুই টিটুয়েন্টি রেকর্ড

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের পাশে নতুন দুই রেকর্ড যুক্ত হয়েছে। অলরাউন্ডার সাকিব গড়েছেন এক অনন্য রেকর্ড এদিকে বোলার সাকিব আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাসিথ মালিঙ্গার পরে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। আসুন সাকিব আল হাসানের নতুন দুই রেকর্ড সম্পর্কে জেনে নিই।


অলরাউন্ডার সাকিবের রেকর্ড


এটি সবাই জানেন যে সাকিবের মাঠে নামার অর্থ হচ্ছে এক প্লেয়ারের মধ্যে দুই সেরাকে পেয়ে যাওয়া( বোলার সাকিব ও ব্যাটসম্যান সাকিব)। এবং এটি যে এক চরম সত্য তা সাকিব আবার প্রমাণ করলেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একই সাথে ১হাজার রান ও ১০০ উইকেট নেয়া প্রথম ক্রিকেটার এখন সাকিব আল হাসান।অষ্ট্রেলিয়ার  বিপক্ষে সদ্যসমাপ্ত পঞ্চম টিটুয়েন্টিতে সাকিব এই অনন্য কীর্তি গড়েন।এর আগে আর কোন ক্রিকেটার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একই সাথে ১হাজার রান ও ১০০ উইকেট নিতে পারেননি।


বোলার সাকিবের কীর্তি


অষ্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টিটুয়েন্টি সিরিজে সাকিব বল হাতে মোট ৭ উইকেট নিয়ে দারুণ সাফল্য লাভ করেন এবং এর মধ্যদিয়ে তিনি আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মোট ১০২টি উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সাকিব আল হাসান এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট(১০২ উইকেট) শিকারি বোলার তাঁর আগে রয়েছেন শুধু শ্রীলঙ্কার স্পিডস্টার লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট) ।


আন্তর্জাতিক টিটুয়েন্টির সেরা বোলার


আন্তর্জাতিক টিটুয়েন্টির সেরা দশ বোলারের সর্বশেষ পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

১.লাসিথ মালিঙ্গা -৮৪ ম্যাচ - ১০৭ উইকেট

২.সাকিব আল হাসান - ৮৪ ম্যাচ - ১০২ উইকেট

৩.টিম সাউদি - ৮৩ ম্যাচ - ৯৯ উইকেট

৪.শহিদ আফ্রিদি - ৯৯ ম্যাচ - ৯৮ উইকেট

৫.রশিদ খান - ৫১ম্যাচ - ৯৫ উইকেট

৬.উমর গুল - ৬০ ম্যাচ - ৮৫ উইকেট

৭.সৈয়দ আজমল -৬৪ ম্যাচ - ৮৫ উইকেট

৮.জি ডকরিল - ৭৯ ম্যাচ - ৭৬ উইকেট

৯.ডোয়াইন ব্রাভো - ৮৬ ম্যাচ - ৭৬ উইকেট

১০.ইস সোদি - ৫৭ ম্যাচ - ৭৩ উইকেট