প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে বেশকিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে নিয়োগ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কিছু পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : নৌস্থপতি,মাষ্টার পাইলট, নিম্নমান সহকারী,ড্রাইভার ইত্যাদি।
পদসংখ্যা : ২৭
যোগ্যতা : পদভেদে এসএসসি থেকে স্মাতক ডিগ্রি।
বেতন : পদভেদে গ্ৰেড-৬ থেকে গ্ৰেড-২০।
বয়স : নৌস্থপতি ও মাষ্টার পাইলট পদ ছাড়া বাকি সব পদের জন্য ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেএে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া : অনলাইন (www.jobsbjwta.gov.bd)
আবেদনের শেষ তারিখ :৩১/০৮/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
সেনাবাহিনীতে নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক বিভিন্ন পদে ৬২৭জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : অটো ইলেকট্রিশিয়ান,কেমিস্ট,ফিটার,বুক বাইন্ডার,ল্যাবরেটরি এন্টেনডেন্ট, নিরাপত্তা প্রহরীসহ শতাধিক ক্যাটাগরি।
পদসংখ্যা :৬২৭
যোগ্যতা : যোগ্যতা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন (www.army.mil.bd)
বেতন : পদভেদে গ্ৰেড -১১ থেকে গ্ৰেড-২০ ।
আবেদনের প্রক্রিয়া: আবেদনের প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে ভিজিট করুন (www.army.mil.bd)
আবেদনের শেষ তারিখ :৩১/০৮/২০২১
সূত্র : দৈনিকশিক্ষা
ব্র্যাক ব্যাংকে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেডে নিম্নোক্ত পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : এসোসিয়েট ম্যানেজার,ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অফিসার ইত্যাদি বেশকিছু পদ।
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা ও অভিজ্ঞতা : যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি জানতে এই লিংকে ক্লিক করুন।(www.bdjobs.com)
সূত্র : বিডিজবস ডটকম (www.bdjobs.com)
এসিআই এ নিয়োগ
এসিআই এ 'সিনিয়র বিজনেস এনালিষ্ট/বিজনেস এনালিষ্ট 'পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : সিনিয়র বিজনেস এনালিষ্ট/ বিজনেস এনালিষ্ট
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ (ফিনান্স, একাউন্টিং)।
অভিজ্ঞতা :২ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরণ : পূর্ণকালীন
বয়স : ২২-৩২ বছর।
কর্মক্ষেত্র : ঢাকা
আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট : www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ :০৯/০৮/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন